|| সমুদ্র সৈকত থেকে তোলা কিছু ফোটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, সমুদ্র সৈকত থেকে তোলা কিছু ফটোগ্রাফি নিয়ে। আজ থেকে প্রায় তিন বছর আগে, তারিখটা ঠিক মনে নেই ,আমি আমার পরিবারের সাথে প্রথমবারের মতো সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম। গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম সেখানকার কিছু ফটোগ্রাফি রয়ে গেছে, যেগুলো কোথাও পোস্ট করা হয়নি। এখনো পর্যন্ত। তাই আজ আপনাদের মাঝে সেগুলো নিয়েই চলে এলাম।


InShot_20230913_183938856.jpg


সারা রাত ধরে সমুদ্রের বুকে মাছ ধরার পর সূর্য ওঠার আগেই সমুদ্র সৈকতে ফিরে আসা একজন জেলে। আমরা আসলে সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম। তখনই আসলে লোকটা আমার চোখে পড়ে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে বেশ ভাল রকম এর একটা ফটো ফ্রেম হতে পারে, তাই ফটো তুলে নিয়েছিলাম। যদিও লোকটাকে দেখে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছিল। তাছাড়াও তার হাতে ছিল কিছু মাছ যেগুলো খুব সম্ভবত বাড়ি নিয়ে যাচ্ছিল।


InShot_20230913_184126431.jpg


সমুদ্র সৈকত থেকে বেশ কিছুটা ভেতর অবস্থিত এই ম্যানগ্রোভ ফরেস্ট ভ্রমণ পিপাসু মানুষের অনেকটাই আশার খোরাক। এই জায়গাটা সাধারণত জোয়ারের সময় সমুদ্রের নোনা জলে ভরে যায় এবং ভাটা হতেই গাছগুলো আবার পুনরায় মাথা তুলে দাঁড়ায়। এই জায়গাটাতে সাধারণত সমুদ্রে চলাচল করার জন্য বিভিন্ন রকম ট্রলার এসে দাঁড়ায়। তাছাড়াও এই ম্যানগ্রোভ ফরেস্ট টা অনেক বেশি গভীর জঙ্গল হওয়ার কারণে বেশ ভয়ও লাগে ভেতরে যেতে।


InShot_20230913_184109121.jpg


সমুদ্র সৈকতে অবস্থিত এই ঘাস জাতীয় গাছ গুলো আমাকে অনেক বেশি অবাক করেছিল। এর প্রধান কারণ হলো সমুদ্রে যখন জোয়ার আসে তখন এই গাছগুলো পুরোপুরি জলের নিচে চলে যায় এবং জোয়ারের জল নেমে গেলে আবার মাথা উঁচু করে দাঁড়ায়। পুনরায় আবার যখন জোয়ার আসে তখন আবার কয়েক ফুট জলের নিচে নেমে চলে যায় গাছগুলো। এভাবেই দিনে দুইবার জলের নিচে চলে যায় আবার দুইবার ভেসে ওঠে সূর্যের আলো খাওয়ার জন্য। তবে গাছগুলো অনেক বেশি শক্ত বা মজবুত ছিল। দেখতে অনেকটাই ধান গাছের মত।


InShot_20230913_184050958.jpg


সমুদ্র সৈকতে অবস্থিত এই অদ্ভুত ধরনের জিনিসগুলো দেখে হয়তো আপনারা অনেকেই পাথর মনে করতে পারেন। তবে এগুলো হলো কাদামাটির দলা। সাধারণত সমুদ্র সৈকতে এই মাটিগুলো পড়ে থাকার কারণে এবং ঢেউয়ের কারণে এই মাটির গায়ে ঘর্ষণ লাগে এবং প্রতিনিয়ত এভাবে হতে হতে একসময় মাটি এরকম আকৃতি ধারণ করে।


InShot_20230913_184034261.jpg


সত্যি কথা বলতে এই ফটোটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিল। যখন সমুদ্রের জল ভাটায় অনেকটা নেমে গেছে তখন দেখলাম বেশ কিছু ছেলেপেলে, যাদের বয়স দশ বছরের বেশি হবে না, এরা সমুদ্রের বেশ কিছুটা গভীরে গিয়ে স্নান করছে। সাধারণত এরা স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে এরকম সাহসী হয়। যদিও সেখানে একটা নৌকা বাধা ছিল এবং ফ্রেমটা অনেক সুন্দর এসেছিল এর জন্য ফটো তুলে নিতে ভুল করিনি।


InShot_20230913_184014106.jpg


পড়ন্ত বিকেল এবং সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তে সমুদ্র সৈকত থেকে তোলা একটি ফটোগ্রাফি, যখন জেলেরা নিজ নিজ ঘরে ফিরছে নৌকা ঘাটে বেঁধে। এই সময়টাতে আসলে আমরা ঘোরাঘুরি করে বাড়ি ফিরছিলাম তারপরও হঠাৎ করে মনে হল একটা ফটো তুলি। সেজন্য তুলে নিয়েছিলাম আর কি। এই সময়টাতে আবার সমুদ্র বেশ শান্ত ছিল।


InShot_20230913_183957082.jpg


সমুদ্র সৈকতে অবস্থিত এই জায়গাগুলো অনেক বেশি ভয়ানক। হয়তো আপনারা অনেকেই বলবেন যে এত সুন্দর দৃশ্য ভয়ানক কেন বলছেন। তাদের উদ্দেশ্যে করে আসলে বলতে চাই। বড় বড় JCB এর সাহায্যে এই জায়গা থেকে মাটি তুলে নেয়া হয় সমুদ্রের পাড় বাঁধাই করার জন্য এবং এই গর্তগুলো তে যখন সমুদ্রের জল এসে ভরাট করে দেয় তখন অনেক টুরিস্ট এই গর্ত গুলো দেখতে পারে না। ফলে তাদের পা এই গর্তে চলে যায়। অনেক সময় দেখা গেছে পা ভেঙে যায় অথবা অন্য যেকোনো বড় ধরনের সমস্যা হতে পারে।


ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আহ্ সমুদ্রের কথা মনে পড়লেই মনটা ছুটে যায় সমুদ্রে।যত যাই হোক আমি বছরে একবার হলেও সমুদ্র সৈকতে যাওয়ার জন্য চেষ্টা করি।আজকে আপনি আমাদের মাঝে সমুদ্রসৈকতের বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমার কক্সবাজার সমুদ্র সৈকতের কথা মনে পড়ে গেল।ধন্যবাদ জানাচ্ছি সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে বর্ণনা সহকারে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি বছরে একবার হলেও সমুদ্র সৈকতে যাওয়ার চেষ্টা করেন জেনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

সমুদ্র সৈকতের খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ এমনিতে সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে৷ আর আজকে আপনার কাছ থেকে এগুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো৷

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনার বর্ণনার গুণে মনে হচ্ছিল আমি সাগরের পাড়ে দাঁড়িয়ে আছি।অনেক সুন্দর হয়েছে বর্ণনা।আর ফটোগ্রাফ গুলোর কথা আলাদা করে বলার কিছু নেই,বরাবরের মতই অসাধারণ হয়েছে।ঘাস আর মাটির দলা গুলো দেখে আমি সত্যিই ওগুলো কে ধান আর পাথর ভেবেছিলাম।ধন্যবাদ দিদিভাই ছবিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বর্ণনাটি আপনার ভালো লেগেছে আর ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ঘাস আর মাটির দলা গুলোকে সত্যিই দূর থেকে ধান আর পাথর বলে মনে হচ্ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

পৃথিবীর সবটুকু সৌন্দর্য হলো প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে বিমোহিত করে। আপনি আজকে প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ সমুদ্র সৈকতে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পড়ে আর এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। সমুদ্রের পাড় গুলো এত সুন্দর লাগে যা বলে বোঝাতে পারবো না। সব মিলিয়ে ফটোগ্রাফি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হ্যাঁ ভাই সমুদ্রের ফটোগ্রাফি গুলো আসলে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পড়ে আর প্রাকৃতিক দৃশ্য সবসময় অনেক সুন্দর হয় । ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আসলে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এরকম জায়গায় যদি ফ্যামিলির সবাইকে নিয়ে যাওয়া হয় তখন তো আরো বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলো দেখছি অনেক আগের। তিন বছর আগের ফটোগ্রাফি গুলো আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তোলা এতসব ফটোগ্রাফি।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

বাহ বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু আপনি আজকে আমাদের মাঝে। আপনারা সমুদ্র সৈকতে সূর্য উদয় দেখতে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো। আসলে সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি অসাধারণ ছিল আপু। আসলে আপু ওই গর্তে যদি পা চলে যায় তাহলে তো দেখছি অনেক বিপদ আছে। আপনার কাছ থেকে জেনে বেশ সাবধান হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

পোস্টটি পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ,অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48