রঙিন কাগজ দিয়ে সুন্দর তিনটি ছাতা তৈরি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৪ শে অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ।
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে রঙিন কাগজ দিয়ে তিনটি ছোট ছাতা তৈরি করেছিলাম সেটি আপনাদের সাথে আজ শেয়ার করবো। ছাতা তৈরির আবদার টা ছিলো আমার ছোট বোনের। আমার বোন বলেছিলো দিদি আমাকে একটা ছাতা তৈরি করে দাও। বোনের ইচ্ছে পূরণ করার জন্যই আমি রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছিলাম। সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ছাতা তৈরির প্রক্রিয়াটি দেখে আসি।
▪️ রঙিন কাগজ
▪️ পেন্সিল
▪️ কম্পাস
▪️ আঠা
▪️ সাদা কাগজ
▪️ কাঁচি
প্রথমে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে তিনটি কাগজ গোল করে নিয়েছি। তারপর গোল করে নেওয়া অংশ কাঁচির সাহায্যে কেটে নিয়েছি।
তারপর কাগজগুলোকে এভাবে চার ভাঁজ করে নিয়েছি।
পেন্সিল দিয়ে নিচে কিছুটা অংশ দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে রাখা অংশটি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। তারপর কাগজের নিচের অংশ দেখতে ছাতার নিচের অংশের মতো লাগছে।
তারপর ভাঁজ করা কাগজগুলো ছাড়িয়ে নিলে এরকম দেখতে লাগবে। তারপর কাগজের একপাশে কেটে নিয়ে একটু আঠা লাগিয়ে নিয়েছি।
একইভাবে তিনটি কাগজকেই কেটে আঠা লাগে নিয়েছি। তারপর এগুলো দেখতে এরকম লাগবে।
তারপর একটি সাদা কাগজকে লাঠির মতো ভাজ করে ছোট ছোট করে কেটে তিনটি ছাতার লাঠি বানিয়ে নিয়েছি।
তারপর ছাতার উপরের আকৃতি মতো করে কেটে রাখা কাগজগুলো নিচে লাঠিগুলো লাগিয়ে দিয়েছি। দেখতে একদম ছাতার মতো লাগছে।
সর্বশেষে ছাতার উপরে আঠা দিয়ে তিনটা ছাতাই তিনটা ফোঁটা দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেলো কাগজের তৈরি সুন্দর তিনটি ছাতা। এটাই ফাইনাল আউটপুট।
ছবির বিবরণ
ক্যামেরা: ১৫ মেগাপিক্সেল
তারিখ: ২০ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14
আসলে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর ছাতা তৈরি করে আপনি আমাদের মাঝে একটা দারুন পোস্ট শেয়ার করেছেন। আসলে এই ধরনের জিনিসগুলো আমরা শৈশবকালে করতাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছাতা তৈরীর পদ্ধতি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার তৈরি করা এই ছাতা তিনটি। আপনার তৈরি করা ভিন্ন ভিন্ন কালারের এই ছাতা গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করলে, আরো ভালো কিছু করতে পারবেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে এটা আমাদের সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
বাহ্ রঙিন কাগজ কেটে কেটে সুন্দর সুন্দর তিনটি ছাতা তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে।রঙিন কাগজের তৈরি এরকম ছোট ছোট জিনিস গুলো দেখতে খুবই কিউট লাগে আমার কাছে।নিখুঁত হাতে এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ছোট ছোট ছাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর তিন টি ছাতা বানিয়েছেন ভীষণ চমৎকার সুন্দর লাগছে আপনার বানানো রঙ্গিন কাগজের ছাতা গুলো।ধাপে ধাপে ছাতা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ছাতা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর সুন্দর কিছু ছাতা তৈরি করেছেন। ছাতা গুলো বেশ কিউট লাগছে দেখতে। খুবই ভালো লাগলো আপনার আজকের এই অরিগামী পোস্ট দেখে। চমৎকারভাবে ছাতা গুলো তৈরি করেছেন। এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর তিনটি ছাতা তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে তিনটি ছাতা তৈরি করেছেন। ছাতার কালার গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
জাস্ট ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে তিনটি ছাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া তিনটি রঙের তিনটি ছাতা একসাথে রাখার জন্য ছাতা গুলোও অনেক সুন্দর দেখাচ্ছে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বর্ষা চলে গেছে তার পরে পূর্ণিমাবোন নিয়ে এলেন রঙিন রঙিন ছাতার বাহার। চমৎকার বানিয়েছেন, এই ছাতাটা আমিও বানিয়েছি আগে তখন মেয়ের স্কুলে বর্ষাকালের প্রজেক্ট বানাতে হয়েছিল। খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেয়ার জন্য দারুন উপায়। অনেকগুলো রং ব্যবহার করেছেন বলে আরো বেশি ভালো লাগছে।
অনেক সুন্দর লাগে আমার কাছে এরকম ছাতা গুলো। আমি এই ধরনের ছাতা গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আবার দেখতেও আমার কাছে অনেক ভালো লাগলো। আর ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা ছাতা তৈরি আমার অনেক পছন্দ হয়েছে। খুব সুন্দর ভাবে তৈরি করে সুন্দর করে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।