|| একটি রঙিন ম্যান্ডেলা আর্ট ||

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। ম্যান্ডেলা আর্ট করতে যেমন ভাল লাগে তেমন অনেক সময়েরও প্রয়োজন হয়। কারণ ম্যান্ডেলা আর্ট মানেই তার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করতে হয়। তাই সময়ের অভাবে সব সময় অনেকদিন এই আর্ট করা হয়ে থাকে না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটি আর্ট করব, কিন্তু সেটি হয়ে ওঠেনি। আজ কিছুটা সময় বার করে তৈরি করে ফেললাম একটি বৃত্তের ম্যান্ডেলা আর্ট। আশা করি আর্ট টি আপনাদের কাছে খারাপ লাগবে না । চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


IMG_20240103_162706.jpg


IMG20240103161608.jpg


এটি হলো আমার আজকের ম্যান্ডেলা আর্ট।


প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
স্কেল
পেন্সিল
রবার
স্কেচ পেন
কম্পাস

অংকন প্রণালী :


IMG20240103130625.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - সাদা কাগজ, পেন্সিল, রবার, স্কেল, কম্পাস আর স্কেচ পেন।


IMG_20240103_162809.jpg


প্রথমেই সাদা কাগজটির মধ্যে পেন্সিল কম্পাসের সাহায্যে বেশ কয়েকটি ছোট বড় সাইজের বৃত্ত এঁকে নিলাম। তারপর একটি স্কেচ পেন দিয়ে বৃত্ত গুলিকে স্কেচ করে নিলাম।


IMG_20240103_162849.jpg


এরপর সবচেয়ে ছোট বৃত্তটিতে কমলা রং এবং তার পরের বৃত্তটিতে লাল রং করে নিলাম । এরপর একটি বৃত্তকে সাদা অবস্থায় রেখে দিলাম আর তারপরের বৃত্তটিতে স্কেচ পেন দিয়ে ফুলের মত এঁকে নিলাম।


IMG_20240103_162923.jpg


এরপর একটি বৃত্তকে কালো রং এর স্কেচ পেন দিয়ে ভর্তি করে দিলাম । আর একটি বৃত্তকে রঙিন স্কেচ পেন দিয়ে ডিজাইন করে নিলাম।


IMG_20240103_162959.jpg


এরপর আবার একটি বৃত্তকে কালো রঙের স্কেচ পেন দিয়ে আর একটি বৃত্তকে লাল রঙের স্কেচ পেন দিয়ে এবং শেষের বৃত্তটিকে কমলা রঙের স্কেচ পেন দিয়ে ডিজাইন করে নিলাম।


IMG_20240103_163029.jpg


এরপর পাশের সাদা অংশটিতে কালো রঙের স্কেচ পেন দিয়ে গোল গোল করে ডিজাইন করে নিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ম্যান্ডেলা আর্ট।


IMG_20240103_163049.jpg


এরপর একটি সাদা কাগজে সিগনেচার করে , আঠা দিয়ে সেটিকে ম্যান্ডেলা আর্ট টির উপর লাগিয়ে দিলাম।



IMG20240103161608.jpg


এরপর আর্ট টির বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।


পোস্ট বিবরণআর্ট
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আপু আপনার এত সুন্দর ও চমৎকার ম্যান্ডেলা আর্ট দেখে চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর ভাবে কখনো ম্যান্ডেলা আর্ট করা হয়নি। রঙ্গিন করেছেন বলে দেখতে এত বেশি সুন্দর দেখাচ্ছে। অনেকগুলো কালার ব্যবহার করাতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই আর্ট করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আসলেই এই আর্টটি তৈরি করতে আমার বেশ সময় লেগেছিল আপু।আমার তৈরি ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

সব সময়ই সাদা কালো ম্যান্ডেলা আর্ট গুলো দেখা যায়। তবে রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে পেয়ে একটু বেশি ভালো লাগলো।‌ অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে পেয়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনার মেন্ডেলা আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে আপু। আমি আজকে যতগুলো ম্যান্ডেলা আর্ট দেখেছি তার মধ্যে এটা বেস্ট ছিল। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 6 months ago 

আপনার দেখা আজকের ম্যান্ডেলা আর্ট গুলির মধ্যে আমারটা বেস্ট ছিল জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দিদি আপনি সাদা কাগজ দিয়ে বেশ সুন্দর করে একটি রঙিন মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার এই ধাপগুলো দেখে মনে হচ্ছে এখন আমি নিজে এটি তৈরি করতে পারব ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ ভাই, আপনিও এই ধাপ গুলো দেখে অবশ্যই নিজে এরকম একটি আর্ট তৈরি করতে পারবেন।

 6 months ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে খুব সময়ের প্রয়োজন হয় আপু। আসলে ইচ্ছে করলেও যখন তখন বসা যায় না। পরিপূর্ণভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করতে অনেকক্ষণ সময়ের দরকার হয়। আমারও ইচ্ছে থাকলে মাঝেমধ্যে সময় হলে তৈরি করে নিই। আপনি খুব সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন। দেখতে খুবই সুন্দর হয়েছে।

 6 months ago 

হ্যাঁ আপু , ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয় বলেই সব সময় এগুলো সম্ভব হয়ে ওঠে না করা।

 6 months ago 

আপু আপনার সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকার ম্যান্ডেলা আর্ট করেন।আপনার ম্যান্ডেলা আর্ট করার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আমার তৈরি রঙিন ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দিদি আপনি আজ খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। ম্যান্ডেলা আর্টটি দেখতে দারুন লাগছে।ম্যান্ডেলা আর্টটি কালার করাতে দারুন লাগছে।এ ধরনের আর্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি সময় ও ধৈর্য ধরে আর্টটি সম্পন্ন করলেন।এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দিদি আপনাকে।অভিনন্দন রইলো আপনার জন্য।

 6 months ago 

এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে ভালো লেগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমিও অনেক ভালবাসি সব সময় চেষ্টা করি সুন্দর কিছু আর্ট তৈরি করার৷ আজকে আপনি খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর দেখতে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি যে রংগুলো দিয়েছেন সেগুলো খুবই ভালোভাবে সামঞ্জস্যতা রেখেছেন৷ যার ফলে এটি খুবই ভালোভাবেই ফুটে উঠেছে৷

 6 months ago 

আমার করা ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বেশ কিছুদিন ধরেই আর্ট করার পরিকল্পনা করেছিলেন আর সুন্দর একটি আর্ট করে ফেললেন দেখে ভালো লাগলো আপু। রঙিন ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 6 months ago 

রঙিন ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39