|| গল্প লিখন : টিপুর বন্ধু ( তৃতীয় অর্থাৎ শেষ পর্ব ) ||

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,"টিপুর বন্ধু "গল্পটির তৃতীয় বা শেষ পর্ব নিয়ে। গত দুই সপ্তাহে এই গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আর আজ বেশি কথা না বাড়িয়ে তৃতীয় বা শেষ পর্বে চলে যাওয়া যাক।


nightmare-1699071_1280.jpg

সোর্স


ঘরের ভিতরে প্রবেশ করতে টিপুর একটু ভয় করছিল। কিন্তু এই ঘন জঙ্গলে ঘুটঘুটে অন্ধকারে এই পথ ছাড়া তার সামনে আর কিছু খোলা নেই। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। ঘরের ভেতর প্রবেশ করার জন্য, টিপু তার নতুন বন্ধুকে বলল, "অন্ধকারে কিছুই ভালো বুঝতে পারছি না। আমার হাতটা ধরে ঘরে নিয়ে যাবে?"শুনেই সাথে সাথে মেয়েটি বলল " না ,হাত ধরতে পারবো না "। টিপু প্রথমে বোঝেনি কি কারনে মেয়েটি এরকম বলল। তারপর মেয়েটির পেছন পেছন তাদের ঘরে ঢুকে গেল। গিয়ে দেখল একজন মধ্যবয়সী পুরুষ ও মহিলা খাটের উপর বসে আছে। মেয়েটির কাছে টিপু জানতে চাইলো, এটা তার বাবা-মা কিনা ! মেয়েটি উত্তর দিল ,"হ্যাঁ"।


কিন্তু গোটা পরিবেশটা টিপুর কাছে বেশ অদ্ভুত লাগছিল, সে মেয়েটিকে বলল,"সকাল হলেই যেন তার বাবা-মা এই বাগান পার করে তাকে তার বাড়িতে দিয়ে আসে"। একথা শুনে মেয়েটি আর তার বাবা-মা তিনজনেই খুব হাসতে শুরু করল। কিন্তু এর কারণ টিপু বুঝতে পারল না। সে আরও বেশি ভয় পেয়ে গেল। যদিও প্রথম থেকেই সে অনেক বেশি ভয় পেয়ে আছে, তবু তার ভয়ের পরিমাণটা যেন বেড়ে গেল। টিপু কারণ জানতে চাইলে এই হাসির, উত্তরে মেয়েটি বলল"চুপি চুপি বলব, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি"। এই বলে মেয়েটি ঘরের দরজাটা বন্ধ করে দিল, সাথে সাথে টিপুর বুকের ভিতর ছ্যাত করে উঠলো । কিন্তু সে তো নিরুপায়।


দরজা বন্ধ করে আসার পরে, মেয়েটি বলল"তার হাতে একবার হাত দিতে , মেয়েটির হাতে হাত দেওয়ার সাথে সাথে টিপুর আর কিছু বুঝতে বাকি রইল না। প্রথমে ঘরে ঢোকার আগে মেয়েটি তার হাত ধরতে না দেওয়ার কারণ আর বাড়ি ফিরিয়ে দিয়ে আসার কথা শুনে তাদের অট্টহাসির কারণ টিপু অনায়াসেই বুঝে ফেলল। বাবা মায়ের কথা ভেবে টিপুর চোখ দিয়ে অঝোরে জল পড়তে লাগলো, আর নিজের মনে বলতে থাকলো, রাগ করে বাড়ি ছেড়ে চলে আসাটা তার ঠিক হয়নি। এদিকে টিপুর বাবা-মা ছেলের জন্য কান্না করছে আর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে।


কিছুক্ষণের মধ্যেই টিপুর নতুন বন্ধু আর তার মা বাবা যারা কিনা মানুষরূপী আত্মা কয়েক সেকেন্ডের মধ্যেই টিপুকে দম বন্ধ করে মেরে ফেলে দিল। প্রায় এক ঘণ্টা পর, টিপুর বাবা-মা যখন লম্ফ নিয়ে খুঁজতে খুঁজতে সেই ঘরের কাছে এসে পৌঁছালো, তখন দেখল দরজা খোলা সেই ঘরের মধ্যে থেকে তাদের ছোট্ট ছেলেটির মৃতদেহ পড়ে আছে। দৌঁড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো টিপুর বাবা-মা। আর নিজেদেরকে দোষারোপ করতে থাকলো। হয়তো তারা এভাবে না মারলে বা না বকলে টিপু আজ এরকম জায়গায় আসতো না । আর তার প্রাণটাও এভাবে চলে যেত না।


সমাপ্ত


পোস্ট বিবরণগল্প লিখন

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44