|| মন্দির পরিদর্শনের কিছু মুহূর্ত ||

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মন্দির পরিদর্শনের কিছু মুহূর্ত নিয়ে। আমি আর আমার প্রিয় বান্ধবী ছুটির দিনে প্রায়ই এদিকে ওদিকে ঘুরতে বের হতাম। সেরকমই একদিন, বিকেল বেলায় বাড়ি থেকে বেরোনোর পর, আমরা কোথায় যাব ঠিক করে পাচ্ছিলাম না। তখন অনেক ভাবার পর দুজন মিলে ঠিক করলাম, লোকনাথ বাবার মন্দিরটা পরিদর্শন করে আসার কথা। সেই মতো চলেও গেলাম। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


InShot_20230923_174918665.jpg


প্রায় ছয় থেকে সাত মাস আগে আমি আর আমার প্রিয় বান্ধবী এখানে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে এটি খুব বেশি দূরে নয়। তাই বিকেলের দিকে বের হয়ে, সন্ধ্যা আট টার মধ্যেই আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। যেহেতু আমাদের দুজনের বাড়ি এক পাড়াতেই তাই একটু রাত হয়ে গেলেও আমাদের বাড়ি ফিরতে অসুবিধা হয় না। দুই বান্ধবী মিলে মন্দিরের ফটোগ্রাফি সাথে সাথে নিজেদের কয়েকটা ফটোগ্রাফিও করে নিয়েছিলাম। বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সেদিন দুজন মিলে।


IMG_20230923_175321.jpg


এটি আসলে বনগাঁ রামনগর রোডে অবস্থিত ১২ - পল্লীর লোকনাথ বাবার মন্দির। বনগাঁ স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব অবস্থিত এটি। আপনারাও হয়তো ভাবছেন, লোকনাথ বাবার মন্দির বলছি কিন্তু ছবিটা তো শিব ঠাকুরের। হ্যাঁ ,এই শিব মূর্তি টা গত বছরই নতুন করে তৈরি করা হয়েছে মন্দিরটির সামনে। মূর্তিটির উচ্চতা প্রায় ৩৫ ফুট। বড় শিব মূর্তি টার পিছনে যে সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটাই লোকনাথ বাবার মন্দির। এটি বহু বছরের পুরনো মন্দির।


IMG_20230923_175228.jpg


সামনের এই সাদা রংয়ের শিবমূর্তিটা অবশ্য বহু পুরনো । এটি লোকনাথ বাবার মন্দির তৈরীর সময়েই তৈরি করা হয়েছিল। মূলত আগে পুরো মন্দির টাই সাদা রঙের ছিল। এখন শুধু নতুন সংস্করণ হিসেবে বড় শিব মূর্তি টা তৈরি করা হয়েছে। আমি আসলে লোকনাথ বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। তাই মন্দিরের ভিতরের লোকনাথ বাবার মূর্তি টার ফটো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে।


IMG_20230923_174900.jpg


এটি হলো নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। গোলাপি পাঁপড়ি যুক্ত এই ফুলগুলি দেখতে বেশ ভালই লাগে। মন্দিরের ভিতরেই কিছু ফুল ফুটেছিল তার মধ্যে এটি একটি। নয়ন তারা ফুলের বহু ঔষধি গুনাগুন রয়েছে। এটি মূলত কৃমি, বহুমূত্রের মতো বহু রোগ সারাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে।


IMG_20230923_175603.jpg


এটি হলো আমাদের অতি পরিচিত সাদা ফুল। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই ফুলের গাছ একটি করে হলেও রয়েছে। তাই পথে-ঘাটে সর্বদাই আমরা এই ফুল দেখে থাকি। এই ফুল মূলত পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ফুলের ফটোগ্রাফি টিও আমি মন্দিরের ভিতর থেকেই করেছিলাম।


IMG_20230923_175519.jpg


IMG_20230923_175430.jpg


IMG_20230923_175445.jpg


এটি হলো আমাদের সকলের অতি পরিচিত সূর্যমুখী ফুল। আমরা সকলেই জানি, এই ফুল সূর্যের আলোতে ফোটে। মন্দিরের ভিতর গেটের দুপাশে প্রায় অনেকটা জায়গা জুড়েই এই সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। যা দেখতে খুবই সুন্দর লাগছিল। সূর্যমুখী ফুল কিন্তু আমাদের বহু উপকারে আসে। এই ফুলের বীজ থেকে যে তেল তৈরি হয় , তা ঘি এর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বহু উপকারে আসে সূর্যমুখীর বীজের এই তেল।


IMG_20230923_175915.jpg


ডিভাইসrealme 8i
লোকেশনবনগাঁ

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে মন্দিরে গেলে অশান্ত মনও শান্ত হয়ে যায়।দিদি মনে হচ্ছে দুই বান্ধবী মিলে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলেন। যাইহোক লোকনাথ বাবার মন্দিরে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন সেগুলো দেখতে বেশ ভাল ছিলো। আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 11 months ago 

হ্যাঁ ভাই , লোকনাথ বাবার মন্দিরে গিয়ে দুজন মিলে সত্যিই খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম ।ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনার এবং আপনার বান্ধবীর ঘোরাঘুরির কথা শুনে আমারও ঐ সময় টা মনে পড়ে গেল। যখন আমি এবং আমার বন্ধু বিকেলে নিয়মিত ঘুরতে বের হতাম। মন্দিরে সময় টা বেশ সুন্দর কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ফুলগুলো আসলেই কী সুন্দর। চমৎকার পোস্ট ছিল আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45