|| স্বরচিত কবিতা : স্বপ্ন পূরণ ||
নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি , স্বরচিত একটি কবিতা নিয়ে। মাঝে মধ্যে কবিতা লেখার একটু - আধটু চেষ্টা করি আর কি! আপনাদের সকলের উৎসাহ পেয়েই এই চেষ্টা আরও বেড়ে চলেছে দিনের পর দিন। কবিতা লিখতে গেলে আসলে বেশ খানিকটা ধৈর্য্যের প্রয়োজন হয় , আর তার সাথে শান্ত পরিবেশের। কবিতা আবৃত্তি করতে তো ছোটবেলা থেকেই আমি ভীষণ ভালবাসি, তার সাথে সাথে এখন কবিতা লেখার উদ্যমও তৈরি হয়েছে একটু একটু।তাহলে আর দেরি না করে চলুন কবিতায় ফিরে আসি।
❤️স্বপ পূরণ❤️
চিন্তা করো না মা,
চাকরি আমি একদিন পাবই।
তোমার সব ইচ্ছে সেদিন
পূরণ করবো আমিই।
ওই যে সেই শাড়িটা
কিনে দিতে পারিনি... সেদিন তোমায়,
প্রথম মাসের মাইনে পেয়েই ,
দেবো ওটা তোমায়।
হাতের বালা , ওটারও তো
শখ আছে তোমার।
দ্বিতীয় মাসের মাইনে পেয়েই,
গড়ে দেবো তোমায়।
বাবার জন্য নতুন জামা ,
কিনে দেবো বেশ কটা।
পুরোনো ওই চশমার ফ্রেমটাও ,
পাল্টে দেবো আমি।
দাদাকে একটা সুন্দর ঘড়ি কিনে দেবো,
ওর তো খুব ঘড়ির শখ।
জন্মদিনের দিনের কেকটা সেই বার,
সবচেয়ে বড়ো দেবো।
আর ওর তো খুব পারফিউমের শখ,
সবচেয়ে ভালো পারফিউম টাই
ওকে কিনে দেবো, পছন্দ মতো
একটা টি-শার্ট সেটাও দেবো আমি।
কিন্তু সেটা পূরণ হবে,
একটা ভালো চাকরি পেলেই।
মধ্যবিত্তের স্বপ্ন গুলো,
চাপা থাকে চাকরির আড়ালে।
তোমাদের এই স্বপ্ন গুলো
পূরণ করবো আমি,
চাকরি আমায় পেতেই হবে,
শুধু এইটুকুই জানি।
কবিতার মূলভাব
এই কবিতার মধ্যে দিয়ে আমি বড় স্বপ্ন আর দৃঢ় আত্মবিশ্বাসকে তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত পরিবারের এই বেকার ছেলে মেয়েদের অনেক স্বপ্ন লুকিয়ে থাকে একটা চাকরির মধ্যে। এই চাকরিটা পেলে হয়তো তার নিজের স্বপ্নগুলোর সাথে সাথে তার কাছের মানুষদের স্বপ্নগুলোও সে পূরণ করতে পারবে। মা ,বাবা, ভাই, বোন সবাইকে নিয়েই অনেক স্বপ্ন থাকে মনের মধ্যে লুকানো, কিন্তু তাদের সব আবদার বা খুশি করার সরঞ্জাম হয়তো সবসময় জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু এই সমস্ত পরিবারের জন্য বা এই সমস্ত বেকার ছেলেমেয়েদের জন্য একটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে তাদের সাথে সাথে তাদের পরিবারের জীবনটাকেও বদলে দিতে পারে তা শুধু তারাই জানে। তাই অক্লান্ত পরিশ্রম করে হলেও মধ্যবিত্ত পরিবারের এই ছেলেমেয়েদের চাকরি একটা পেতেই হবে। সেদিন তাদের সব স্বপ্ন , সব ইচ্ছে পূরণ হবে।
খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনার কবিতা গুলো সত্যি বেশ অসাধারণ হয়ে থাকে। প্রত্যেক মানুষের হৃদয়ে অনেক স্বপ্ন থাকে। স্বপ্ন গুলো পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যায়। আপনার হৃদয়ের স্বপ্ন গুলো কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার ছন্দ গুলো অত্যন্ত অসাধারণ হয়েছে।
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার অনেক সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
বাহ্ চমৎকার একটি কবিতা আপনি লিখেছেন আপু।স্বপ্ন পূরণ নিয়ে মনের অনুভূতি গুলো কবিতায় প্রকাশ করেছেন যেটা অনেক ভালো লেগেছে আপু।অর্থ বহুল ছিল কবিতাটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার কবিতার মধ্যে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের স্বপ্ন পূরণের কথা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।
প্রতিটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় জীবন তখনই সার্থক। আপনার যে স্বপ্ন আছে আপনার পরিবারকে নিয়ে সেই স্বপ্নগুলো পূরণ হোক সেটাই প্রত্যাশা করি। সেই অনুভূতিটি কবিতার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরলেন ভালো লাগলো।
সত্যিই আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাই । অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
প্রতিটা মধ্যবিত্ত মানুষের শখ থাকে একটা চাকরি পেয়ে তার পরিবারের সদস্যদের মনের আশা গুলো পূরণ করবে আর সেই অনুভূতিটাই যেন আপনি আজকের কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। যেমনটা সুন্দর লিখেছেন তেমনটা গুছিয়ে উপস্থাপন করেছেন বেশ ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাই, মধ্যবিত্ত পরিবারের মানুষের অনেক শখ থাকে একটা চাকরি পেয়ে মনের আশা গুলো পূরণ করার। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
মানুষের জীবনে স্বপ্ন একদমই মূল্যবান একটি জিনিস৷ আর আজকে আপনি স্বপ্ন নিয়ে এরকম একটি সুন্দর কবিতা তৈরি করে ফেলেছেন৷ এই কবিতার মাধ্যমে আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি কবিতা তুলে ধরার জন্য৷ এই কবিতার যে লাইনগুলো আমার ভালো লেগেছে সেই লাইনগুলো হল :
ধন্যবাদ আপনাকে ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কবিতা পড়ে বুঝতে পারছি আপনার লেখাপড়া শেষ। এখন চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আর ঠিক এই সময় যে অবস্থা,এই অবস্থার উপর ভিত্তি করে আপনি এই কবিতাটি লিখেছেন। আর আপনার এই স্বপ্নের মধ্যে হয়েছে মা। আপু আপনি যখন কবিতা বলেন তখন আমার শুনতে অনেক ভালো লাগে। কারণ আপনার কবিতা বলার ধরন খুবই চমৎকার। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমার কবিতা বলার ধরন আপনার খুবই পছন্দ, জেনে আমিও খুব খুশি হলাম ভাই । কবিতাটি আপনার পছন্দ হয়েছে জেনে আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।