|| জেনারেল রাইটিং: বাস্তব জীবন আসলে বড়ো কঠিন ||

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

বাস্তবতার একটি টপিকস নিয়ে লেখা একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে আজ আমি উপস্থিত হলাম। সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোস্ট করার চেষ্টা করি। তবে বেশ কিছুদিন যাবত মাথা ব্যথার মত ছোট ছোট শারীরিক সমস্যার কারণে কিছুই ঠিক করে লিখতে পারছিলাম না। আজও অবশ্য সকাল থেকেই শরীরটা অনেক খারাপ, তা সত্ত্বেও একটু সময় বার করে নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের লেখাটি আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


doors-1974014_1280.webp

সোর্স


"বাস্তব জীবন আসলে বড়ই কঠিন"ছোটবেলায় তা না বুঝতে পারলেও বয়স বাড়ার সাথে সাথে একটু একটু করে প্রতিটা মুহূর্তেই তা উপলব্ধি করতে পারছি। এটা যে আমাদের আশানুরূপ বা স্বপ্নে দেখা সেই জীবনের মত নয় তা আমরা জীবনের প্রতিটি পদক্ষেপেই বুঝতে পারছি। সেটা হোক, সামাজিক অবস্থানে, ছাত্র জীবনে কিংবা কর্ম জীবনে। জীবনের প্রতিটি পর্যায় বড়ই কঠিন, এখন হয়তো আমার জীবনটা সদ্য শুরু, তা সত্বেও জীবনের এইটুকু অধ্যায় দিয়েই অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এখনো পরবর্তীতে বহু অধ্যায় বাকি, তবে তার জন্য আশা করি নিজেকে খুব শক্ত করে গড়ে তুলতে পারবো ,এই কঠিন বাস্তবতার জগতে।

প্রতিটা দিনই, প্রতিটা বস্তু বা জীব আমাদের কাছে নতুন নতুন অভিজ্ঞতা বয়ে নিয়ে আসে। সামাজিক অবস্থান, কর্ম জীবন বা ছাত্র জীবন যাই হোক না কেন সব ক্ষেত্রেই তো মানুষের ছড়াছড়ি। আর এই জন্যই তো বাস্তব জীবন অনেক কঠিন হয়ে গেছে। বিভিন্ন রকম মানুষের চিন্তা ভাবনা বা চলাচল করার ধরন বিভিন্ন রকম। তাই সব মানুষ সবার প্রিয় হবে এমন কোন কথা নেই, আবার সব মানুষ সে সবার অপ্রিয় হবে এটাও সত্য নয়। অর্থাৎ , আমার কাছে যেই মানুষ খুব ভালো, আপনার কাছে হয়তো সেই মানুষই খুব খারাপ। কিন্তু এই সকল মানুষকে নিয়েই আমাদের সব জায়গায় চলতে হয়।


asia-1807531_1280.jpg


সোর্স


সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের মানুষদের কাছ থেকে ছোটো - বড়ো বিভিন্ন ধরনের কথা শুনতে হয় সাধারণ মানুষদের। কিন্তু সেইগুলোতে আঘাত লাগলেও মুখ বুজে মেনে নিতে হয় সকলকেই। ভিতরে ভিতরে একটা খারাপ লাগা অবশ্যই কাজ করে , যদি আপনি নিজে ঠিক থাকেন। তা সত্বেও এগোতে গেলে সবকিছুই চুপচাপ হজম করতে হয়,পরিবারের লোকেদের কথা ভেবে। যেমন ধরুন , সমাজ জীবনে আপনি কথা গুলোর উত্তর দিতে গেলেই আপনাকে তারাই খারাপ বলবে তখন আমাদের পরিবারের লোকেদের খারাপ লাগবে, কারণ তারা আমাদের সম্পর্কে খারাপ শুনতে চাই না। আবার ছাত্র জীবনেও সেম, কোনো কিছু খারাপ লাগলে তো আর পড়াশুনা ছেড়ে দিয়ে চলে আসা যায় না , কারণ সেখানে পরিবারের লোকেদের পাশাপাশি নিজেদের স্বপ্ন টাই ভঙ্গ হয়। আবার কর্ম জীবন, সেখানেও সেম পরিবারের কথা চিন্তা করলে আর নিজের বয়েসের কথা চিন্তা করলে সব কিছুই হজম করতে হয়।


person-2078947_1280.jpg

সোর্স


ছোটবেলায় এইসব কোনো কিছু আমাদের মাঝে ছিল না, তখন মনে হতো কবে বড়ো হব। কিন্তু তখনকার জীবনটাই ছিল অনেক সুন্দর কোনো চিন্তা - ভাবনা, মান - অপমান কোনো কিছুই ছিল না। সামান্য কোনো বকা খেলে সাথে সাথে কান্না করতাম আর সব ভুলে যেতাম। কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে সেগুলো আর হয় না। রঙিন জগৎ ফেলে তখন আমরা ঢুকে পড়ি কঠিন বাস্তবতার জগতে। তখন মন না চাইলেও, সব কিছুকে মেনে এগিয়ে যেতে হয়। না হলে, নিজেরাই নিজেদের জীবনে থমকে যাবো আমরা।


পোস্ট বিবরণজেনারেল রাইটিং

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ঠিক বলেছেন আপু ছোটবেলায় মনে হতো যে জীবন কত সহজ। কিন্তু যতই বড় হতে থাকি জীবনে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন জিনিস শিখতে থাকি। তাছাড়া দেখা যায় স্বপ্নে অনেক আকাশ কুসুম চিন্তা করা যায়। কিন্তু বাস্তবে তা অনেক দূরে থাকে। খুব সুন্দর লিখছেন বিষয়টি নিয়ে। ভালো লাগলো পড়ে।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু, লেখাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 11 months ago 

প্রতিটা মানুষ যখন ছোট থাকে তখন সে বুঝতে পারে না বাস্তবতাটা কি। এমনকি যখন সে স্টুডেন্ট লাইফে থাকে তখনও সে বুঝতে পারে না। যখন লেখাপড়া শেষ হয়ে যাই ঠিক তারপর পরে সে বুঝতে পারে আসলে বাস্তব জীবনটা কি? আর এই বাস্তবতাটা যে আসলে কতটা কঠিন বাস্তবতার সম্মুখীন হলেই তখন উপলব্ধি করা যায়। আপনি খুব দারুণ লিখেছেন আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাস্তবতা নিয়ে আমার লেখাটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি দিদি। শরীরটা খারাপ হওয়ার সত্ত্বেও আপনি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বাস্তব জীবন অনেক কঠিন। এই কঠিন বাস্তবতার জগতে আমরা সাফল্য অর্জন করতে পারব অনেক কষ্টে। আপনি বাস্তবতা নিয়ে লিখেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। অনেক সুন্দর ভাবে লেখা হয়েছে পুরোটা।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনাকে, আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

বাস্তব জীবন নিয়ে আপনি আজকে পোস্টটা লিখেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমাদের বাস্তব জীবনটা অনেক কঠিন, আর এই কঠিন বাস্তব জীবনে সবকিছু করা সম্ভব হয় না। এই কঠিন বাস্তব জীবনে আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হয়। তবেই তো আমরা সাফল্য পাই এবং সবকিছু করতে পারি। আপনার লেখার টপিকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে।

 11 months ago 

আমার লেখার টপিকটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার খুব দ্রুত সুস্থতা কামনা করছি আশা করি ভাল হয়ে যাবেন। খুব সুন্দর টপিক্স নিয়ে আলোচনা করলেন। আপু আপনি বাস্তবতা নিয়ে অনেক সুন্দর লিখলেন। আসলে কল্পনা স্বপ্ন এবং বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। যখন বড় হয় তখন বুঝা যায় বাস্তবতা কতই কঠিন। অনেক ভালো লেগেছে আপনার অনুভূতিগুলো পড়ে।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

প্রথমে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি দিদি। আসলে প্রতিটা মানুষ যখন ছোট থাকে সে বুঝতে পারে না যে বড় হয়ে তার জীবন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে পার হতে হবে। সেই সময় মনে হয় এভাবেই হয়তো সারাটি জীবন কেটে যাবে। আসলে এই দুনিয়াতে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অনেক পরিশ্রম করতে হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার লেখা বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ছোটবেলায় জীবনটা যতটা সহজ মনে হয় বড় হতে হতে জীবনটা তত কঠিন হয়ে যায়। আসলে বাস্তবতা বড্ড কঠিন। বাস্তবতা বিষয়টি নিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনাকে ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

এটা ঠিক কথা বলেছেন আমাদের ছোটবেলার জীবনটা অনেক সুন্দর ছিল। একটু বকা খেলেও কিছুক্ষণ পরেই আমরা সেটা ভুলে যেতে পারতাম। কিন্তু বড় হবার সাথে সাথে আমাদের জীবনের বাস্তবতাটা যেন উপলব্ধি করতে শুরু করে দিয়েছি। জীবনের টিকে থাকার জন্য এখন প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগছে।

 11 months ago 

হ্যাঁ ভাই, ছোটবেলার জীবনটা সত্যি খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45