|| কয়েকটি ফুলের ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমরা প্রায় সকলেই খুব ভালোবাসি। আর তা যদি হয় প্রকৃতি কিংবা ফুলের ফটোগ্রাফি, তাহলে তো কোনো কথাই নেই। ফটোগ্রাফি গুলো আমি, এ বছর সরস্বতী পুজোর দিন করেছিলাম।পাশের বাড়িতে প্রসাদ আনতে গিয়ে দেখি সুন্দর কিছু ফুল ফুটেছে। তার মধ্যে থেকে কিছু ফুলের ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


IMG_20240214_132513.jpg


IMG_20240214_132516.jpg


উপরের ফটোগ্রাফি দুটি হলো পট মেরিগোল্ড ফুলের । আবার আমরা অনেকে একে ক্যালেন্ডুলা বলেও চিনি। এই ধরনের ফুলগুলি সাধারণত শীতকালের দিকে বেশি ফোটে। বহু পাঁপড়ি যুক্ত, উজ্জ্বল হলুদ বর্ণের এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুলগুলি সাধারণত বহু বর্ষজীবী হয়। বিভিন্ন রঙেরও হয়ে থাকে। সাধারণত রৌদ্রজ্জ্বল স্থানে এই ফুলগুলি বেড়ে উঠতে দেখা যায় তবে অতিরিক্ত রোদ্রে এই ফুলগুলি মারা যায়। এই ফুলগুলি একটি বিশেষ সুগন্ধি যুক্ত হয়। এছাড়া ঘর সাজানোর কাজে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান গুলিতে, ওষুধ তৈরিতে এবং তেল তৈরিতে এর দেখা মেলে। এগুলি আসলে গাঁদা ফুলের একটি জাত। এই ফুলগুলি বহু পাঁপড়ি যুক্ত এবং এর পাতাগুলি সর্পিলাকার। উচ্চতায় খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় না এই ফুলের গাছগুলি। যাইহোক,পাশের বাড়িতে গিয়ে ফুলের গাছগুলি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


IMG_20240214_132541.jpg


IMG_20240214_132543.jpg


এটি হল কমন জিনিয়া ফুলের ফটোগ্রাফি।এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে , যেমন - লাল, সাদা, হলুদ, বেগুনী, সবুজ ইত্যাদি। এটি মূলত মৌসুমী ফুল হিসাবে পরিচিত।এই ফুল প্রায় সব দেশেই চাষ করা হয়। মূলত শীতকালে এই ফুলের আধিক্য দেখা যায়।বহু পাঁপড়ি যুক্ত হয় এই ফুল। উজ্জ্বল বর্ণের এই ফুলগুলি বিভিন্ন ধরনের পতঙ্গদের আকৃষ্ট করে। বাড়ির বা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলকে ব্যবহার করা হয়, এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও সাজ - সরঞ্জামের উপাদান হিসেবে এই ফুলের ব্যবহার দেখা যায়। বেশ ভালোই লাগছিল দুটি ভিন্ন রঙের এই ফুলগুলি গাছে দেখতে।


IMG_20240214_132617.jpg


এটি হলো আমাদের সকলের অত্যন্ত পছন্দের গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল আমরা সকলেই খুব ভালোবাসি। আর প্রায় সকলেরই প্রিয় ফুল গোলাপ। গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন- লাল, হলুদ, নীল, কালো, গোলাপি, সবুজ, হলুদ ইত্যাদি। এটি হলো একটি হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। হলুদ রঙের এই ফুলটি দেখতে বেশ ভালই হয়েছিল। আকৃতিতেও বেশ অনেকটাই বড় ছিল। তবে আমি যখন এর ফটোগ্রাফি করেছিলাম, তখন এর পাঁপড়ি গুলো প্রায় ঝড়ে গিয়েছিল। তবুও এটি দেখতে বেশ ভালো লাগছিল। তাই ফটোগ্রাফি করতে আর ভুল হলো না।


IMG_20240214_132522.jpg


IMG_20240214_132532.jpg


উপরের এই ফটোগ্রাফি দুটি হল পট মেরিগোল্ডের ফটোগ্রাফি। অনেকেই আমরা একে ক্যালেন্ডুলা বলে চিনি। আগেই বললাম,এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। হলুদ রঙের ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। উচ্চতায় খুব বেশি একটা বড় হয় না এই গাছ। বহু পাঁপড়ি যুক্ত এবং সর্পিলাকার পাতাযুক্ত এই ফুলগুলি দেখতে অনেক সুন্দর লাগছিল। মূলত বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্যই এই ফুলকে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন কাজে এর ব্যবহার দেখা যায়।


পোস্ট বিবরণফোটোগ্রাফি
ডিভাইসpoco m6 pro
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।





🪔আমার পরিচয়🪔

InShot_20240217_224020693.jpg

আমি পূজা ঘোষ(রাজশ্রী)। বনগাঁতে বসবাস করি। আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিজ্ঞান বিভাগে ।পাশাপাশি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের কোর্স করেছি। বর্তমানে আমি ফার্মাসিতে অধ্যায়নরত । ভবিষ্যতে এইগুলো নিয়ে ভালো কিছু করার আশায় এগোচ্ছি। কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি। ছোটো বয়েস থেকেই কবিতা আবৃত্তি শিখছি। এছাড়া ছবি আঁকতে,ঘুরতে যেতে,নতুন নতুন খাবার খেতে,গান শুনতে,ফোটোগ্রাফি করতে আর মানুষের সাথে মিশতে ভালোবাসি।

🎯 সমাপ্ত🎯

Sort:  
 6 months ago 

দিদি আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে পট মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি গুলো। সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে দিদি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি ধারণা করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 6 months ago 

দারুন ফুলের ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো এতই ভালো লেগেছে। বিশেষ করে প্রথম শেয়ার করা হলুদ কালারের ফুল গুলো খুবই চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ভালো লেগেছে।

 6 months ago 

ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ফুল সম্পর্কে সুন্দর অনুভূতি উপস্থাপন করেছেন। বৈচিত্র্যময় ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

অনেকদিন পর আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখতে পেলাম।আপনি সরস্বতী পুজোর দিন পাশের বাসায় গিয়ে চমৎকার চমৎকার ফুলগাছ গুলো দেখে দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আজ দিদি।ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। চমৎকার সব ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

হলুদ রঙের ফুলগুলোকে মূলত আমরাও ক্যান্ডেলা নামে চিনি। তবে এই ফুলের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কেননা একদম স্বচ্ছ ভাবে ফুলের প্রতিটা অংশ তুলে ধরেছেন। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ফুল সব সময় আমার অনেক বেশি ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো মনমুগ্ধকর হয়েছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

ফুল দেখতে কার না ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি দেখে ভেবেছিলাম যে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবো। কিন্তু অল্প কয়েকটি ফুলেরও খুব চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন। যদিও হলুদ ফুলের নাম আমার জানা ছিল না আপনার ফটোগ্রাফির মাধ্যমে জানতে পারলাম। খুব ভালো লাগছে হলুদ ফুলটি দেখতে।

 6 months ago 

আপু সুন্দর সুন্দর ফুল গুলোর সৌন্দর্য দেখেই তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সবগুলো ফুলের সৌন্দর্য এত বেশি ভালো ছিল যে চোখ পেরানোই যাচ্ছিল না। আপনি কিন্তু সত্যি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। জিনিয়া ফুল আমার খুবই পছন্দের। আর বিভিন্ন কালারের জিনিয়া ফুল গুলো দেখতে সুন্দর লাগে। আপনি সবগুলো ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দরভাবে করেছেন, তেমনি সুন্দর করে উপস্থাপনাটাও তুলে ধরেছেন, এই বিষয়টা বেশি ভালো লাগলো। আপু আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় দেখব আশা করছি।

 6 months ago 

ফুল হল সৌন্দর্যের প্রতীক আর এই ফুলের সৌন্দর্য সব সময় মানুষকে বিমোহিত করে। ফুল কে ভালোবাসে না এমন লোকের অভাব অনেক। আজকে আপনি খুবই চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর প্রতিটা ফুলে ফটোগ্রাফির খুবই চমৎকার আপনি বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65