|| এলোমেলো কয়েকটি ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে।বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে আসলে ফটোগ্রাফি শেয়ার করা হয় না। আসলে আমার মোবাইল ফোনে বেশ কিছু পুরনো ফটোগ্রাফি রয়েছে। তবে বিভিন্ন ব্যস্ততার কারণে এবং অন্যান্য পোষ্টের আধিক্যের কারণে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয়ে উঠছিল না। আজকে বেশ কিছুটা সময় বের করে ফোনের গ্যালারি থেকে কিছু কিছু ফটোগ্রাফি খুজে পেয়েছি এবং চেষ্টা করেছি সেই ফটোগ্রাফি শেয়ার করার পাশাপাশি টুকটাক কিছু বর্ণনা দেওয়ার জন্য ফটোগ্রাফি সম্পর্কে। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।


InShot_20231214_171434319.jpg


সবুজ এ ঘেরা শস্য-শ্যামলা একটি ধান ক্ষেতের ফটোগ্রাফি। যদিও এটাকে ধান খেত বলা ভুল হবে এটি আসলে পাতো ক্ষেতের ফটোগ্রাফি। আমাদের বনগাঁতে এরকম প্রচুর ফাঁকা জায়গা রয়েছে যেখানে এখনো ধান গাছের চাষ করা হয়। বেশ কিছুদিন আগে আমি এবং মা একটা কাজে গিয়েছিলাম ওই দিকে তখনই আসলে এত সুন্দর দৃশ্য দেখে লোভ সামলাতে পারেনি। তাই ঝটপট ফটো তুলে নিয়েছিলাম। এই সময়টাতে ধানের বীজ রোপন করে পাতো উৎপাদন করা হয় এবং তারপর সেই পাতো জমিতে নিয়ে অর্থাৎ অন্য জমিতে নিয়ে রোপন করা হয়।


20231208_132837.jpg


এটা তো আমাদের সকলের পরিচিত টমেটো, যেটা শীতকালীন একটি সবজি। তবে এখন তো টমেটো সারা বছরই কমবেশি পাওয়া যায়। যদিও এখন দামে একটু সস্তা। এই টমেটো গাছটা হয়েছে আমাদের বাড়ির ছাদে। এই বছর বেশ কিছু টমেটোর চারা লাগানো হয়েছিল বনগাঁ বাজার থেকে এনে, তবে কিছু কিছু চারা বেঁচে রয়েছে এবং অধিকাংশ গাছই মরে গেছে। তবে এই গাছটা দেখলাম একটু তাজা রয়েছে এবং বেশ কিছু টমেটো হয়েছে এই গাছে। গুণগতমানের দিক থেকে অন্যান্য ফলের তুলনায় টমেটো অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন। যদিও কাঁচা টমেটো আমার কাছে অত বেশি ভালো লাগে না। তারপরও ফটোতে দেখতে যথেষ্ট ভালো লাগছিল।


20231212_120647.jpg


এটা হল শীতকালীন একটি সবজি সিম, তার ফুলের ফটোগ্রাফি। সিম গাছের ফুল অত্যান্ত ছোট হলেও খুব কাছ থেকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। গাঢ় বেগুনি রঙের এবং তার চারপাশ দিয়ে সাদা সাদা সব মিলিয়ে বেশ সুন্দর একটা আকর্ষণীয় রং নিয়ে ফুটে ওঠে এই সময়টাতে। যদিও শিম শীতকালীন সবজি তবে শীতকালে এটাকে খেতে আমার খুব বেশি একটা পছন্দ হয় না। এই ফটোটা ও তোলা হয়েছে আমাদের বাড়ির ছাদ থেকে।


20220728_173620.jpg


সেগুন কাঠ দিয়ে তৈরি মা দুর্গার একটি মূর্তি, যেখানে মায়ের একটু ভিন্ন রূপ দেখানো হয়েছে এবং এই ফটোটা তুলেছিলাম ইকো পার্কে গিয়ে বেশ কিছু দিন আগে। সাধারণত মা দূর্গাকে আমরা যেভাবে দেখে থাকি এখানে কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এখানের দুর্গা মায়ের বিসর্জন দেওয়া হয় না, মানুষের দেখার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই একটা ফটো তুলে নিয়েছিলাম।


20220728_164217.jpg


এটা হল ইকোপার্কের আকর্ষণীয় জায়গাগুলোর ভিতর একটি। এই জায়গার নাম হলো স্টিম গার্ডেন। এখানে সাধারণত বাস্পের মাধ্যমে মেঘলা পরিবেশ সৃষ্টি করা হয় এবং দেখতে এতটা কুয়াশাচ্ছন্ন এবং সুন্দর লাগে যেটা বলে বোঝানো যাবে না। সাধারণত গরমকালে এই স্টিম গার্ডেন খুলে দেয়া হয় সাধারণ জনগণের জন্য। এই জায়গাটার ভিতরে হাটার সময় মনে হয় যে মেঘের ভিতর দিয়ে হাঁটছি, এতটা সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা লাগে। এই ফটোটা তুলেছিলাম গতবছর গরমকালে ইকো পার্কে ঘুরতে গিয়ে।


20220416_171725.jpg


এটা হল একটি বনসাই গাছ। তবে দেখতে অনেকটা পাপড়ি গাছের মতো লাগলেও এটা কিন্তু একটি খুদে গাব গাছের বনসাই। দেখতে এতটা সুন্দর এবং এই ছোট্ট একটা গাছে এত পরিমাণে ফল ধরেছিল যেটা কল্পনার বাইরে, হয়তো আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন। এ ধরনের বনসাই আসলে এর আগে আমি কখনো দেখিনি। এটা আমার প্রথম বার দেখা এবং প্রথম দেখাতেই এত ভালো লেগেছিল যেটা বলে বোঝানো যাবে না।


পোস্ট বিবরণফোটোগ্রাফি
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রকৃতি থেকে ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি ভালোবাসেন বলেই তো এত সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে সক্ষম হয়েছেন। বনসাই গাছের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 7 months ago 

বনসাই গাছের ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আশা করি দিদি ভালো আছেন? আজকে আপনি বেশ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। ‌ আসলে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে বনসাই গাছ দেখতে খুবই সুন্দর লাগছে। ইকোপার্কের বাস্পের মাধ্যমে মেঘলা পরিবেশ সৃষ্টি করার দৃশ্য বেশ অসাধারণ। সেগুন কাঠ দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি সৌন্দর্য খুবই দুর্দান্ত। এত চমৎকার দৃষ্টিনন্দন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

ফটোগ্রাফি গুলো দেখছি আপনার কাছে বেশ ভালো লেগেছে ভাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

আজকে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে৷ এর মধ্যে দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ এর মধ্যে ঘাসের ফটোগ্রাফি এবং সিম ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 7 months ago 

আমার তোলা সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই ফটোগ্রাফি গুলো আপনার ফোনে ছিল ফোনের গ্যালারি খুঁজতে খুঁজতে আপনি এগুলো বের করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো আপনি চমৎকারভাবে ক্যাপচার করেছেন বিশেষ করে আমার কাছে প্রথম ফটোগ্রাফি সহ সিমের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে আপনার এই ফটোগ্রাফি পোস্টটি তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রথম ফটোগ্রাফিটা সহ সিমের ফটোগ্রাফিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

বাহ আপনি তো অনেক দারুন ফটোগ্রাফি করতে পারেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলির মধ্যে প্রথম ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করি।

 7 months ago 

প্রথম ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়েছে। আপনার মোবাইলে আগের ফটোগ্রাফি ছিল বিদায় আজকে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো শীতকালীন সবজি সিম এর ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

শীতকালীন সবজি সিম এর ফটোগ্রাফিটা আপনার কাছে সবথেকে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

এরকম আপনার মত আমারও মোবাইলে ধারণকৃত অনেক ফটোগ্রাফি আগের রয়ে গেলো। আপনি মোবাইলে ধারণকৃত কিছু চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। সবুজ শ্যামলা ধানক্ষেতের ফটোগ্রাফি ও শিম ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সবুজ শ্যামলা ধান ক্ষেতের ফটোগ্রাফি আর সিমের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58478.70
ETH 3158.37
USDT 1.00
SBD 2.43