"উৎসবের ভ্রমণকাহিনী প্রতিযোগিতা" 17।।

"আসসালামুয়ালাইকুম"

সকলেই কেমন আছেন। আশাকরি সকলেই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

IMG_20220507_162620.jpg

Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A
আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে এসেছি। বন্ধুদের সাথে কিছু সময় ঘুরাঘুরি।

আমার কাছে বেশি ভালো লাগে যেখানে সেখানে ঘোরাঘুরি করতে। তাই বন্ধুদের সাথে ঘুরতে গেলাম।

IMG_20220507_160102.jpg

Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A
আমাদের নওগাঁ জেলার অন্তর্গত ধামুরহাট উপজেলার। বাংলাদেশ-ভারত সীমানা ভর্তি সুপ্রাচীন একটি জলাশয়ের নাম।

"আলতাদিঘী।

নওগাঁ জেলার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জায়গা গুলোর মধ্যে। আলতাদিঘী জাতীয় উদ্যান ও একটি নির্দেশ। দেখতে খুবই সুন্দর একটি জায়গা। চারপাশে শালবন দিয়ে ঘিরে আছে এই আলতাদিঘী। অনেক লম্বা একটি দীঘি।

IMG_20220507_160412.jpg

Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A

এই দীঘির পানিতে অনেক শাপলা ফুল দেখা যায়। তবে এখানে বর্ষার সময় দীঘিটি পানিতে ভরে যায়। দেখতেও খুব সুন্দর লাগে। অনেক বছর আগের শাল গাছ এইদিকে চারপাশে দেখা যায়। এই দীঘি নওগাঁ জেলার একটি সৌন্দর্য আকৃতি হিসাবে রয়েছেন। এই আলতাদিঘী দেখার জন্য প্রতিদিন মানুষের ভিড় জমে যায়।

IMG_20220507_161011.jpg

https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A
অনেক দূর দূরান্ত থেকে এই আলতাদিঘী দেখতে আসেন। চারিপাশে শস্য-শ্যামলা দিয়ে ঘেরা।‌‌ এত সুন্দর একটি দীঘি এখানে আমি তিন থেকে চার বার এসেছি। আমার কাছে খুবই ভালো লাগে। এই দীঘির দিকে তাকালে মনে হয় কোথায় যেন হারিয়ে গিয়েছি। চারপাশে দেখি শাল গাছ দিঘির মাঝখানে তাকাইলে দেখা যায় শাপলা ফুল।

শাপলা ফুল। চারপাশটা যেন সবুজে ঘেরা।

সব চাইতে মজার বিষয় এই আলতা দীঘির। পশ্চিম পাশে একটি জঙ্গল আছে ।জঙ্গলটি মোটামুটি অনেক বড়। জঙ্গলের ভিতরে দেখলাম অনেক প্রকার উদ্ভিদ। জঙ্গলের ভিতরে একা গেলে অনেক ভয় লাগে।

IMG_20220507_161350.jpg
Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A

সেজন্য আর একা গেলাম না। আমরা তিন বন্ধু মিলে ওই জঙ্গলের ভিতরে গেলাম। যেখানে নিরিবিলি নিঃশব্দ। একটু সামনের দিকে যেতে দেখলাম। অনেক বছর আগের পুরোনো সেই বড় বড় মোটা শাল গাছ। আর একটু সামনে এগিয়ে দেখলাম। অনেক বড় বড় উইপোকার ঢিবি। এক তলা দুই তলা বাসার সমান উঁচু উঁচু উইপোকার ঢিবি। যা দেখে অবাক হয়ে গেলাম।

অনেক বড় বড় উইপোকার ঢিবি।

সব চাইতে অবাক বিষয়। বাংলাদেশে এই প্রথম এত বড় বড় উইপোকার ঢিবি এই আলতাদিঘীতে।অনেক বছর আগের পুরনো এই উইপোকার ঢিবি।

IMG_20220507_161631.jpg

Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A
ওই ঢিবির মধ্যে উইপোকারা বসবাস করেন। অনেক ঝড় বৃষ্টি হয় তবুও সেই ঢিবি ভেঙে যায় না। আমি হাত দিয়ে দেখলাম এতো শক্ত মনে হয় ।ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু না এটা উইপোকা মাটি সংরক্ষণ করে তৈরি করেছেন।

IMG_20220507_161857.jpg
Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A

দেখতে খুবই সুন্দর লাগে। এই আলতা দিঘীর চারপাশটা যেন সৌন্দর্যে ঘেরা আছে। এতো সুন্দর সুন্দর দৃশ্য দেখে চোখটা যেন জুড়িয়ে যায়। কখন জানি তিন-চার ঘণ্টা পার করেছি বলতে পারিনা। এই সবুজে ঘেরা দৃশ্য গুলো দেখতে দেখতে। এখানে অনেকেই আসেন বনভোজন করতে। অনেক দূর দূরান্ত থেকে। এখানে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য গুলো দেখা যায়।

IMG_20220507_162211.jpg
Alta Dighee
https://maps.app.goo.gl/fAZyXHKWfzySHML7A
এখানে বেশিরভাগ ঈদে অনেক ভিড় জমে মানুষের। চারপাশে অনেক দোকানপাট বসে। ফুচকার দোকান ঝাল মুড়ির দোকান বিভিন্ন রকমের দোকান বসেন। আমরা তিন বন্ধু মিলে দীঘির চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের মতো আরো অনেক মানুষ এভাবে দীঘির চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে। বেশ ভালো লেগেছিল আমার কাছে। পরিবেশটা খুবই দারুন ছিল। আমি ভ্রমণ করতে একটু বেশি পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে । সেই জন্য আমি ‌যেখানে সেখানে ভ্রমণ করি। তবে এই আলতা দিঘীতে এসে একটু অন্যরকম ভালো লাগা।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 2 years ago 
আপনি খুবই সুন্দর করে আলতাদিঘীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন।আপনার বর্ণনা শুনে আলতাদিঘী প্রেমে পড়ে গেলাম। খুব ইচ্ছে করছে দেখতে। যাইহোক আপনার ঈদে বন্ধুদের সাথে আলতাদিঘী ঘুরে আসার গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য♥♥

আপনার এত সুন্দর একটি মন্তব্য দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। আলতাদিঘী আমার কাছে খুবই ভালো লাগে। আমি মনে করি সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। ❤️❤️

 2 years ago 

বাহ অনেক সুন্দর লাগলো জাইগা গুলা,

আপনি আমার মন্তব্য অনুযায়ী আপনার পোস্ট এডিট করে লোকেশন দিন।
ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া, উৎসবের ভ্রমণকাহিনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। নওগাঁ জেলার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে আলতাদিঘী অন্যতম। আর এই আলতাদিঘীতে আছে চারিদিকে শালবন গাছ ও মাঝখানে পুকুরে প্রচুর পরিমাণ শাপলা ফুল, কথাটি চিন্তা করতেই স্বচক্ষে দেখার খুব বাসনা জাগছে মনে। এরকম অপূর্ব একটি জায়গা দেখতে পেলে খুবই ভালো লাগতো। ভাইয়া অনেক অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে উইপোকার ২ থেকে ৩ তলা বাড়ি দেখতে পেলাম। ছোটবেলায় অনেক দেখেছি, কিন্তু বড় হবার পর আর চোখে পড়েনি। সবচেয়ে অবাক হলাম উইপোকার ঢিবি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উইপোকার ঢিবি হচ্ছে আলতা দিঘিতে। খুবই মনমুগ্ধকর পরিবেশের আলতাদিঘীর রূপ কে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

হ্যাঁ ভাই বাংলাদেশে এই প্রথম এত বড় উইপোকার
ঢিবি এই আলতাদিঘীর জঙ্গলের মধ্যে আছে। এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল এভাবেই পাশে থাকুন।

আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগছে।একজন নতুন সদস্য হিসেবে আপনার উপস্থাপনা প্রশংসার দাবী রাখে।ফটোগ্রাফি গুলো অসাধারণ এবং বৈচিত্রময় হয়েছে।আপনার সুস্থতা কামনা করি ভাই।ভালো থাকবেন সবসময়।

মনের মধ্যে সাহস নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম ভাই দোয়া করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

উইপোকার ভিট‌টা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি এত চমৎকার একটি ভিট করেছে উইপোকারা দেখে সত্যিই নজর কাড়ে ‌। আপনি ঠিক কথা বলেছেন ভাই এত বৃষ্টি হয় রোধ হয় তবুও এই ভিট ভাঙ্গে না এবং শাপলা ভরা দিঘিটি দেখেও অনেক আনন্দ পেয়েছি, সবশেষে আপনার উৎসবের ভ্রমণ কাহিনীটি বেশ চমৎকার অনেক সুন্দর ভাবে গুছিয়ে আপনি আমাদের মাঝে এটি উপস্থাপন করেছেন ধন্যবাদ।

আপনার এত সুন্দর একটি মন্তব্য দেখে আমার হৃদয়ে সান্তনা জাগিয়েছেন। এভাবেই পাশে থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে আলতাদিঘী কথা শুনে আমার খুব ভাল লাগল। এর চারপাশের পরিবেশ টা আমার কাছেও অসাধারণ মনে হয়েছে। যেহেতু আলতাদিঘী তে আমার কখনো যাওয়া হয়নি তাই খুব দেখার ইচ্ছা জাগেলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আলতা দীঘি। আমি চেষ্টা করবো খুব দ্রুতই সেখানে গিয়ে ঘুরে আসতে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অবশ্যই আসবেন ঘুরে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভ্রমণ প্রতিযোগিতায় আপনি সুন্দর একটি এন্ট্রি নিয়েছেন, যেখানে কিছু ভ্রমণের ফটোগ্রাফি তুলে ধরেছেন, এবং অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আপনাকে অনেক
অনেক ধন্যবাদ।

 2 years ago 

জঙ্গলের মধ্যে অতো বড় উইপোকার ডিপি কখনো দেখিনি। দিঘি টার নামটা বেশ লাগল আলতাদীঘী। কী সুন্দর জলরাশি অনেক মানুষের ভীড় দেখছি। দারুণ একটা জায়গাই ভ্রমণ করেছেন। পোস্ট টা পড়ে অনেক ভালো লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

আলতাদিঘী নামটা খুব ভালো লাগে আমার কাছেও। নামটি শুনে অনেক মানুষ আসেন এখানে। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা জানাই ।।আপনি খুবই সুন্দরভাবে আলতাদিঘীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। যা আমার কাছে বেশ ভালো লাগলো ।।দেখি সময় পেলে একদিন যেয়ে ঘুরে আসবো।। শুভকামনা রইলো আপনার জন্য।।

হ্যাঁ ভাই খুব সুন্দর একটি জায়গা অবশ্যই এসে দেখে ঘুরে যাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আপনি দারুন একটি জায়গা ভ্রমন করেছেন যাতে কেউ সত্যি ভালো লাগলো জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64036.76
ETH 2647.26
USDT 1.00
SBD 2.78