|| ফুলের কয়েকটি ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফটোগুলো আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট ফুলের বাগান আছে, সেখান থেকেই তোলা। অল্প অল্প ঠান্ডা পড়েছে তাই সকালে উঠতে মন চাই না। আর ওঠাও হয় না। তবে আগেরদিন ঘুম ভেঙে গেল , মা দেখলাম প্রতিদিনের মতো সেদিনও ফুল তুলতে যাচ্ছে । তাই দেখে আমিও মা এর সাথে গেলাম যাতে ফুল তোলার সাথে সাথে ফুলের কিছু ফোটোগ্রাফিও করতে পারি। সেই মতো কিছু ফটোগ্রাফি করেছিলাম সেদিন । চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক সেগুলো।


IMG20231116061338.jpg


IMG20231116061400.jpg


এগুলো হলো আমাদের সকলের অতি পরিচিত জবা ফুলের ছবি। জবা ফুলের গাছ আমাদের প্রায় সবার বাড়িতেই একটা দুটো করে আছে। তাই সবসময় বাইরের দিকে চোখ পড়লেই দেখতে পাওয়া যায় জবা ফুল। জবা হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ উচ্চতায় প্রায় ৫ মিটার পর্যন্ত হয়। জবার বহু প্রজাতি রয়েছে। তবে সবগুলো প্রজাতি কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি বা এমন অনেক প্রজাতি রয়েছে যার কথা আমি জানি না। সচরাচর জবার লাল রঙের প্রজাতিটির দেখা মেলে, তবে গোলাপি ,সাদা রঙের প্রজাতিও কম বেশি দেখা যায়।


IMG20231116061352.jpg


IMG20231116061452.jpg


যাইহোক, এগুলো হলো উজ্জ্বল লাল বর্ণের জবা ফুলের ছবি । জবা ফুল ৫ টি পাঁপড়ি যুক্ত একটি ফুল।জবা ফুল বহু উপকারি গুণ সম্পন্ন । এর গুনাগুন সব জায়গায় কম বেশি ছড়িয়ে রয়েছে। যেমন ধরুন, চুল পড়া রোধে এটি সাহায্য করে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে , আরও ঘন কালো করতে জবা ফুলের নির্যাস কার্যকরী। এছাড়া বদহজম, স্কার্ভি, জ্বরের মতো রোগেও এই ফুলের গুরত্ব রয়েছে। বিভিন্ন রোগ নিরাময় করার জন্য জবা ফুলের চা পান করারও প্রচলন দেখা যায়।


IMG20231116061415.jpg


IMG20231116061425.jpg


এগুলো হলো গোলাপী বর্ণের জবা ফুলের ছবি। এগুলো সাধারনত লাল রঙের জবা ফুলের চেয়ে আকৃতিতে কিছুটা বড় হয় । ত্বকের পরিচর্চার জন্য এই ফুল ব্যবহার করা হয়ে থাকে। সঠিক পদ্ধতি বজায় রাখলে এই ফুল সহজেই চাষ করা সম্ভব হয়।পুজোর কাজে জবা ফুলের জুড়ি মেলা দায়। বিশেষ করে কালী পুজোয় এই ফুলের ব্যবহার করতেই হয়। বহু মানুষ এই ফুলের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।


IMG20231116061625.jpg


IMG20231116061604.jpg


এগুলি হলো নয়নতারা ফুলের ছবি,যাকে আমরা প্রায় সকলেই চিনি। এই ফুল সাধারণত লালচে গোলাপি রঙের হয়ে থাকে।তবে এর সাদা প্রজাতিরও দেখা মেলে। তবে সেটি খুবই কম। নয়নতারা ফুলের নির্যাস খুবই উপকারী আমাদের জন্য। যেমন ধরুন, রক্ত চাপ বৃদ্ধি করতে, বহু মূত্রের মতো রোগ সারাতে, কৃমি প্রতিরোধে প্রভূতি কাজে এই ফুলের নির্যাস কাজ লাগানো হয়। এই গাছের পাতা, ফুল ও মূল সবই ব্যবহার যোগ্য।


পোস্ট বিবরণফোটোগ্রাফি
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

জবা ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। সবুজ পাতার মধ্যে লাল রঙের এই জবা ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও আপনি সাদা ও গোলাপি রঙের নয়ন তারা ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 9 months ago 

ঠিক বলেছেন আপু, সবুজ পাতার মধ্যে লাল রঙের জবা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

ফুল বরাবরই সৌন্দর্যের প্রতীক ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আপনার ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে লাল জবা ফুলের ফটোগ্রাফি এবং সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কয়েকটি ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপি বর্ণের জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে, খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ছিল যেগুলো দেখে মুগ্ধ হলাম। ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর করে বর্ণনা ও লিখেছেন। জবা ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দর লাগছে দেখতে, তেমনি নয়ন তারা ফুলের ফটোগ্রাফিও অনেক সুন্দর লাগছে দেখতে। ফুলের কালার আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলা লাগে। আশা করছি পরবর্তীতে ও সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবেন।

 9 months ago 

অনেক খুশি হলাম আপু আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি মন্তব্য পেয়ে । ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপু আপনি চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল। তবে জবা ফুল আমার অনেক পছন্দের। জবা ফুলের ফটোগ্রাফি টা দারুণ লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

জবা ফুল দেখছি আপনার অনেক পছন্দ ভাই। আর জবা ফুলের ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 10 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগে আপু।আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করেন।জবা ফুল আমার বেশ ভালো লাগে।এছাড়া নয়নতারা ফুল গুলোও ভালো লাগছে আপনার ফটোগ্রাফিতে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

জবা ফুল আর নয়নতারা ফুল গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

মুগ্ধ হয়ে যাবার মতো কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 9 months ago 

জবা ফুলের ফটোগ্রাফি এবং সাদা নয়নতারা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । ধন্যবাদ।

 10 months ago 

ঠিক বলছেন শীতের দিনে সকালে একদম উঠতে ইচ্ছে করে না। আবার অনেক সময় দেখবেন যে নিজে নিজে ঘুম ভেঙ্গে যায়। তো আপনি মায়ের সাথে গেলেন ফুল বাগানে। সেই সাথে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো নিলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল।

 9 months ago 

হ্যাঁ আপু, শীতের দিনে সকালে ঘুম থেকে উঠতে একেবারেই মন চায় না। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

জবা ফুল আমাদের অনেক পরিচিত একটা ফুল। জবা ফুল আমাদের অনেক উপকারে আসে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ফুলের ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি। নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা দেখতে চমৎকার লাগলো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ,খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বাড়ির পাশে বাগান থাকলে তো আর কোন কথাই নেই। আপনি বাড়ির পাশে বাগান থেকে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুল হচ্ছে ভালবাসার প্রতীক ও সবাই কমবেশি অনেক পছন্দ করে। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো এত সুন্দর করে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35