|| অ্যাকুরিয়াম এর বাইরে থেকে তোলা কিছু ফটোগ্রাফি ||
নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আজকে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। তবে সব সময় ফটোগ্রাফি করার টপিক খুঁজে পাই না। সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরাই রয়েছেন যারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও কিছুটা চেষ্টা করি মাত্র। আজকে অ্যাকুরিয়াম এর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
অ্যাকুরিয়াম এর ভেতর সুন্দর সুন্দর ছোট ছোট মাছগুলো দেখতে বেশ ভালো লাগে। একটা অ্যাকুরিয়াম কেনার শখ আমার অনেকদিনেরই। চাইলে শখটা অনেক আগেই পূরণ করতে পারতাম, তবে ইচ্ছে করেই পূরণ করিনি। এগুলো দেখতে যেমন ভাল লাগে , ঠিক তেমনই গুছিয়ে যত্ন করে রেখে দিতে হয় এগুলো। আমি হয়তো সেগুলো ভালো করে পারব না, তাই আর এই ইচ্ছেটা পূরণ করিনি। দূর থেকে দেখে খুশি হই। এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম বেশ কিছুদিন আগে এক জেঠুর বাড়িতে বেড়াতে গিয়ে।
সুন্দর সুন্দর মাছের বিচলন দেখতে আমার খুবই ভালো লাগছিল। তাদের বাড়িতে অবশ্যই দুটো অ্যাকুরিয়াম আছে। একটা বেশ বড় সাইজের, যেটা তাদের ঘরেই রাখা ছিল আর তার মধ্যে মাছগুলোও বেশ বড় আকৃতির ছিল। উপরের ফটোগ্রাফি দুটো সেই বড় অ্যাকুরিয়াম এর, যার ফটোগ্রাফি আমি তাদের ঘরের মধ্য থেকেই করেছিলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে তারা এই অ্যাকুরিয়াম। আসলে যে কোনো জিনিসই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রাখলে তা দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
রঙিন এই মাছগুলোর নাম আমার একটারও জানা নেই। তবে সবকটা মাছ খুব সুন্দর লাগছিল দেখতে, তার গায়ের বিভিন্ন রঙের জন্য। মোবাইলের ক্যামেরা সামনে নিয়ে যেতেই মনে হচ্ছিল যেন, মাছগুলো বেশ স্টাইল দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে ফটো তোলার জন্য। আবার হতেও পারে তারা খুব রাগ করছিল ফটো তুলছিলাম বলে, সেটা অবশ্য তাদের মনের কথা, তাই তারাই জানে।
নীচে এসে দেখলাম সিঁড়িতেও আর একটা অ্যাকুরিয়াম রয়েছে । কিন্তু সেটা উপরের অ্যাকুরিয়ামটির তুলনায় ছোট সাইজের। আর এর ভিতরের মাছ গুলোও বেশ ছোট আকৃতির। উপরের টির তুলনায় এর সাজ সজ্জা ও একটু কম লাগছিল। মাছগুলো বেশ শান্ত স্বভাবের ছিল, দেখে মনে হচ্ছিল। ছোট ছোট বিভিন্ন রঙের এই মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এর মধ্যে মোট চারটি মাছ ছিল।
ওদের কাছ থেকে শুনে জানতে পারলাম, প্রতি সপ্তাহেই তারা এটাকে একবার করে পরিষ্কার করে। আর এর ভেতরের জল ও প্রতি সপ্তাহে একবার করে পাল্টে দেয়। এইজন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিল অ্যাকুরিয়াম এর ভিতরটা। এর পিছনে অনেকটাই সময় দিতে হয়, এই কারণেই আমার আর অ্যাকুরিয়াম কেনার শখটা পূরণ হয়নি।
পোস্ট বিবরণ | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m6 pro |
ফটোগ্রাফার | @pujaghosh |
মাছের অ্যাকুরিয়ামের মধ্যে মাছের চলাচল করার দৃশ্য গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মাছের অ্যাকুরিয়ামের বাইরে থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আমার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
একুরিয়াম আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আপনার একুরিয়ামের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। কালারফুল মাছগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলা ক্যাপচার করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
অ্যাকুরিয়াম আপনার ভীষণ পছন্দের জেনে ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
https://x.com/GhoshPuja2002/status/1809642191519965195?t=sMJOdyyEFdB7PTSopTsovQ&s=19