ভাজা মুগ পুলি রেসিপি

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যার নাম ভাজা মুগ পুলি। অনেক সুস্বাদু আর মজাদার একটি রেসিপি এটি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি এতো ভালো খেতে লাগবে এই রেসিপি। সত্যিই খুব দারুণ খেতে হয়েছে এই রেসিপিটি। আপনারা যারা যারা এখনও টেস্ট করেননি এই রেসিপিটি চটপট বানিয়ে ফেলুন বাড়ীতে আর টেস্ট করে দেখুন কতো ভালো লাগে খেতে এই সুস্বাদু ভাজা মুগ পুলি।
ডাল, নারকেল, গুঁড় , চালের গুঁড়ো আর ভাজার জন্য সামান্য পরিমাণ তেল লেগেছে এটি তৈরি করতে তাই খাবারটি অস্বাস্থ্যকর নয়।
চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরী করলাম এই মজাদার রেসিপিটি।

IMG20230312215038.jpg

এই যে আমার আজকের তৈরি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
মুগ ডাল১৫০ গ্রাম
গুঁড়২৫০ গ্রাম
নারকেল১টা
চালের গুঁড়ো১কাপ
সাদা তেলপরিমাণ মতো

IMG20230312201314.jpg

প্রথমেই নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় উপকরণ গুলি।

IMG20230312201657.jpg

IMG20230312202202.jpg

এবার ডাল টা ভেজে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম।

IMG20230312203754.jpg

ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম।

IMG20230312203603.jpg

নারকেল কুরিয়ে নিলাম।

IMG20230312203845.jpg

IMG20230312203902.jpg

IMG20230312204935.jpg

নারকেল আর গুঁড় কড়াইতে দিয়ে এই ভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিলাম।

IMG20230312205524.jpg

IMG20230312205914.jpg

এবার সেদ্ধ করা ডালের মধ্যে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম।

IMG20230312210027.jpg

IMG20230312210054.jpg

এবার মাখানো ডাল আর চালের গুঁড়ো থেকে কেটে নিয়ে এইভাবে তৈরি করে নিলাম আর মাঝখানে দিয়ে দিলাম নেড়েচেড়ে রাখা নারকেলের পুর। আর তৈরি করে নিলাম পুলি।

IMG20230312212942.jpg

IMG20230312213305.jpg

এবার কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিলাম আর পুলি গুলো ভেজে নিলাম।

IMG20230312215038.jpg

IMG20230312215100.jpg

পুলি গুলো ভাজা হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাজা মুগ পুলি।

আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।

Sort:  
 last year 

মুগ ডাল দিয়ে এভাবে পুলি পিঠা কখনো তৈরি করে খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখলাম আপনার কাছ থেকে। আমার কাছে ঝাল পুলি পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। ভাজা মুগ পুলি আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সত্যিই দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু রেসিপি। আসলে এইভাবে মুগ পুলি কখনো তৈরি করা হয়নি। সব সময় সাধারণ নারিকেলের পুলি তৈরি করা হয়। আপনার কথা মত দেখছি তাড়াতাড়ি তৈরি করে ফেলতে হবে। তাহলেই দারুন ভাবে খেতে পারব।

 last year 

হ্যাঁ আপু তাড়াতাড়ি তৈরি করে ফেলুন।

 last year 

নারিকেল দিয়ে পুলি পিঠা তৈরি করে খেয়েছি অনেকবার। তবে ডাল দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। দিদি আপনি একেবারে নতুন একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার কাছে খেতে ভালো লেগেছে এর মানে বুঝতেই পারছি এই খাবারটি খেতে অনেক ভালো লাগবে। আমিও বাসায় একদিন তৈরি করার চেষ্টা করব এবং খেতে কেমন হয়েছিল আপনাকে জানাবো। অনেক অনেক ধন্যবাদ দিদি দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু অবশ্যই তৈরি করবেন আর খেতে কেমন হয়েছেন জানাবেন খুশী হবো শুনে।

 last year 

ভাজা মুগ পুলি রেসিপি যেটা আগে কখনো খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর করে ভাজা মুগ পুলি রেসিপি করেছেন আসলে ভিন্ন ধরনের রেসিপি দেখলে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। এক সময় এভাবে রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করব।

 last year 

হ্যাঁ ভাই এই ভাবে তৈরী করে খেয়ে দেখবেন।

 last year 

এটা আমার কাছে অসাধারণ একটি রেসিপি।
এই জিনিস আগে কখনো খাইনি, নিঃসন্দেহে সুস্বাদু হয়েছে খাবারটি ‌‌। আমি রেসিপিটি রিস্টীম করে রেখে দিলাম তৈরি করবো খুব তাড়াতাড়ি।
অনেক ধন্যবাদ আপু অসাধারণ রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে পোস্টটি রিস্টিম করার জন্য । অবশ্যই তৈরি করবেন রেসিপিটি ভালো লাগবে খেতে।

 last year 

নারকেল পুলি খেয়েছি তবে মুগ পুলি আপনার মতো তৈরি করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার দাপ গুলো খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন চাইলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। সুস্বাদু ও ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

খেয়ে দেখবেন আপু এই ভাবে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 last year 

যদিও মুগ পুলি পিঠা কখনো খাওয়া হয়নি তাই আপনার আজকের পোষ্টের মাধ্যমে এরকম একটা ইউনিক রেসিপি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। দেখে বুঝতে পারছি বেশ মজাদার খেতে এই পিঠাগুলো। এরকম মজাদার পিঠাগুলো দেখলে জিভে জল চলে আসে‌। আর পিঠাগুলো যদি মুচমুচে হয় তাহলে তো কোন কথা নেই। ভালোই লাগলো দেখে।

 last year 

হ্যাঁ ভাই মুচমুচে খেতে হয়েছে এই মুগ পুলি।ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

পুলি পিঠা আমার খুবই ফেভারিট তবে এত ইউনিক পুলি পিঠা কখনো আমার খাওয়া হয়নি।।
পিঠা প্রস্তুত প্রণালী দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজাদার হয়েছিল। আসলে এমন খাবার দেখলে যে কার ও জিভে জল চলে আসবে।।

 last year 

তবে এই ভাবে পুলি পিঠে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।

 last year 

ওয়াও খুব ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এমনিতে পুলি পিঠা অনেক খেয়েছি তবে মুগডাল দিয়ে পুলি পিঠা তৈরি করে কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখেই মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। নিশ্চয়ই খুব মজা করে খেয়েছেন। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ ভাই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 57768.72
ETH 2943.36
USDT 1.00
SBD 3.66