|| রেসিপি: মাসালা চিকেন ||

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চিকেনের একটি রেসিপি নিয়ে। যার নাম হল "মাসালা চিকেন"। সব সময় একই ধরনের চিকেনের রেসিপি খেতে ভালো লাগে না, তাই আজ একটু নতুনত্ব চেষ্টা করলাম। চিকেনের এই রেসিপিটি আমি প্রথমবারের মতো তৈরি করলাম, সেই জন্য একটু কম করে মাংস নিয়েই ট্রাই করেছিলাম। কারণ কেমন খেতে হবে , না হবে এই নিয়ে মনে মনে বেশ সন্দেহ ছিল। কিন্তু এই রেসিপিটি যে খেতে এত বেশি টেস্টি হবে ,সেটা তো আমি না করলে কখনোই বুঝতেই পারতাম না। খেতে যখন এত বেশি সুস্বাদু লাগছিল রেসিপিটি, তখন মনে হচ্ছিল পুরো মাংসটা এইভাবে রান্না করলেই ভালো হতো। আপনারাও বাড়িতে এইভাবে একদিন চিকেন রান্না করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে খেতে।


InShot_20230816_213916798.jpg


InShot_20230816_213940824.jpg


InShot_20230816_213851726.jpg


এটি হলো আমার আজকের তৈরি রেসিপি"মাসালা চিকেন"।


প্রয়োজনীয় উপকরণ:


প্রয়োজনীয় উপকরণপরিমাণ
চিকেন৫০০ গ্রাম
পেয়াঁজ১ টি
রসুন৭-৮ কোয়া
আদাএক টুকরো
কাঁচা লঙ্কা৪ টি
টমেটো২টি
ধনে পাতাসামান্য
গোটা জিরেসামান্য
জিরে গুঁড়োহাফ চামচ
ধনে গুঁড়ো১ চামচ
লবণপরিমাণ মতো
হলুদ১চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো১চামচ
গরম মশলা গুঁড়োহাফ চামচ
সর্ষের তেলপরিমাণ মতো

রন্ধন প্রণালী:


InShot_20230816_213727208.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি একত্রে - চিকেন, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লবণ, হলুদ, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো।


IMG20230810120405.jpg


প্রথমে একটি খালি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।


IMG20230810120518.jpg


তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে।


IMG20230810120627.jpg


এরপর তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন । তারপর সেটাকে বেশ কিছুক্ষন ধরে কড়াইতে নাড়াচাড়া করে নিলাম।


IMG_20230816_212210.jpg


এরপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম।


IMG_20230816_212221.jpg


ঢাকনা খুলে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর এটাকে বেশ কিছুক্ষন ধরে নাড়াচাড়া করে নিলাম।


IMG20230810121344.jpg


এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।


IMG20230810121719.jpg


IMG20230810121859.jpg


এরপর এতে দিয়ে দিলাম একসাথে বেঁটে রাখা রসুন ,আদা আর কাঁচা লঙ্কা। সেটাকে বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নিলাম।


IMG20230810122230.jpg


তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। এরপর এটাকে ১০ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম।


IMG20230810123642.jpg


দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মাংস আর টমেটো থেকে জল বের হয়েছে।


IMG20230810123754.jpg


এরপর এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো।


IMG20230810123826.jpg


তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম।


IMG20230810124848.jpg


ঢাকনা খুলে দিয়ে দিলাম ধোনে গুঁড়ো।


IMG20230810124910.jpg

তারপর দিলাম জিরে গুঁড়ো।


IMG20230810125055.jpg


এরপর দিলাম গরম মসলা গুঁড়ো । তারপর এটাকে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম।


IMG20230810125231.jpg


ঢাকনা খুলে দেখলাম মাংস রান্না প্রায় রেডি।


IMG_20230816_212436.jpg


এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সেটাকে কড়াইতে দুই মিনিট মত নাড়াচাড়া করলাম।


IMG20230810125558.jpg


আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের মাসালা চিকেন রেসিপি।


InShot_20230816_213916798.jpg


InShot_20230816_213940824.jpg


InShot_20230816_213851726.jpg


এরপর একটি বাটিতে ঢেলে রেসিপিটি পরিবেশন করে নিলাম।


পোস্ট বিবরণরেসিপি
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Sort:  
 last year 

মাসালা চিকেন রেসিপিটি অনেক ভালো লাগলো আপু। রেসিপিটি দেখে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি দেখে একদম রেস্টুরেন্ট এর মত লাগছে। আসলে চিকেন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি মাসালা চিকেন রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 last year 

রান্নার প্রতিটা ধাপ দেখলাম তবে আমাদের দেশে স্বাভাবিক যে চিকেন রেসিপি গুলো তৈরি হয় তার থেকে পুরোটা ভিন্ন। মাসালা চিকেন রেসিপি টা বেশী লোভনীয় লাগছে তাছাড়া একটা ইউনিক আইডিয়া নিয়ে তৈরি করেছেন। যেহেতু প্রথম এ রেসিপিটা তৈরি করছেন তাই অল্প মাংস দিয়ে ট্রাই করেছেন এই আইডিয়াটা বেশ ভালো লেগেছে।

 last year 

আপনার কাছে আমার তৈরি রেসিপিটি ভালো এবং ইউনিক লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 last year 

মাসালা চিকেন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু খাবার। আসলে আপু মাসালা চিকেন আমি আগে কখনো দেখিনি বা খায়নি।তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম। একদিন অবশ্যই তৈরি করব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অবশ্যই আপু, বাড়িতে একদিন ট্রাই করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো খেতে। ভালো লাগলে, আমি অনেক খুশি হব শুনে।

 last year 

বুঝতে পারছি না খুব সকালে উঠে এমন একটি রেসিপি চোখে পড়ে গেল যার ফটোগ্রাফি দেখেই লোভ সামলাতে পারছি না।
এত ভালো করে ফটোগ্রাফি আর এত ভালো রেসিপি সত্যি নিজেকে আটকানো মুশকিল।
রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন খেতে খুব মজা হবে এটা আর বলতে হবে না।

 last year 

আমার তৈরি রেসিপিটি আর রেসিপির ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম আমিও। ধন্যবাদ আপনাকে।

 last year 

মাসালা চিকেন রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি আপনি তৈরি করেছেন। এই সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার তৈরি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ।

 last year 

ভুল হয়ে গেল তো আপু ভালো হবে কিনা সেই ভয় অল্প রান্না করে। বেশি করে রান্না করলে তো খেতে পারতেন এত টেস্টি একটি রেসিপি। আসলে ঠিকই বলেছেন চিকেন প্রতিদিন এক রকম খেতে ভালো লাগে না। মাঝেমধ্যে একটু ভিন্ন রকম ভাবে রান্না করলে খেতে ভালই লাগে। আপনার রেসিপিটা আজকে একেবারে ভিন্ন লেগেছে আমার কাছে। মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। একদিন ট্রাই করতে হবে।

 last year 

হ্যাঁ আপু, পুরোটা রান্না করলেই বেশ ভালো হতো। তখন তো বুঝতে পারিনি যে খেতে অনেক সুস্বাদু লাগবে রেসিপিটি।আপনি রেসিপিটি ট্রাই করলে আমিও খুব খুশি হব । ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু যদিও আপনি এটি প্রথম তৈরি করেছেন কিন্তুু আপনার তৈরি রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে আপনি একজন পাকা রাধুনী। আপনার রেসিপিটা কিন্তুু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখাচ্ছে। একটা বিষয় অনেক বুদ্ধিমানের কাজ করেছেন যেহেতু এটা প্রথম ট্রাই করছেন এর জন্য আপনি অল্প কিছু মাংস নিয়ে এটি তৈরি করেছেন। আমার মনে হয় আপনি এতে সফল। মাসালা চিকেন তৈরি নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছে। এটি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই , এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ,সেই জন্য আমার প্রচেষ্টাটা সত্যিই সফল হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য।

 last year 

আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এটি আপনি প্রথমবার তৈরি করেছেন, কারণ দেখতেই অনেক বেশি মজাদার মনে হচ্ছে। আসলে প্রথমবার কোন কিছু তৈরি করলে এটা ভেবে ভয় হয় যে খেতে ভালো হবে নাকি ভালো হবে না। তেমনি আপনার ক্ষেত্রেও হয়েছিল তাই তো চিকেন একটু কম করে নিয়েছিলেন। কিন্তু দেখা গেল রেসিপিটা অনেক বেশি মজাদার হয়েছিল এবং খুবই মজা করে খেয়েছিলেন আপনি। লোভনীয় রেসিপি টা দেখে জিভে জল চলে এসেছে দিদি।

 last year 

হ্যাঁ আপু ,রেসিপিটি আমি প্রথমবারের মতোই তৈরি করেছিলাম, তাই মাংসটা একটু কম করে নিয়েছিলাম। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ।

 last year 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। চিকেন মাসালা এভাবে তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

রেসিপিটি খেতে সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল আপু ।আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42