আমার পাওয়ার আপ 10 স্টিম

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৬ই মার্চ, বুধবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000068262.png

ক্যানভা অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করেছি।



আজকে আমার বাংলা ব্লগের সবাইকে শুভ সরস্বতী পূজা, শুভ বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি বর্তমানে লেভেল দুইয়ে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার পরিকল্পনা থাকলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। স্টিমিটে যে একাউন্টে যত বেশি পাওয়ার সেই অ্যাকাউন্ট ততই বেশি শক্তিশালী। স্টিমিটে পাওয়ার আপ সম্পর্কে অবশ্য আমি তেমন জানতাম না কিন্তু লেভেল-২ এ ক্লাস করার পরে আমি আমার প্রফেসরদের কাছ থেকে পাওয়ার অ্যাপ সম্পর্কে বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছি। তাই আমি এখন থেকেই চেষ্টা করবো প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করার। আমি বর্তমানে লেভেলে আছি তাই টার্গেট ডিসেম্বর সিজন ফোরে কোন টার্গেট নিচ্ছি না তবে ভেরিফাইড মেম্বার হওয়ার পরে অবশ্যই টার্গেট নিয়ে পাওয়ার আপ করবো। আজকে আমি দশ স্টিম পাওয়ার আপ করেছি সেই প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করবো।



প্রথম ধাপ

1000068255.jpg

প্রথমে আমার স্টিমিটের একাউন্টে যাব তারপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করবো।‌ পাওয়ার আপ করার পূর্বে ওয়ালেটের স্ক্রীনশট।

দ্বিতীয় ধাপ

1000068256.jpg

আমার স্টিমিট ওয়ালেটের লিকুইড স্টিমের পাশে যে, ড্রপডাউন মেনু আছে সেখানে ক্লিক করবো। তারপর একটি বক্স আসবে সেখান থেকে পাওয়ার আপে ক্লিক করবো।

তৃতীয় ধাপ

1000068257.jpg

পাওয়ার আপ বাটনে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসবে তারপর এখানে অ্যামাউন্টের ঘরে আমি কত স্টিম পাওয়ার আপ করব সেই অ্যামাউন্ট লিখবো। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।

চতুর্থ ধাপ

1000068258.jpg

এরপর আরো একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে ফরম, টু, এমাউন্ট এগুলো ঠিক আছে কিনা চেক দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে।

পঞ্চম ধাপ

1000068259.jpg

পাওয়ার আপ সম্পন্ন করার পরে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট।



পাওয়ার আপের সমীকরণ:
বিবরনস্টিম
পাওয়ার আপের পূর্বে এস.পি2.866
পাওয়ার আপের পরিমাণ10
পাওয়ার আপের পরে এস.পি12.866


পোস্টের ছবির বিবরন

ডিভাইসভিভো ওয়াই-২০
স্ক্রিনশটস্টিমিট ওয়ালেট
তারিখ৬ই মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



Sort:  
 4 months ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের লক্ষ্য এর দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের লক্ষ্য এর দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

লেভেল থেকে পাওয়ার বৃদ্ধি সম্পর্কে জেনেছেন আর তাইতো আজকে দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আশা করি খুব দ্রুতই ভেরিফাইড মেম্বার হয়ে নিজের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখে আমার ভালো লেগেছে আপু। আমরা যেহেতু দীর্ঘদিনের জন্য এ প্লাটফর্মে যুক্ত হয়েছি তাই আমাদের অনেক পাওয়ারের প্রয়োজন। তাই আমাদের উচিত একটু একটু করে এভাবে পাওয়ার বৃদ্ধি করে নিজের ক্ষমতা বৃদ্ধি করা।

 4 months ago 

একাউন্টঃ @purnima14
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry

 4 months ago 

নতুন অবস্থা থেকেই আপনি আপনার সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো। এই প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের সকলের উচিত সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ১২ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44