গাজর আর শশা দিয়ে তৈরী ফুল

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
আগের পোষ্টে আমি শেয়ার করেছিলাম গাজর আর শশা দিয়ে তৈরী মথ আর সেই পোস্টেই বলেছিলাম আমি স্বাগতা দিদির আয়োজিত কনটেস্টে অংশগ্রহণ করার জন্য এই চেষ্টা প্রথমবার করলাম কিন্তু শেষ পর্যন্ত ভালো করে তৈরি করতে না পেরে আর অংশগ্রহণ করিনি যাইহোক সেখানে আমি দুটো জিনিস তৈরী করেছি বলে জানিয়েছিলাম তার মধ্যে একটা আগেরদিন শেয়ার করেছিলাম আর একটা আজ শেয়ার করবো।

IMG20230222204654.jpg

এই যে আমার আজকের তৈরী ফুল ।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
গাজর১টা
শশা১টা
ছুরি১টা

IMG20230222195810.jpg

প্রথমে একটি প্লেটে নিয়ে নিলাম গাজর আর শশা।

IMG20230222195940.jpg

IMG20230222195921.jpg

এবার গাজর আর শশার থেকে একটা করে টুকরো কেটে নিলাম।

IMG20230222202854.jpg

IMG20230222202946.jpg

এবার গোল করে একটা শশার টুকরো কেটে নিয়ে মাঝখান দিয়ে শাস টা বার করে নিলাম।

IMG20230222203037.jpg

এবার পাতলা পাতলা করে গোল গোল করে পুরোটা কেটে নিলাম।

IMG20230222203123.jpg

একটার পর একটা সাজিয়ে নিলাম।

IMG20230222203235.jpg

এবার শশার টুকরো গুলোকে পেঁচিয়ে ফুলের মতো তৈরী করে নিলাম।

IMG20230222203324.jpg

এবার আরও কয়েকটি পাতলা করে কাটা টুকরোকে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম।

IMG20230222203641.jpg

এবার ফুলের চারিদিকে সাজিয়ে দিলাম।

IMG20230222204016.jpg

এবার শশার গা থেকে সরু করে কয়েকটি টুকরো কেটে নিলাম ।

IMG20230222204338.jpg

IMG20230222204306.jpg

এবার গাজরের টুকরো টাকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিলাম।

IMG_20230224_162354.jpg

তারপর এইভাবে সাজিয়ে নিলাম।

IMG20230222204620.jpg

এবার একদম সরু করে কয়েকটি গাজরের টুকরো কেটে নিলাম।

IMG20230222204659.jpg

IMG20230222204654.jpg

আর সেগুলোকে ফুলের মাঝখানে দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার আজকের শশা আর গাজর দিয়ে তৈরী ফুল।

আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে।

Sort:  
 last year 

খুব চমৎকারভাবে গাজর আর শশা দিয়ে ফুল তৈরী করেছেন বেশ চমৎকার হয়েছে এবং আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

গাজর এবং শসা দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। তবে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি।

 last year 

গাজর আর শশা দিয়ে তৈরি ফুলটি খুবই সুন্দর লাগছে। আগের পোস্ট এ গাজর আর শসা মত তৈরি করেছিলেন সেটিও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা পদ্ধতিটি ও খুব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

গাজর আর শসা দিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন আপু। যে কোন অতিথি এলে এভাবে যদি পরিবেশন করে দেয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। আপনার তৈরি করা শসা দিয়ে এই ফুলটি কিন্তু খুব সহজেই তৈরি করা যায় যা দেখে শিখতে পারলাম।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি জেনে সত্যিই খারাপ লাগলো। আপনি কিন্তু দারুণ কিছুই তৈরি করেছিলেন। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ভালই করতেন। শসা গাজর দিয়ে তৈরি করা ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

স্বাগতা দিদি যে কনটেস্টের আয়োজন করেছিলেন সেই কনটেস্ট আমি অংশগ্রহণ করেছিলাম। আর সকলেই সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে উপস্থিত হয়েছিল। তবে আপনি যে চেষ্টা করেছেন সেটাই তো সবচেয়ে বড় কথা। কারণ এই রকম কাটিং ডিজাইন এর দক্ষতা সবার মধ্যে নেই। তবে যারা যারা অংশগ্রহণ করেছে তারা হয়তোবা নিজের প্রচেষ্টাকে কাজে লাগানোর কারণেই অংশগ্রহণ করতে পেরেছে।আপনিও যে চেষ্টা করেছেন সেটা দেখেই তো খুব বেশি ভালো লাগছে। তবে আজকে এই শসা আর গাজর দিয়ে তৈরি করা ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে দিদি।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি এভাবে নিত্য নতুন কাজগুলো আমাদের মাঝে তুলে ধরবেন।

 last year 

হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো।

 last year 

শসা ও গাজর দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি জেনে আমার কাছে বিষয়টি খুবই খারাপ লেগেছে। আপনি চাইলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেন। আমি মনে করে অংশগ্রহণ করলে ভালই হতো। তৈরির প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

গাজর ও শশা দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। এটা অতিথিদের আপ্যায়ন করার জন্য খাবারের প্লেটের উপরে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

ওয়াও গাজর আর শসা দিয়ে তৈরি ফুল দেখতে চমৎকার লাগছে আপু।আপনি ফুল তৈরির ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার শসা এবং গাজর দিয়ে মথ তৈরি করার পোস্টটি আমি পড়েছিলাম। আজকে আবারো নতুন একটু ডিজাইন দেখে বেশ ভালো লাগলো। আপনি শসা এবং গাজর দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ফ্রুট কাটিং ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু আপনি পোষ্টটিতে মন্তব্যও করেছিলেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70427.25
ETH 3798.65
USDT 1.00
SBD 3.50