|| রঙিন কাগজের তৈরি কাপ ||

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, রঙিন কাগজের তৈরি কাপ নিয়ে। রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে যেমন ভাল লাগে, তেমনি তৈরি করতেও ভালো লাগে। তবে সবসময় সময়ের অভাবে করা হয়ে ওঠে না। কারণ দেখতে সহজ হলেও এগুলো তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। যাইহোক একটু সময় বার করে নিয়ে আজকে রাতেই তৈরি করে ফেললাম রঙিন কাগজের এই কাপ। আশা করি কাপ গুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


IMG_20230920_220801.jpg


IMG_20230920_220828.jpg


এটি হলো আমার আজকের রঙিন কাগজের তৈরি কাপ।


প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
স্কেল
আঠা
কাঁচি
স্কেচ পেন

প্রস্তুত প্রণালী:


IMG20230920215736.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - রঙিন কাগজ, স্কেল, স্কেচ পেন, আঠা আর কাঁচি।


IMG_20230920_220856.jpg


প্রথমেই রঙিন কাগজ দুটিকে নির্দিষ্ট মাপ নিয়ে কেটে নিয়েছি। তারপর কাগজ দুটিকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।


IMG_20230920_220323.jpg


তারপর অর্ধেক করে ভাঁজ করা কাগজটিকে আবারো ছবির ন্যায় ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছিলাম।


IMG_20230920_220400.jpg


তারপর ভাঁজটি খুলে চারভাগের একভাগ অংশ লম্বালম্বি ভাবে কেটে নিয়েছিলাম। আর তিন ভাগের এক ভাগ অংশে কাঁচি দিয়ে ছোট ছোট করে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর কাগজটিতে স্কেচ পেন দিয়ে চোখ আর মুখ এঁকে নিয়েছিলাম।


IMG_20230920_220434.jpg


এবার রঙিন কাগজটির এক প্রান্তে আঠা লাগিয়ে সেটিকে অপরপ্রান্তের সাথে গোলাকারে জুড়ে দিলাম।


IMG_20230920_220509.jpg


এরপর নিচের দিকের বাড়তি অংশটি আঠা দিয়ে একটিকে অপরটির সাথে আটকে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল কাপের গোলাকার অংশটি।


IMG_20230920_220549.jpg


এরপর কাপটির হাতল তৈরীর জন্য আরো একটি ছোট সাইজের কাগজকে ভাঁজ করে আঠা দিয়ে গোলাকার অংশটির গায়ে আটকে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল রঙিন কাগজের কাপ। ঠিক একই ভাবে আরো একটি কাপ তৈরি করে নিয়েছিলাম।


IMG20230920215621.jpg


IMG_20230920_220801.jpg


IMG_20230920_220828.jpg


সবশেষে কাপ টির কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


পোস্ট বিবরণডাই
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কাপ তৈরি করেছেন। সত্যি এই কাপ তৈরি করার ধাপ গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আমি শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করব।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

সময়ের অভাবে অনেক কিছুই করা হয়ে ওঠেনা। আসলে কোন কিছু করতে গেলে হাতে সময় নিয়ে করতে হয়। কাগজের তৈরি কাপ দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

কাপ গুলো আপনার কাছে দেখতে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

রঙিন কাগজ তৈরি এভাবে এগুলো তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। আপনি অনেক সময় দিয়ে, রঙিন কাগজ ব্যবহার করে এই দুটি কাপ তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। দুটি কাপ তৈরি করার কারনে এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপনি কিন্তু অনেক সুন্দর কাজ করতে পারেন। আর আপনার সব ধরনের কাজ অনেক সুন্দর হয়।

 11 months ago 

ঠিক বলেছেন আপু , রঙিন কাগজ দিয়ে যে কোনো কিছু তৈরি করতে আসলে বেশ কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর কাপ তৈরি করেছেন আপু। কাপগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। কাপ তৈরীর প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনি তো খুবই কিউট কিউট দুটো কাপ তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। যেগুলো দেখতে সত্যিই অনেক বেশি কিউট লাগছে এবং কাগজ দিয়েছে কোন জিনিস তৈরি করলে দেখতে দারুন লাগে। আপনার তৈরি করা কাপ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর দুটো কিউট কাপ তৈরি করে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার কাছে কাপ দুটি দেখতে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কিছু কাপ তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকমভাবেও কাপ তৈরি করা যায় এটি আমার কখনো জানা ছিল না।
অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু কাপ তৈরি করে শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজের কাপ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের কাপগুলো দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো পোস্ট তৈরি করাই অনেক ধৈর্যশীল ব্যক্তির কাজ। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

রঙিন কাগজের তৈরি কাপ গুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে, খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি কাপ তৈরি করেছেন। কাপ দুটি দেখতে খুব সুন্দর লাগছে। চোখ এবং মুখ এঁকে দেওয়ার কারণে কাপগুলো দেখতে আরো সুন্দর লাগছে। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে আমার। আপনার কাপের অরিগামি পোস্টটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47