|| আমার নতুন ইউনিভার্সিটি থেকে তোলা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার বেশ ভালই লাগে। যদিও আমি ভালো ফটোগ্রাফি করতে পারি না। তা সত্ত্বেও যে কাজগুলি করতে ভালো লাগে সেগুলো যেরকমই হোক না কেন , মাঝে মধ্যে করেই থাকি। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করে থাকি আমি। সেই ধারাবাহিকতা থেকেই আমার আজকের এই পোস্ট। সকাল থেকেই ভাবছিলাম আজকে কোন ফটোগুলো পোস্ট করব, তারপর ফোনের গ্যালারি ঘাটতে গিয়ে দেখলাম এই ফটোগ্রাফি গুলো রয়েছে যেগুলো এখনো কোথাও পোস্ট করা হয়নি। তাই কিছুদিন আগের তোলা এই ফটোগুলো নিয়েই চলে এলাম । চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


IMG_20230929_220100.jpg


এর আগে আমি একটি পোস্টে আমার নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে, একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এই ফটোগ্রাফি গুলো সেখান থেকেই করা। ইউনিভার্সিটির মেইন গেট থেকে ঢুকে কিছুটা সামনে এগোতেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। কয়েকটা গাছপালার আড়াল থেকে বিল্ডিং গুলো দেখতে বেশ ভালো লাগছিল।


IMG_20230929_212611.jpg


এই ইউনিভার্সিটিতে অনেকগুলো বড় বড় আলাদা আলাদা বিল্ডিং রয়েছে। এক একটা ডিপার্টমেন্টের জন্য এরকম আলাদা আলাদা এক একটা বিল্ডিং । মেইন গেট পার করে ঢুকেই আপনারা সবার প্রথমে এই বিল্ডিংটি চোখে পড়ে। তবে এটি কিন্তু বিল্ডিং নাম্বার ওয়ান নয়, এটা হল বিল্ডিং নাম্বার থ্রি।


IMG_20230929_213045.jpg


IMG_20230929_212652.jpg


উপরের ফটোগ্রাফি দুটো হল, বিল্ডিং নাম্বার ওয়ান এবং টু এর। এর মধ্য থেকে বিল্ডিং নাম্বার টু এ ভর্তি বা সিট বুকিং এর বিভিন্ন কার্যকলাপ চলে। আমরা সেখানেই ভর্তির জন্য গিয়েছিলাম। অন্য বিল্ডিং গুলো ভিতর থেকে আর ঘুরে দেখা হয়নি। ক্লাস শুরু হলে সেগুলোর ভিতরে ঘুরে দেখারও সুযোগ হবে ।


IMG_20230929_213331.jpg


ইউনিভার্সিটির একটি প্রান্তে দেখলাম, প্রাচীন ঐতিহ্যের একটি সংস্করণ রয়েছে। যেটি তরুণ মৌলিকের তৈরি। আমার মনে হচ্ছিল এটি মূলত, সাঁওতালি ভাস্কর্যের একটি নমুনা। যাইহোক দেখতে বেশ ভালই লাগছিল এটি, তাই দেরি না করে ঝটপট একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


IMG_20230929_213148.jpg


ইউনিভার্সিটি টিতে দেখলাম একটা সুন্দর ফোয়ারা রয়েছে। এটা দেখতে আসলে আমার কাছে বেশ ভালো লাগছিল। এর পাশেই রয়েছে ইউনিভার্সিটির অধ্যাপক এবং অধ্যাপিকা গণ সমূহের গাড়ি পার্কিংয়ের জায়গা। সেই জন্যই ছবিটিতে আপনারা ফোয়ারার সাথে সাথে পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িও দেখতে পাচ্ছেন।


IMG_20230929_213430.jpg


IMG_20230929_212957.jpg


IMG_20230929_212851.jpg


এখানে শুধুমাত্র, বড় বড় বিল্ডিং এর আধিক্য নয় বেশকিছু গাছ পালাও চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার মধ্যে পাতাবাহার, রঙ্গন ফুলের গাছ আর পেঁপে গাছ আমার চেনা ছিল। বাদবাকি গাছ গুলো সচরাচর দেখে থাকি , কিন্তু তার সঠিক নাম জানিনা।


ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
পোস্ট বিবরণফোটোগ্রাফি

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে মোবাইলের গ্যালারি চেক করতে গেলে অনেক ফটোগ্রাফি আমাদের সামনে আসে। আপনি অনেক সুন্দর করে আজকের পোস্টে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। ইউনিভার্সিটি থেকে এই ফটোগ্রাফিগুলো করা হয়েছে যা বুঝতেই পারছি। ভার্সিটির পরিবেশটা অনেক বেশি সুন্দর যা দেখে ভালো লেগেছে।

 11 months ago 

হ্যাঁ ভাই, মোবাইলের গ্যালারি চেক করতে গেলে আসলেই অনেক ফটোগ্রাফি চোখের সামনে ভেসে আসে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনার নতুন ভার্সিটি অনেক সুন্দর।
এখানে শুধুমাত্র বিল্ডিং নয় বরং বেশ কিছু গাছপালা রয়েছে। আর গাছপালা থাকায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছে পরিবেশটা। বেশ কিছু শৈল্পিক নিদর্শন এবং পানির ফোয়ারা ছিল দেখার মতো।
আপনার আগামীর পথচলা সুখকর হোক চমৎকার এই প্রাঙ্গনে এই কামনা করছি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সত্যিই ভাই, ভার্সিটিটি অনেক সুন্দর। আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

আপনার নতুন ইউনিভার্সিটি থেকে তোলা বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন যেখানে ইউনিভার্সিটি বিভিন্ন স্থানের ফটোগ্রাফি এবং বিল্ডিং গুলোর ফটোগ্রাফি ধারণ করেছেন তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনার পোষ্টের মধ্য দিয়ে অচেনা স্থান সম্পর্কে বেশ কিছুটা ধারণা অর্জন করতে পেরে ভালো লাগলো আমার। অনেক সুন্দরভাবে পর্যায়ক্রমে ফটোগ্রাফি গুলো সাজিয়েছেন এবং বর্ণনার সাথে তুলে ধরেছেন তাই ধন্যবাদ।

 11 months ago 

আমার পোস্ট থেকে আপনার অচেনা এই জায়গাটি সম্পর্কে বেশ কিছুটা ধারণা হলো জেনে ভালো লাগলো ভাই । ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

নতুন ভার্সিটি নিয়ে পোস্ট শেয়ার করেছিলেন সেটা দেখা হয়নি অবশ্য আজকের এই ফটোগ্রাফি পর্বের মাধ্যমে আপনার নতুন ভার্সিটির সৌন্দর্যগুলো কিছুটা উপভোগ করতে পারলাম। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো সত্যিই মন কেড়েছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমদিন ইউনিভার্সিটি তে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন।ইউনিভার্সিটি ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।ইউনিভার্সিটিতে আপনার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

হ্যাঁ ভাই ,এই ইউনিভার্সিটিতে আমার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হল । ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভকামনা রইল।

 11 months ago 

আপনার ইউনিভার্সিটির ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগল আপু। শুধু বিল্ডিং না সঙ্গে অনেক গাছপালা রয়েছে। পাশাপাশি প্রাচীন ঐতিহ্যের সংস্করণও আছে। আর বিল্ডিং গুলো অনেক বড় বড়। এবং পরিবেশ টা বেশ চমৎকার। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনার ইউনিভার্সিটির। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য করার জন্য।

 11 months ago 

দিদি আপনার নতুন ইউনিভার্সিটি থেকে তোলা এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আর আপনিও অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। বেশ চমৎকারভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি করা হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনাকে , আপনার অনেক সুন্দর প্রশংসনীয় মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনার নতুন ইউনিভার্সিটি টা খুবই সুন্দর। নতুন ইউনিভার্সিটি থেকে আপনার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে আমার কাছে। বিল্ডিং এবং সাথে সবুজ গাছপালা থাকাই অনেক সুন্দর লাগছে আপনার ইউনিভার্সিটির পরিবেশটা। ধন্যবাদ আপু আপনার নতুন ইউনিভার্সিটি থেকে তোলা কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

হ্যাঁ আপু ,ইউনিভার্সিটি টা সত্যিই খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48