You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৬

in আমার বাংলা ব্লগlast year

বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে;
নদীতে এলো বান,
বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি;
জুড়ায় যে মনো প্রাণ।

তোমার আমার আবেগ মাখা;
সুস্বাদু ভুনা খিচুড়ি,
সাথে একটু বেগুন ভাজা আর ঘি;
হয়ে যাব যে আনাড়ি।

Sort:  
 last year 

সত্যি আপু ভুনা খিচুড়ির মাঝে আবেগ মাখা সেই অনুভূতি খুঁজে পাওয়া যায়। দারুন লিখেছেন আপু। কবিতার লাইন গুলো দারুন ছিল।

 last year 

হ্যাঁ আপু এই বৃষ্টিতে সত্যি অসাধারণ লাগে ভুনা খিচুড়ি খেতে। এসব ভাবতে ভাবতের আমার কেমন জিভে জল চলে আসছে।

ঘি আর বেগুন ভাজা শুনে এখনই কেন জানিনা খিচুড়ি খেতে ইচ্ছা করছে। হা হা হা... সত্যি খুব সুন্দর লিখেছ অনু কবিতাটা।

 last year 

খেতে ইচ্ছে করছে যখন তাড়াতাড়ি চালে ডালে একসাথে বসিয়ে দিয়ে তৈরি করে ফেলো খিচুড়ি ,আর তার সাথে গরম গরম বেগুন ভাজা।পারলে আমাকেও একটু নিমন্ত্রণ করে নিও, 😁।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58077.92
ETH 2457.08
USDT 1.00
SBD 2.37