স্বরচিত কবিতা :মমতাময়ী মা।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৬ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি।আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।
মা আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ। যার কোন তুলনা হয় না। মা মানেই সীমাহীন ভালোবাসা। মায়ের ভালোবাসার তুলনা দেওয়ার মতো কোন জিনিস নেই। মা একাই অনন্য। মাকে নিয়ে আসলে যতই বলি ততই কম। আজ আমি মাকে ঘের একটি কবিতা লিখেছি। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
মমতাময়ী মা
তোমায় আমি ভালোবাসি, তুমি আমার মা।
তোমার মত আদর করে, কেউ তো ডাকে না।
গোটা পৃথিবীর মানুষের ভিড়ে, তুমি আমার শ্রেষ্ঠ মা।
মাগো কারো সাথে তোমার,হয় না তুলনা।
জন্ম থেকেই তুমি আমি এক সুতোই বাঁধা।
তুমি জন্ম দিলে বলেই, পৃথিবীতে আসা।
তোমার গর্ভে ছিলাম আমি,ধন্য মনে হয়।
রাঙিয়ে দিয়েছো আমার জীবন, স্নেহ-ভালবাসায়।
তোমার মত মমতাময়ী, আর কেহ নাই।
তোমার কোলে মাথা রেখে, আমার প্রান জুড়ায়।
ঝড় তুফানের মাঝেও তুমি, আগলে রাখো আমায়।
কোথাও কি কেউ আছে, তোমার তুলনায়?
সুন্দর পৃথিবীর আলো দেখালে।
ছোট্ট শিশু আমি যখন, চলতে শেখালে।
এখনো মাগো, তোমায় ছাড়া আমি ভীষণ অচল।
সব বিপদে এখনো তুমি, আমার সাহস, আমার বল।
কত আদরে রাখো আমায়, ভালোবাসা দিয়ে।
নিজের কষ্ট তুচ্ছ ভেবে, সহ্য করে নিয়ে।
মায়া ভরা হৃদয় তোমার, মমতাময়ী মা।
হাজার রকম বিপদ এলেও, আমায় ছাড়ো না।
তোমার মুখের হাসি দেখলে, আমি সাহসী হই।
তোমার মুখের হাসি আমি, চিরস্থায়ী রাখতে চাই।
আমি যখন বড় হব,
তোমায় কখনো কাঁদতে দেব না।
করবো আমি তোমার সকল স্বপ্ন পূরণ।
আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে,তোমার হাসি মাখা বদন।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14
![witness_proxy_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।
মা মানেই স্বর্গীয় সুখ ৷ মায়ের সাখে কোনো কিছুর তুলনা হয় না ৷ মাকে নিয়ে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন দিদি ৷ আপনার লেখা মমতাময়ী মা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে ৷
একেবারে ঠিক কথা বলেছেন ভাইয়া, মা মানে স্বর্গীয় সুখ। মায়ের সাথে কারোর কখনোই তুলনা হয়না।মা মানেই অতুলনীয় একজন। আপনার এই সুন্দর মন্তব্য পেয়ে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার আজকের লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। আপনি মমতাময়ী মাকে কেন্দ্র করে এ কবিতাটি লিখেছেন। এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন যাই বলি না কেন মায়ের কোন তুলনা হয় না। সেই মমতাময়ী মা কে কেন্দ্র করে আপনি দারুন একটি কবিতা লিখে নিলেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মায়ের সাথে আসলেই কারোর তুলনা হয় না। আপনার এই সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মায়ের থেকে বেশি আপন পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে না। মা তো মা ই । মমতাময়ী মাকে নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছ পড়ে খুব ভালো লাগলো। মায়ের প্রতি এরকম ভালোবাসা জীবনের অন্ত পর্যন্ত অটুট থাকুক। প্রতিটি সন্তানের প্রথম দায়িত্ব হওয়া উচিত মা বাবার সকল স্বপ্নগুলো পূরণ করে দেওয়া। মা-বাবাকে সুখ দেয়ার ভেতরে যে সুখ রয়েছে সেটা পৃথিবীর সব সুখকে হার মানায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন মায়ের মত আপন পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। মাঝে মাঝে ভাবি, মা;এই শব্দটার মধ্যে কতখানি মমতা। হ্যাঁ, প্রতিটি সন্তানের উচিত মা বাবার সকল স্বপ্ন পূরণ করার চেষ্টা করা।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
মা শব্দটা সম্পূর্ণটাই মমতা ভরা। পৃথিবীর সবথেকে ছোট শব্দ মা শব্দ কিন্তু এটা সন্তানের কাছে সবথেকে মধুর শব্দ। তুমি মা-বাবা সব স্বপ্ন অবশ্যই পূরণ করবে।
মায়ের মত মমতাময়ী কেউ নেই। আপনি মা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
হ্যাঁ ভাইয়া, মায়ের মত মমতাময়ী কেউ নেই। মা সবথেকে আপনজন। আপনার মন্তব্য পরে ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাকে নিয়ে খুবই সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন।সত্যি আপু আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম। কারণ এই পৃথিবীতে মায়ের মতো কেউ আপন না। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। মায়ের সাথে কারোর তুলনা হয় না। মা এক অমূল্য সম্পদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
ভাবছি এই কথা গুলো। আমার তো মা নেই কার বুকে মাথা রেখে প্রাণ জুড়াবো। যাই হোক মা কে নিয়ে আপনার অসাধারণ কবিতাটি আমার মন কে ছুঁয়ে দিয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।
শুনে অনেক খারাপ লাগলো আপনার মা নেই। আসলে যাদের মা নেই তারাই মায়ের অভাবটা বুঝতে পারে। এই কথাটার সান্ত্বনা দেওয়ার মতো কোন ভাষা আমার জানা নেই।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মাকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। মা মানেই আমাদের কাছে স্বর্গীয় সুখ।যে সুখ অন্য কোথাও গেলে খুঁজে পাওয়া যাবে না। মায়ের সাথে কারো তুলনা হয়না। অনেক দারুণ কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
কবিতা টা পড়ে মায়ের কথা মনে পড়ে গেল। সত্যি মায়ের মতো কেউ হয় না। কেউ মায়ের মতো আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে না। অসাধারণ লিখেছেন কবিতা টি আপু। ধন্যবাদ এমন সুন্দর কবিতা টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।