কয়েকটি ফুলের ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,আবারও নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমি আজকে মূলত কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি ,যেগুলি আমি বিভিন্ন দিনে ,বিভিন্ন জায়গা থেকে তুলেছিলাম ।তাই ফটোগুলোর সঠিক অবস্থান আর তারিখ আমার ঠিক করে মনে নেই ।তবুও যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। ফটোগ্রাফি করতে আমি খুব একটা পারিনা। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরাই রয়েছে, যারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন আমাদের মাঝে। খুব একটা ভালো ফটোগ্রাফি করতে না পারলেও আপনাদের হয়তো আজকের ফটোগ্রাফি গুলো খুব খারাপ লাগবে না । চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
এটি যে কাঠগোলাপ ফুল ,তা আমাদের সকলেরই জানা। অনেকের আবার প্রিয় ফুলও এই কাঠগোলাপ। এই কাঠগোলাপ ফুলের গাছটি খুব ছোট ছিল ,তাই খুব কাছ থেকে সুন্দর করে এর ফটোগ্রাফিটি করতে পেরেছিলাম। এই ফুলের গাছ ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাঠগোলাপ ফুলের বিভিন্ন ধরনের প্রজাতি হয়ে থাকে। এর আগেও কয়েকটি ফটোগ্রাফি পোস্টে, আমি আপনাদের মাঝে সাদা কাঠগোলাপ ফুল, লাল কাঠগোলাপ ফুল, আর হলুদ বা সোনালী কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকে আবার শুধুমাত্র সাদা কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি গুলি শেয়ার করলাম।
এই ফুলটি আমাদের সকলের পরিচিত নাও হতে পারে। এর নাম হল জংলি ঝুমকো। ইংরেজিতে যাকে প্যাসিফ্লোরা ফুলও বলা হয়ে থাকে । এই উদ্ভিদ গুলি মূলত ঝোপঝাড়ের আকারে বেড়ে উঠতে থাকে। কোনো একটা রাস্তার পাশের ঝোপ থেকে এই ফুলটির ছবি তুলেছিলাম বলে মনে পড়ছে। এই ফুলটির বিভিন্ন উপকারিতা রয়েছে। এই ফুলের বিভিন্ন রঙের প্রজাতী রয়েছে, তার মধ্যে আমি আজকে বেগুনি রংয়ের প্রজাতিটির ছবি শেয়ার করলাম।
গোলাপ আমাদের অতি পরিচিত এবং প্রায় সকলেরই প্রিয় একটি ফুল। ভালোবাসার প্রতীক হিসেবে এই ফুলটিকে ব্যবহার করা হয়। বিভিন্ন রংয়ের গোলাপ ফুল আমরা দেখে থাকি। তবে তার মধ্যে থেকে লাল রংয়ের গোলাপ ফুলের প্রজাতিটির মধ্যে যে সৌন্দর্য রয়েছে, আমার মনে হয় অন্য কোন রঙের গোলাপের মধ্যে সেই সৌন্দর্য পাওয়া যায় না। যাইহোক এই ফটোগ্রাফিটি দু 'বছর আগে করেছিলাম, আমার জন্মদিনে আমার প্রিয় বান্ধবী আমার মাথায় একটি ফুলের ক্রাউন উপহার দিয়েছিল । যেটা দেখে আমি তো খুবই খুশি হয়েছিলাম, কারণ ফুল আমি ভীষণ পছন্দ করি ।তাই সেটিকে স্মৃতি হিসেবে রাখার জন্য বাড়িতে গিয়ে ক্রাউনটির একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
এটিও গোলাপ ফুলের ফটোগ্রাফি । তবে এই ফুলটি আমাকে কেউ গিফট করেনি, আমি নিজেই বাজার থেকে কিনেছিলাম। মাঝেমধ্যেই বাজারে গিয়ে ফুলগুলি দেখে কিন্তু ইচ্ছা করে ,তাই কিনেও নিয়ে আসি ।সেরকমই একদিন এই গোলাপ ফুল দুটো কিনে নিয়ে এসে তার ফটোগ্রাফি করেছিলাম।
এই গোলাপ ফুলের থোকাটাও আমাকে আমার প্রিয় বান্ধবী গিফট করেছিল। কারণ সে জানে ফুল আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর সে সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করে। সেরকমই একদিন আমাদের স্কুলের সামনে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ঢেলে বিক্রি হচ্ছিল। তাই সে আমার জন্য এক গোছা গোলাপ ফুল কিনে উপহার দিয়েছিল। সত্যি বলতে হঠাৎ করে এই ফুলগুলো পেয়ে আমি অনেক বেশি পরিমাণে খুশি হয়েছিলাম।
শ্রেণী | ফোটোগ্রাফি |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তীতে, আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
বাহ আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফী করেছেন,দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্রাফীর মধ্যে আমার কাছে কাঠ গোলাপের ফটোগ্রাফী অনেক বেশি ভালো লাগছে।
আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
অপরূপ সৌন্দর্যময় এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো, আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন দিদি আমার বাংলা ব্লগে অনেক সদস্য আছেন যারা অনেক ভালো ভালো ফটোগ্রাফি করেন। তবে আপনি কিন্তু কম যান না। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে কাঠগোলাপ এবং গোলাপ ফুল একসঙ্গে বেশ জমিয়ে উঠেছে পোস্টটি। ধন্যবাদ দিদি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আসলে ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় ছুড়ে যায়। কাঠ গোলাপের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
একদমই ঠিক বলেছেন ভাই ,ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় ।তাই ফুলকে আমরা সকলেই অত্যন্ত বেশি ভালোবাসি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।
দিদি ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ৷ আপনি তো দারুণ ফটোগ্রাফি করেছেন ৷ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আমার ৷ হ্যাঁ দিদি এখানে অনেকেই আছে যারা দারুণ ফটোগ্রাফি করতে পারে কিন্তু তাদের থেকে আপনিও কম না ৷ আপনিও দারুণ ফটোগ্রাফি করতে পারেন , আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো দেখে আমার তাই মনে হচ্ছে ৷ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷
আমার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার বান্ধবী দেওয়া গোলাপ ফুলের ক্রাউন্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলি, আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
কাঠগোলাপটা সত্যি বলতে আমি চিনতে পারিনি।কারণ বেশিরভাগই কাঠগোলাপ আর একটু মোটা হয় পাঁপড়ি গুলো। দেখতে এর ভেতরটা একটু হলদেটে বেশি হয়।তবে হয়তো এটা ছোট বলে অথবা অন্য কোন প্রজাতির হতে পারে বলে চিনতে পারিনি। জংলি ঝুমকো জীবনে প্রথম দেখলাম।আমি ভাবছিলাম কোন একটা বিদেশী ধরনের ফুল হবে হয়তো। তবে শুইয়ে রাখা গোলাপের ছবি সব থেকে বেশি ভালো লাগলো।
হ্যাঁ দিদি ছোট বলে হয়তো এই কাঠগোলাপ টাকে একটু অন্যরকম দেখাচ্ছে। শুইয়ে রাখা গোলাপ ফুলটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আরে বাহ্ দিদি, আপনি তো দেখছি খুবই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন রকমের এলোমেলো ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো একেবারেই মুগ্ধ। আমার কাছে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লেগেছে দেখতে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে, এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। উপস্থাপনাও খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। সঠিক অবস্থান না জানার সত্বেও, আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। অসম্ভব ভালো ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি।
আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ! ফটোগ্রাফি গুলো অসাধারণ নিয়েছেন আপু। আসলে পারি না বললে হয় না চেষ্টা করতে হয়। কে বলেছে আপনার ফটোগ্রাফি সুন্দর হয় না প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি কাঠগোলাপের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি।
আমার তোলা ফটোগ্রাফি গুলো, আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।