আপু, আজ আপনি দারুন একটি ভর্তা রেসিপি শেয়ার করেছেন।আমিও জানতাম না শিমের পাতা খাওয়া যায় কালকেই একটা ভিডিওতে দেখেছিলাম। ভেবেছিলাম এবার বাড়িতে গিয়ে এই ভর্তা তৈরি করে আর করব তার আগেই আপনি শেয়ার করেছেন দেখছি। তবে এবার বাড়িতে গিয়ে অবশ্যই এই ভর্তা তৈরি করে খাব আমি। ভর্তাটি দেখতে ভীষণ লোভনীয় লাগছে। ধারাবাহিকভাবে ভর্তা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।