|| এলোমেলো ভাবে তোলা কিছু ফটোগ্রাফি ||
নমস্কার বন্ধুরা
ফটোগ্রাফি করতে আসলে আমার বেশ ভালই লাগে। তবে বেশ কিছু দিন যাবত ফটোগ্রাফির প্রতি আকর্ষণ অনেকটাই কমে গেছে। যেহেতু বাড়িতে মা অনেকটা অসুস্থ, তাই মায়ের সেবা করতে করতে নিজেই সময় বের করতে পারছি না। তবে আজ আপনাদের সামনে কিছু ফটোগ্রাফি শেয়ার করব, যার ভিতর দু একটা ফটোগ্রাফি রয়েছে যেগুলো দুই বছর বা তার অধিক সময়ের পুরনো। তাছাড়া কিছু কিছু ফটোগ্রাফি রয়েছে যেগুলো খুব বেশি রিসেন্টলি না তুললেও বছরখানেকের ভিতরে হবে। মোটামুটি আজকে ফোনের গ্যালারি খুঁজে তেমনি কিছু ফটোগ্রাফি পেলাম, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব।
এই ফটোটা তোলা হয়েছিল খুব সম্ভব আজ থেকে দুই বছর আগে ইকো পার্কে গিয়ে। ইকো পার্কের ভিতর অবস্থিত এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় ছিল, কারণ এটা হল স্টিম গার্ডেন। গরমকালে এই গার্ডেনের ভিতরে পাইপ এর মাধ্যমে ঠান্ডা বাষ্প ছেড়ে দেওয়া হয়। তখন মনে হয় যেন মেঘের দেশে চলে এসেছি। আর গায়ে ঠান্ডা ঠান্ডা জলীয় বাষ্প লাগার কারণে খুব সুন্দর লাগে শরীরটা। তবে একটা সমস্যা হলো যে বেশি সময় দাঁড়িয়ে থাকলে জামা কাপড় ভিজে যায় এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে গেলে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে যাওয়ার আগে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো বাইরে রেখে যেতে হয়, তাহলে আর সমস্যা নাই।
এই ফটোটা তোলা হয়েছিল আমাদের বারাসাত স্টেশন থেকে। দিনটা ছিল রবিবার এবং পুরো স্টেশন বলতে গেলে ফাঁকা ছিল। আমি ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ করেই মনে হলো যে দু-একটা ফটো তুলে নেওয়া যাক, যেহেতু পরিবেশটা খুব সুন্দর এবং আশপাশটা পুরো ফাঁকা ছিল, তাই কোন কিছু চিন্তা না করেই ঝটপট করে একটা ফটো তুলে নিয়েছিলাম।
এই ফটোটা ও গত বছরই ইকো পার্কের ভিতর থেকে তুলেছিলাম। এটা হল ইকো পার্কের সব থেকে শান্ত জায়গা। লেকের ধার এর এই জায়গায় বিকেল হলেই প্রচুর মানুষ এসে আড্ডা জমায় এবং নৌকায় করে ঘোরাঘুরি করে। আপনারা হয়তো ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারছেন যে লেকের পাড়ে ছোট ছোট নৌকা বাঁধা রয়েছে। যেগুলো টাকার বিনিময় চড়া যায়। তবে আমার আবার এইসব নৌকায় উঠতে ভয় করে তাই অনেক সময় স্কিপ করি।
এই ফটো দুটো তোলা হয়েছিল কলকাতার এক ব্যস্ত রাস্তা থেকে। যেহেতু ট্রাফিক সিগন্যাল পড়েছিল তাই গাড়িগুলো নিয়ম অনুযায়ী সিগনালে দাঁড়িয়ে যায়। আসলে কলকাতার ট্রাফিক সিস্টেম এতটাই ভালো যেটা বলে বোঝানো যাবে না। মোটামুটি সবাই চেষ্টা করে ট্রাফিক রুলস মানার জন্য। তবে কলকাতার রাস্তার এই হলুদ ট্যাক্সিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অন্যান্য গাড়ির তুলনায় তারা একটু ভাড়া বেশি নেয়, তবে এই গাড়িতে চড়ে কলকাতা ঘোরার মজাই আলাদা।
এই ফটো দুটো তোলা হয়েছিল শিয়ালদা মেট্রো স্টেশন থেকে। খুব সম্ভবত আজ থেকে বছর দুয়েক আগে এই ফটোটা তুলেছিলাম, যখন শিয়ালদা মেট্রো স্টেশন প্রথম চালু হয়েছিল। খুব সম্ভবত তখন একটা কিংবা দুটো টিকিট কাউন্টার খোলা ছিল। তাছাড়া কিছু সীমিত স্টেশনে যাওয়ার পারমিশন ছিল এখান থেকে। এজন্য হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে পুরো স্টেশন প্রায় ফাঁকা।
বারাসাতের কালীপুজো যে বিখ্যাত সেটা তো আপনারা সকলেই জানেন। একদম শেষের এই ফটোটা বারাসাতের কালী পূজা মন্ডপের ।যদিও পূজা মন্ডপের নামটা এখন মনে করতে পারছি না, তবে ফটোটা তুলেছিলাম খুব সম্ভবত আজ থেকে বছর দুই আগে। সেই সময় খুব সম্ভবতই পূজা মন্ডপের থিম ছিল সহপাঠী। তবে পূজা মন্ডপের ভিতর রংবেরঙের লাইট লাগিয়ে এত সুন্দর করে মণ্ডপ সাজিয়েছিল যেটা দেখলে যে কারো ভালো লাগবে।
পোস্ট বিবরণ | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
আপনার মা অসুস্থ এটা জেনে খুবই খারাপ লাগলো, দোয়া করি খুব দ্রুত যেন আপনার মা সুস্থ হয়ে যায়। যাইহোক অনেকটাই ব্যস্ত সময় পার করছেন তারপরও আমাদের মাঝে দারুণ একটা ফটোগ্রাফিক পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনার ফটোগ্রাফি পোস্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখেছি। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছ থেকে অনেক সুন্দর একটি মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/GhoshPuja2002/status/1767602385537699977?t=UCliSEfwpohw7tbJoWSOng&s=19
এলো মেলো ভাবে তোলা কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।খুবই সুন্দর ছিলো ফটোগ্রাফি গুলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার তোলা এলোমেলো ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে সবথেকে বেশি ভালো লেগেছে স্টিম গার্ডেনের ব্যাপারটা। সত্যি বলতে এ ধরনের কিছু আমাদের বাংলাদেশে দেখেছি বলে মনে হয় না। তবে গরম আবহাওয়ার মধ্যে এরকম ঠান্ডা পানির বাষ্প দিয়ে পুরো পরিবেশটা শীতল রাখার আইডিয়াটা কিন্তু দুর্দান্ত।
আরো একটা ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হল হলুদ ট্যাক্সি ক্যাপ এর সাথে একটি মানুষ রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটিও কিন্তু আমাদের এদেশে দেখা যায় না। যাইহোক আপনার কাছ থেকে বেশ কিছু দুর্লভ ছবি দেখলাম অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
স্টিম গার্ডেনের ব্যাপারটা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমার কাছেও আসলে এটি অনেক বেশি ভালো লাগে।
আসলে যারা ফটোগ্রাফি করে তাদের কাছে ফটোগ্রাফি টা অনেকটাই শখ মনে হয় এর জন্যই ফটোগ্রাফি করার প্রতি আলাদা একটা আগ্রহ থাকে। আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে প্রতিটা ফটোগ্রাফি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ক্যাপচার করা এজন্য আমার কাছে বেশি ভালো লেগেছে।
হ্যাঁ ভাই, আসলে ফটোগ্রাফি করলে তাদের কাছে ফটোগ্রাফিটা আলাদা শখ বলেই মনে হয়।
দুই বছর আগে ইকোপার্কের ছবিটা তোলা হলেও আজ পর্যন্ত যেন একদম ফ্রেশ লাগছে আমার এই ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং বাকি ছবিগুলোও অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ইকো পার্কের ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে জেনে,খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই ফটোগ্রাফি যে কোন মানুষ দেখতে বেশ পছন্দ করে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ইকো পার্কের মধ্যে ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে পোস্ট শেয়ার করার জন্য।
ইকো পার্কের ফটোগ্রাফিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে, খুশি হলাম ভাই।ধন্যবাদ আপনাকে।
দিদি প্রথমেই আপনার মায়ের সুস্থতা কামনা করছি। দোয়া করি যেন আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনি তো দেখছি আজকের এই ফটোগ্রাফি পোস্টে, অনেক বছর আগের ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমি যত দেখছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল। ইকোপার্ক থেকে তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি একেবারে দারুণ ছিল। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন বলতে হচ্ছে।
ইকোপার্ক থেকে তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
আপনি এলোমেলোভাবে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আর আপনার এই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে আপনি আরো এক দুই বছর আগের ফটোগ্রাফিও শেয়ার করেছেন। আসলে আমাদের গ্যালারির মধ্যে এমন কিছু ছবি রয়েছে, যেগুলো অনেক আগে আমরা তুলেছি অথচ শেয়ার করা হয়নি। আর একদিন ভালোভাবে যদি গ্যালারি চেক করা হয় তাহলে আমরা অনেক ফটোগ্রাফি দেখতে পাই। যাইহোক আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লেগেছে। আর আপু আপনার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটার জন্য দোয়া করছি।
অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আর আমার মায়ের জন্য দোয়া করার জন্য।ধন্যবাদ ভাই আপনাকে।
বাহ আপনি তো বেশ চমৎকার এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করেন। তবে আজকে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।