রথের মেলার কয়েকটি ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি , রথের মেলার কয়েকটি দৃশ্য নিয়ে। আমরা সকলেই জানি গত মঙ্গলবার দিন রথ ছিল। এই রথ উপলক্ষে বিভিন্ন জায়গায় বড় বড় মেলার আয়োজন করা হয়। সেই রকমই কাছাকাছি বারাসাতের একটি মেলাতে রথের দিন ঘুরতে গিয়ে, কয়েকটি ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম ।সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।

IMG20230620194310.jpg


IMG20230620194312.jpg


মেলার মধ্যে যতগুলো দোকানপাট বসেছিল, তার মধ্যে থেকে এটি ছিল আমার সবচেয়ে প্রিয়। এগুলো দেখেই অনেক খুশি হয়ে যাই আমি। ছোটবেলা থেকেই খুব প্রিয় ,এই পুতুল আমার। পুতুল কেনার জন্য প্রায়ই বাইনা জুড়তাম, তখনই মা বলতো, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে একটা সুন্দর পুতুল কিনে দেবে ।আর সেই লোভে লোভে আমিও ভালো করে পড়াশুনা করতাম। আর প্রতিবছর একটি করে সুন্দর পুতুল কিনে নিতাম । এই পুতুলগুলো দেখে সেই কথাটাই মনে পড়ে গেল।

IMG20230620193554.jpg


আমি এর আগে কখনো রথের মেলায় যাইনি ,রাস্তা থেকেই রথের দড়ি টেনে নিতাম। এই প্রথমবার রথের মেলায় গিয়েছিলাম ,বিশেষত কয়েকটি ফটোগ্রাফি করার জন্যই। কিন্তু গিয়ে খুবই অবাক হয়েছিলাম, এতটাই ভিড় ছিল যে, ঢুকতেই পারছিলাম না। কোনো রকমে খুব কষ্ট করে মেলার মধ্যে গিয়ে কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েই ,বেরিয়ে গেছিলাম। এত ভিড়ের মধ্যে আমি মেলা উপভোগ করার থেকে কষ্টই বেশি পেয়েছি।

IMG20230620194347.jpg


IMG20230620194159.jpg


IMG20230620194152.jpg


এটা হল প্রতিটা মেয়ের আকর্ষণের জায়গা। সুন্দর সুন্দর হার, কানের দুল ,হাতের চুড়ি, কে না পছন্দ করে ! তবে এখানে যে কালেকশনগুলো ছিল বেশিরভাগই একটু পুরনো মনে হচ্ছিল ,তাই খুব একটা আকর্ষণ দেখায় নি এগুলোর প্রতি। তবে কিছু কিছু ডিজাইন বেশ ভালো ছিল।

IMG20230620194012.jpg


IMG20230620193942.jpg


IMG20230620193913.jpg


বেশ কয়েকটি সংসারের টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাচ্চাদের খেলনার দোকানপাটও বসেছিল। চিনামাটির তৈরি কাপ প্লেটগুলো ,আমার কাছে দেখতে বেশ ভালই লাগছিল। কাপ প্লেটের দোকান গুলোতে বেশ অনেক রকম কালেকশন ছিল, যা দেখতে বেশ ভালো লাগছিল।

IMG20230620193750.jpg

IMG20230620193757.jpg

খাবারের দোকানগুলি দেখে খেতে ইচ্ছে করছিল ঠিকই, কিন্তু এত প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর গরম ছিল। যে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে খাবার কিনে খেতে ইচ্ছে করছিল না। শুধুমাত্র কয়েকটি ফটোগ্রাফির জন্যই মেলার ভিতরে ঢুকেছিলাম, আর সেগুলো করে নিয়েই ,তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম।

পোস্ট বিবরণফোটোগ্রাফি
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তীতে, আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

জীবনের প্রথম রথের মেলায় গিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিদি। আমার বাংলা ব্লগে কাজ করছেন তাই হয়তো যাওয়ার প্রতি একটু উৎসাহ জন্মেছিল। মনে হচ্ছে তো মেলায় বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 last year 

না ভাই মেলায় গিয়ে খুব একটা ঘোরাঘুরি করতে পারিনি ,কারণ প্রচন্ড ভিড় ছিল সেখানে। আপনার শুভেচ্ছা বার্তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রথ উপলক্ষে মেলা দেখছি অনেক সুন্দর ভাবে বসেছে। আপনি মূলত মেলায় গিয়েছিলেন কিছু ফটোগ্রাফি করার জন্য। আর ফটোগ্রাফি করে চলে এসেছিলেন। প্রত্যেকটা দোকানের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে খুব সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। খাবারের দোকান গুলো দেখে আপনার খেতে ইচ্ছে করছিল কিন্তু গরম এবং ভিড়ের কারণে আর খাওয়া হয়নি। ফটোগ্রাফি করে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়েছিলেন। ফটোগ্রাফি গুলো দেখেই মেলায় যেতে ইচ্ছে করতেছে। খুব ভালো ছিল আপনার করা মেলার ফটোগ্রাফি।

 last year 

তাহলে চলে আসুন আপু, রথের মেলা এখনও চলছে। দু'জন মিলে চলে যাব । রথের মেলা থেকে তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে।

 last year 

মেলায় খাবারের দোকানগুলোর দিকে আমার আগে চোখ যায়। কারণ মেলাগুলোতে আমরা বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দেখতে পাই। আপনি রথ মেলায় গিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনি জীবনে প্রথম রথ মেলায় গিয়েছেন জেনে ভালো লাগলো। আমাদের বাসার খুব কাছে অনেক বড় রথ মেলা হয় প্রতিবছর। এবং প্রায় প্রত্যেকবারই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। এবারও যাওয়ার ইচ্ছে আছে। আপনার পোষ্টের মাধ্যমে মেলার কিছু ফটোগ্রাফি দেখে ভালো লাগলো দিদি।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাদের বাড়ির কাছে খুব বড় রথের মেলা হয় জেনে ভালো লাগলো। আসলেই অনেক ধরনের খাবারের আইটেম হয়, যেগুলো দেখে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

রথের মেলার বেশ কয়েকটা ফটোগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন দিদি, যা দেখে খুব ভালো লাগলো। মেলায় যতগুলো দোকানপাট বসেছিল সেগুলোর মধ্যে ট্রেডি বিয়ারের দোকানটা আপনার একটু বেশি পছন্দের হয়েছিল বুঝতে পারলাম। ট্রেডি বিয়ার গুলো দেখে আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি মেলায় গিয়েছিলেন কিছু ফটোগ্রাফি করার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো অনেক বেশি পছন্দ হয়েছে আমার। উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন দেখে ভালো লাগলো।

 last year 

আমারও টেডি বিয়ার গুলো দেখেই সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

রথের মেলায় গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, সুন্দর মুহূর্ত অতিবাহিতের পাশাপাশি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। যেদিন এই রথের মেলা ছিল সেদিন একটু শহরে গিয়েছিলাম দেখেছিলাম প্রচন্ড রকমের ভিড় প্রথমে আমি বুঝতে পারিনি কেন এত ভিড় করে অবশ্য বুঝতে পারলাম রথের মেলা। আপনার এই সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ, চমৎকারভাবে বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই ,রথের মেলা তো অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আসলেই তাই, মেলায় এত পরিমাণে ভিড় ছিল যে আমিও মনে হয় দশ মিনিটের ভিতর মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম, এত পরিমাণে অসহ্য গরম লাগছিল। তুমি তো তাও পুতুল পাওয়ার লোভে পড়াশোনা করতে, আমি তো তাও করতাম না। হা হা হা...

 last year 

হ্যাঁ দাদা অনেক ভিড় ছিল মেলাতে রথের দিন, আর অনেক গরমও ছিল। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62311.03
ETH 2443.26
USDT 1.00
SBD 2.69