আমরা চাইলেও আর শৈশব কে কখনো ফিরে পাবো না। শৈশবের প্রতিটি স্মৃতি রঙিন। আমিও ভালো ছিলাম এখন আর পড়াশোনা করতে ইচ্ছে করেনা। আমাদের মত মধ্যবিত্ত সন্তানদের একটাই আশা সেটা হলো চাকরি। আমরা পড়াশোনা করি চাকরির জন্য। অনলাইন ইনকাম করি এই কথাটা সত্যি কাউকে বলা যায় না। চাকরির মাধ্যমে যে সম্মানটা পাওয়া যায় অনলাইনে কাজ করে হয়তো সমাজের থেকে সেই সম্মান টা পাওয়া যায় না। দিনশেষে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চাকরি একমাত্র ভরসা। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন। পোষ্টের মাঝে খুবই বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। কথাগুলো শুধু আপনার নয়, আমাদের মতো প্রতিটি মধ্যবিত্ত ঘরের সন্তানের।