পেন্সিল স্কেচ এর সাহায্যে একটি বৃত্তের ভিতর দৃশ্য অঙ্কন
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি
সিম্পল আর্ট পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহেই একটি করে ছবি আঁকার চেষ্টা করি, কিন্তু সময়ের অভাবে সব সময় তা হয়ে ওঠেনা। তবে এই সপ্তাহে অনেকটাই সময় রয়েছে, তাই একটু আগে হঠাৎ করেই মনে হলো ,পেন্সিল শেডিং করে একটি সহজ আর্ট করে ফেলি। আর সঙ্গে সঙ্গে পেন্সিল আর খাতা নিয়ে বসেও পড়লাম। আর এঁকেও ফেললাম। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
পেন্সিল |
রবার |
সাদা কাগজ |
মার্কার |
স্কেচ পেন |
কম্পাস |
প্রস্তুত প্রণালী:
সাদা কাগজের ভিতর , পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিলাম।
বৃত্তটির নিচের দিকে স্কেল আর পেন্সিল দিয়ে দাগ টেনে টেনে পাঁচিল এঁকে নিলাম।
এবার পাঁচিল থেকে উঁকি দেওয়া , একটা পান্ডা এঁকে নিলাম।
বৃত্তটির উপরের দিকে, একটি গাছের ডাল এঁকে নিলাম।
এবার ছবিটির বেশ কিছু জায়গায় মার্কার দিয়ে স্কেচ করে নিলাম।
গাছের ডাল দিতে এবং পাঁচিলটিতে হালকা করে পেন্সিলের শেড দিয়ে দিলাম।
এবার গাছের ডাল টিতে, সবুজ আর গোলাপী রঙের স্কেচ পেন দিয়ে স্কেচ করে দিলাম।
ছবিটির নিচে, সিগনেচার করে নিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের আঁকা ছবি।
ডিভাইস | realme 8i |
---|---|
ফটোগ্রাফার | @pujaghosh |
পোস্ট বিবরণ | আর্ট |
লোকেশন | বারাসাত |
আজ আর নয় । আজ এই পর্যন্তই শেষ করছি । ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে, আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
সিম্পিল হলেও দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে পান্ডাটা দেখতে তো অসাধারণ কিউট লাগছে। সাদাকালো আর্ট যে এত সুন্দর করে সিম্পিল ভাবে তৈরি করা যায় সেটা তোমার এই আর্ট না দেখলে বুঝতে পারতাম না।
আমার আর্ট টা তোমার কাছে সুন্দর লেগেছে জেনে, অনেক খুশি হলাম। ধন্যবাদ অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।
বাহ!! আপু আপনি তো খুবই সহজ করে পেন্সিল স্কেচ এর সাহায্যে একটি বৃত্তের ভেতরে দৃশ্য অঙ্কন করেছেন। বৃত্তের ভেতরে দৃশ্য অংকনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেছেন, যা দেখে আমরাও খুব সহজে অংকন করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সহজে বৃত্তের ভেতরে দৃশ্য অংকনটি শিখিয়ে দেয়ার জন্য।
আমার আঁকা ছবিটি, আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ভাই ।অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আশা করি দিদি ভালো আছেন? বাহ বেশ চমৎকার আর্ট করেছেন আপনি। আপনার করা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেন্সিল স্কেচ এর সাহায্যে একটি বৃত্তের ভিতর দৃশ্য অঙ্কন খুবই নিখুঁত হয়েছে।আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দিদি।
হ্যাঁ ভাই আমি ভালো আছি ।আপনিও নিশ্চয়ই ভালো আছেন? আমার আঁকাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে।
পেন্সিল স্কেচ এর সাহায্যে বৃত্তের মধ্যে দৃশ্য সত্যিই চমৎকার হয়েছে । দারুণভাবে ফুটিয়ে তুলেছেন দৃশ্যটি । আমার কাছে তো বেশ ভালো লাগছে ।পান্ডাটিকে দেখতে বেশ কিউট দেখাচ্ছে । প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।
ঠিক বলেছেন আপু, পান্ডাটাকে বেশ কিউট লাগছে দেখতে। আমার আঁকা ছবিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ,অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
বৃত্তের ভিতর অনেক সুন্দর একটি আর্ট করেছেন। পান্ডাটা দেখতে খুবই কিউট হয়েছে। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
হ্যাঁ আপু পান্ডাটাকে দেখতে বেশ ,কিউট লাগছে। আমার আঁকা ছবিটি ,আপনার ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার এই চিত্র অংকন পোষ্টটি সিম্ফুল ঠিকই কিন্তু দেখতে তো অনেক সুন্দর লাগছে দিদি। খুবই সুন্দর ভাবে পর্যায়ক্রমে অংকন করে আমাদের সাথে বর্ণনা করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আমার এই সিম্পিল আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ,অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।
আপু অনেকদিন আগে আপনার মত এমন করে একটি পেন্সিলের স্কেচ তৈরি করেছিলাম। যেটা তৈরি করছিলাম সেটা এবং আপনারটা একই। পেন্সিলে আঁট গুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর তৈরি করাটাও অনেকটা সহজ। আপনি দারুন ভাবে প্রত্যেকটা ধাপ আমাদেরকে দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার আঁকা আর্টটি আর আপনার আর্ট টি একই ছিল জানতে পেরে ভালো লাগলো ।আপনার পোস্টটি হয়তো আমার দেখা হয়নি ,সেই জন্য এর আগে জানতে পারিনি বিষয়টি। ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্য করার জন্য।
বৃত্ত অঙ্কন করে তার মধ্যে বিভিন্ন দৃশ্যের চিত্রাংকন বেশ দারুন লাগে দেখতে। আমি প্রথম প্রথম যখন কমিউনিটিতে কাজ শুরু করি , এই ধরনের চিত্রাংকন শেয়ার করতাম। দিদি , আপনার শেয়ার করা চিত্রাংকন টি দেখতে বেশ চমৎকার লাগছে। চিত্রাংকনটির উপস্থাপনাও বেশ দারুন ছিল ।