|| জেনারেল রাইটিং : জীবনে ভালো থাকা সহজ কথা নয় ||

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আমাদের জীবনে ভালো থাকতে গেলে আসলে বেসিক কিছু জিনিস মেইনটেইন করতে হয়। সেগুলো যারা মেইনটেইন করতে পারে তারাই জীবনে সুখী হতে পারে। অথবা দুঃখের সাগরে ভাসতে হয় তাদের সারাটা জীবন। টাকা পয়সা সুখ শান্তি এনে দিতে পারে না, এ কথা কিছুটা সত্যি। তবে চলার পথে টাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে যতই সুখে থাকার চেষ্টা করুন না কেন, সেই সুখ কিছু দিনের ভিতরে জালনা দিয়ে পালিয়ে চলে যাবে। সুতরাং টাকা পয়সা ইমপর্টেন্ট। তবে আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। জন্মের পর থেকেই আমরা আসলে একটা জিনিস শিখতে থাকি বা একটা জিনিস আমাদের মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হয় যে, জীবনে ভালো থাকতে শিখতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আরো ভালো থাকতে পারি। আমরা আসলে সেই টার্গেট নিয়েই সবাই সামনের দিকে এগোই।

adult-1807500_1280.jpg

সোর্স

তবে মাঝ পথে এমন কিছু বাধ্যবাধকতা আসে যেগুলো আসলে আমাদের মনকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। যেমন ধরেন আমরা যদি জীবনে ভুল মানুষ সিলেক্ট করি তাহলেও কিন্তু সুখ শান্তি বিনষ্ট হবে। এজন্য সব থেকে বেশি ইম্পরট্যান্ট এটাই যে জীবনে আমরা যে মানুষটাকে সিলেক্ট করব বা যে মানুষটার সাথে সারাটা জীবন থাকবো সেই মানুষটা যেন ভালো হয়। তবে তারপরও আমরা কম বেশি ভুল করে বসি এসব ক্ষেত্রে। আমার কাছে মনে হয় ভালো থাকার সব থেকে গুরুত্বপূর্ণ অন্তরায় হল আমাদের পাড়া-প্রতিবেশী বা আমাদের কিছু কিছু আত্মীয়-স্বজন। আপনারা অনেকেই আমার এই মতের সাথে একমত পোষণ করবেন আমি জানি। এই ধরেন আমাদের পরিবার সুখে শান্তিতে জীবন যাপন করছে। হঠাৎ করে একজন আত্মীয়র ফোন আসলো এবং এমন একটা কথা বলল যাতে করে আমাদের পরিবারের যত সুখ শান্তি সেটা নিমিষেই শেষ হয়ে গেল। হয়তোবা এমন কোন কাজ করতে যাচ্ছি, মাঝপথে বাধা দিয়ে দিল। এক্ষেত্রে মনের উদ্দোমও যেমন নষ্ট হয় তেমনি ভালো থাকাটাও অনেকটা কঠিন হয়ে পড়ে।

পাড়া-প্রতিবেশীদের কথা আর কি বলবো। এরা তো বর্তমানে সব সিসিটিভি ক্যামেরা হয়ে গেছে। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে জীবন অতিষ্ঠ। আমরা সব সময় চাই আমাদের পরিবার নিয়ে কি করে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। খুব বেশি চাহিদা থাকে না একটা পরিবারের কিংবা যা টুকটাক চাহিদা থাকে সেগুলো আমরা কমবেশি ম্যানেজ করে নিতে পারি। কিন্তু তৃতীয় ব্যক্তি যখন সেই পরিবারের ভেতর ঢুকে যাবে কিংবা ঝামেলা তৈরি করার চেষ্টা করবে, তখন কিন্তু ভালো থাকাটা অতটাও সহজ হবে না। আমরা সকলেই জানি যে মানুষ মাত্রই ভুল। আর আমরা কম বেশি সকলেই ভুল করি। কিন্তু পাড়া-প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজন সেই ভুলটা যখন আমাদের বাবা-মায়ের সামনে আরো বড় করে ধরে, তখন একদিকে যেমন সংসারে অশান্তি হয়, তেমনি বাবা-মায়ের মনেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সুতরাং আমার কাছে মনে হয় যে, জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে অতিরিক্ত আত্মীয়-স্বজন কিংবা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয় তাদেরকে যতটা সম্ভব এভোয়েড করতে হবে।

আপনি যদি বিপদে পড়ে কখনো তাদের কাছে টাকা চান তাহলে দেখবেন যে, কোন না কোন অজুহাত দিয়ে তারা সেই কথাটা ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু যখনই ফ্রিতে উপদেশ দেওয়ার কথা আসে, তখন তাদেরই সবার আগে পাওয়া যায় এবং টিটকারি মেরে কথা বলা কিংবা ঠেস দিয়ে কথা বলা এগুলো তো কমন। আমাদের প্রতিবেশীরা কিংবা কিছু কিছু আত্মীয়-স্বজন আছে যারা এটা চিন্তা করে যে ওরা ভালো আছে আমরা ভালো নেই কেন। এই যে একটা জেলাসি তৈরি হলো তাদের ভিতর, এরপর থেকে আসলে যে করেই হোক তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে করে আমাদের পরিবারে একটা অশান্তি ও মানসিক চাপ সৃষ্টি হয়। তবে সর্বোপরি আমি একটা কথাই বলবো জীবনে ভালো থাকতে হলে শুধু নিজের কথা শুনুন। নিজের পরিবার কি বলে সেটা শুনুন। বাইরের মানুষের কথায় কান দিলে বা তাদের কথায় গুরুত্ব দিলে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। আমি মনে করি জীবনে ভালো থাকতে গেলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের মনকে বোঝা এবং সেই মতে কাজ করে যাওয়া।


পোস্ট বিবরণজেনারেল রাইটিং

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।





🪔আমার পরিচয়🪔

InShot_20240217_224020693.jpg

আমি পূজা ঘোষ(রাজশ্রী)। বনগাঁতে বসবাস করি। আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিজ্ঞান বিভাগে ।পাশাপাশি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের কোর্স করেছি। বর্তমানে আমি ফার্মাসিতে অধ্যায়নরত । ভবিষ্যতে এইগুলো নিয়ে ভালো কিছু করার আশায় এগোচ্ছি। কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি। ছোটো বয়েস থেকেই কবিতা আবৃত্তি শিখছি। এছাড়া ছবি আঁকতে,ঘুরতে যেতে,নতুন নতুন খাবার খেতে,গান শুনতে,ফোটোগ্রাফি করতে আর মানুষের সাথে মিশতে ভালোবাসি।

🎯 সমাপ্ত🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

বর্তমান সময়ে জীবনে ভালো থাকতে হলে প্রচুর টাকা প্রয়োজন। প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে কষ্ট করতেছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে, আমি ভালো আছি।এই পৃথিবীতে টাকা পয়সা না থাকলে কেউ ভালোবাসে না। না আত্মীয়, না প্রিয় মানুষ না পাড়া প্রতিবেশী । প্রতিটা মানুষ আরেকজনের ক্ষতি করতে যাচ্ছে। পাড়া মহল্লা রা তো সমালোচনা করতেই চলতেছে। আপনি যদি সুখে থাকেন আপনার সুখটাকে কেড়ে নিয়ে চলে যাবে তারা। অনেক সুন্দর লিখেছেন।

 2 months ago 

সত্যি কিন্তু দিদি জীবনে ভালো থাকাটা সহজ বিষয় না। জীবনে ভালো থাকতে গেলে একদিকে যেমন টাকার প্রয়োজন, অন্যদিকে প্রয়োজন মানসিক শান্তির। আজকের আমাদের চারপাশে যে প্রতিবেশী আছে তাতে করে ভালো থাকাটা এত সহজে বিষয় নয়। তবে আমি মনে করি এরও মাঝে নিজের ভালো নিজেকেই থাকতে হবে।খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দিদি। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি যথেষ্ট বাস্তবসম্মত একটি বিষয়ে কথা বলেছেন, যা একদম আমি চিন্তা করছিলাম। বিশেষ করে জীবনে সঠিক মানুষ বন্ধু হিসেবে বেছে নেওয়ার যে বিষয়টা।
এটির মধ্যে কোনরকম হেরফের বিশাল তফাত সৃষ্টি করে।

আর দ্বিতীয়ত, প্রতিবেশীরা সবসময় আপনাকে উন্নতি করার জন্য সহায়ক ভূমিকা রাখবে না। এটি আমার সমাজ দর্শনের মধ্য থেকে একটি নিরেট বাস্তবতা, যেটি প্রায়শই টের পাই। সবসময়ই তারা পরশ্রীকাতরতায় অস্থির।

সর্বোপরি, ধন্যবাদ জানাই কমন কিছু বিষয় তুলে ধরার জন্য। আমার সত্যিই লেখাটি পড়ে খুব ভালো লেগেছে।
আপনাকে শুভকামনা জানাই, ভালো থাকুন, 💐💖

 2 months ago 

পাড়া-প্রতিবেশী যাই বলুক না কেন আপু নিজের কর্মে নিজের লেখাপড়ায় নিজের গতিতে চলতে হবে। কেউ কখনো সহায়তা করবে না বরঞ্চ ক্ষতি হলে দেখবেন হাসাহাসি করছে। আর ভালো কিছু হতে পারলে এতেও তাদের সমস্যা থাকবে। তবে তার মধ্য থেকে নিজেকে টিকিয়ে রাখতে হবে, এটাই বাস্তবতা।

 2 months ago 

কথা গুলো একদমই বাস্তব সত্যি। ফ্রিতে জ্ঞান দেয়ার মানুষের অভাব নেই। টাকা জীবনে সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। টাকা না থাকলে মান সম্মান ভালোবাসা কোন কিছুই থাকে না। যদি হবার সব ক্ষেত্রে নয় তবে টাকা সব ক্ষেত্রে দরকারও। ধন্যবাদ সুন্দর কিছু বাস্তব কথা তুলে ধরে আজকের পোষ্ট টি সাজিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

টাকা পয়সা মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, এটা আমিও মানি দিদি। তবে টাকা পয়সা কখনো সুখ শান্তি এনে দিতে পারে না। তাছাড়া আমাদের আশেপাশে আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা আমাদের সুখ সহ্য করতে পারে না। এজন্য পিছনে কথা বলা এবং কটু কথা বলা, এগুলো তাদের দৈনন্দিন কাজ। তাই আপনার মত আমারও এটাই মনে হয় যে, জীবনে ভালো থাকতে গেলে প্রথমে নিজের মনকে বুঝতে হবে এবং সেই মত কাজ করে যেতে হবে। লোকে কি বলল সেই কথায় কখনো কান দেওয়া যাবে না।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করছেন আপনি। আসলে জীবনে ভালো থাকার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় এবং সেই কষ্ট থেকেই প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করি৷ সেই শিক্ষা অনুযায়ী যখন আমরা সামনের দিকে এগোতে থাকি তখনই আমাদের জীবনের শান্তি আসে৷ তবে এমন কিছু মানুষ থাকে যারা কারো ভালো সহ্য করতে পারে না এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে৷ তবে আমাদেরকে কখনো এরকম কথা বার্তার মধ্যে কান দেওয়া উচিত নয়৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 63782.14
ETH 3146.14
USDT 1.00
SBD 2.55