পেন্সিল শেডিং এর সাহায্যে একটি দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সিম্পল আর্ট পোস্ট নিয়ে। অনেকদিন হলো কোনো ছবি আঁকা হয় না, তাই একটু আগে হঠাৎ করেই মনে হলো ,পেন্সিল শেডিং করে একটি সহজ আর্ট করে ফেলি। আর সঙ্গে সঙ্গে পেন্সিল আর খাতা নিয়ে বসেও পড়লাম। আর এঁকেও ফেললাম। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20230614_214257.jpg


প্রয়োজনীয় উপকরণ
পেন্সিল
রবার
স্কেল
কম্পাস
সাদা কাগজ

প্রস্তুত প্রণালী:


IMG20230614211856.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি- পেন্সিল ,রবার, কম্পাস, স্কেল আর সাদা কাগজ।

IMG20230614212011.jpg


কম্পাসের সাহায্যে সাদা কাগজটির মধ্যে একটি বৃত্ত এঁকে নিলাম।


IMG20230614212220.jpg


বৃত্তটির ভেতর স্কেল দিয়ে রেলিং এঁকে নিলাম।


IMG20230614212326.jpg


এবার কম্পাসের সাহায্যে চাঁদ এঁকে নিলাম।


IMG_20230614_213648.jpg


রেলিং টির উপরে , ছোট্ট একটি টবের ভিতর, একটি গাছ এঁকে নিলাম।


IMG_20230614_213658.jpg


এর পাশে কয়েকটি ছোট্ট পাখি এঁকে নিলাম।


IMG_20230614_213711.jpg


এবার পেন্সিলের সাহায্যে রেলিং টিতে, শেড দিয়ে দিলাম ।


IMG20230614213027.jpg


এবার পেন্সিল দিয়ে, চাঁদের পাশে একটু শেড করে দিলাম।


IMG20230614213223.jpg


এরপর টবের ভিতরে রাখা গাছটিতেও পেন্সিল এর শেড দিয়ে দিলাম।


IMG20230614213248.jpg


এরপর ছবিটির নীচে সিগনেচার করে নিলাম, আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের আঁকা ছবি।

IMG_20230614_214257.jpg


IMG20230614213814.jpg


পোস্ট বিবরণআর্ট
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবারাসাত

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন । দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

পেন্সিল আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে। কারণ পেন্সিলের ফিনিশিং গুলো অনেক ধৈর্য সহকারে দিতে হয়। এমনি দেখলেই মনে হয় যে এই আর্টগুলো করা খুব সহজ। কিন্তু করতে গেলে বোঝা যায়। আপনার আজকের পেন্সিল আর্টটি সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে। ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু।

 last year 

তা ঠিক বলেছেন আপু ,যে কোন জিনিসই দেখতে খুব সহজ মনে হলেও ,করা কিন্তু বেশ কঠিন। আমার আর্ট টি, আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 

পেন্সিল দিয়ে অপরূপ সৌন্দর্যময় চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অঙ্কন দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04