"একদিন সব ঠিক হয়ে যাবে " (পর্ব - ০১)
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ।আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
সময়ের সাথে সাথে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, হয়ে যাবে আবার সব আগের মত। ফিরে আসবে জীবনের সমস্ত সুখ ,দুঃখ যাবে দূরে চলে ,এই আশ্বাস নিয়েই দিব্যি বেঁচে আছে শ্রী। না না, একটু ভুল বলে ফেললাম, বেঁচে আছে ঠিকই কিন্তু সেটা তার দায়িত্ব আর কর্তব্যের জন্য।
সুজয়ের সাথে সন্দীপ এর কথোপকথনের সময় সন্দীপের এই কথা শুনে সুজয়ের মনে কৌতুহল জাগলো, কে এই শ্রী? কেন সন্দীপ তার কাছে এই কথা বলছে! মনের মধ্যে প্রশ্ন আসার সাথে সাথেই সুজয় জিজ্ঞেস করে বসলো ,"কে এই শ্রী"?
সন্দীপ বলল, "বলতে পারিস, আমার প্রেমিকা অথবা আমার প্রিয় বন্ধু, না না আমার নিজের মানুষ কিংবা আমার কাছের মানুষ"।
এ কথা শুনে সুজয় আবার প্রশ্ন করে বসলো, কী রে আজ হঠাৎ ,তার কথা কেন আমায় বলছিস ! কিছু হয়েছে নাকি?
সন্দীপ বলল, "তুই একটু আগে জানতে চাইলি না, এত সমস্যা নিয়েও কি বেঁচে থাকা যায়? বললি, তোর মনে হচ্ছে তুই ডিপ্রেশনে চলে যাচ্ছিস । এইজন্যই তোকে শ্রী এর গল্পটা একটু বলতে চাইলাম"। ওর গল্পটা শোনার পরে, হয়তো তুই একটু হলেও বেঁচে থাকার আশ্বাস পাবি।
এ কথা শুনে সুজয় বললো," বল তাহলে শ্রী এর গল্প ,আমিও চাই একটু বেঁচে থাকার আশ্বাস পেতে"।
সাথে সাথে সন্দীপ বলল," আসলে শুধু তুই আর আমি না,এখনকার যুগের বহু ছেলে মেয়েরাই ,একই রকম মানসিক অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। প্রায় অধিকাংশ ছেলে মেয়েরাই হয়তো ভাবছে, আমি সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি ,এই পৃথিবীতে আমার থেকে দুঃখী হয়তো কেউ নেই"। কিন্তু পরিমাপ করতে পারলে হয়তো দেখা যেত, যে এই কথা বলছে তার থেকে হাজার হাজার মানুষ, আরো বেশি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।"
.
.
.
কিছুক্ষণ থেমে সন্দীপ আবার বলতে শুরু করলো........
একসময় আমিও তোর মত এমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমারও মনে হতো, এই সব কিছু ছেড়ে দূরে কোথাও, একা একা গিয়ে থাকি। যেখানে কেউ থাকবে না, কেউ থাকবে না বলতে চেনা মানুষগুলো কেউ থাকবে না।
একটি দীর্ঘশ্বাস ফেলে, সন্দীপ আবার বলল.....
বড় আঘাত করে রে,,,,, মনের মধ্যে কিছু কিছু মানুষ। তাদেরকে প্রতিনিয়ত চোখের সামনে দেখা, অনেক যন্ত্রনার। মনে হয় যেন, প্রতিনিয়ত চোখের সামনে এসব দেখে যন্ত্রণা পাওয়ার থেকে মৃত্যু যন্ত্রণা অনেক ভালো ছিল। কিন্তু, এসব শুধু আমি আর তুই ভাবছি না রে,,, হাজার হাজার মানুষ এই একই কথা ভাবছে ,এগুলো ভেবেই নিজেকে মাঝে মধ্যে সান্ত্বনা দিতাম। এভাবেই দুই বছর পার হয়ে গেল ।তারপর আমার জীবনে আসলো আমার শক্তি, বিশ্বাস আর ভালোবাসা, আমার শ্রী।
(চলবে).........
পোস্ট বিবরণ | স্টোরি রাইটিং |
---|
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
"একদিন সব ঠিক হয়ে যাবে" দিদি আপনার লেখা এই গল্পটা বেশ ভালোই উপভোগ করে পড়লাম। সন্দীপ সুজয় কে অনেক কিছুই বলেছে। বিভিন্ন রকম কথা বলে বেঁচে থাকার আশ্বাস যোগাচ্ছে। শ্রী এর কাহিনী টা কি এটা জানার জন্য অনেক বেশি আগ্রহ যাচ্ছে। আশা করছি পরবর্তীতে এটি আমাদের মাঝে শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
আমার লেখা গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সুজনের সাথে সন্দীপের কথোপকথন হওয়ার সময় সন্দীপ সুজনকে শ্রীর কথা বলেছিল। এরপর সুজন জানতে চেয়েছিল আসলে এই শ্রী টা কে? সুজনকে সন্দীপ অনেক কিছুই বলেছিল। পরবর্তীতে কি হয়েছে তা তো জানতেই পারলাম না। আর তা জানার আগ্রহ আমার অনেক বেশি জেগেছে। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকলাম দিদি।
পরবর্তীতে কি হয়েছে, সেটা পরবর্তী পোস্টগুলোতে আপনাদের মাঝে শেয়ার করব আপু।
আসলে সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে। তবে এই সমস্যার সমাধান কখনোই হয় না। দিন যত যায় সমস্যা তত বাড়তে থাকে। যাই হোক গল্পটা সুন্দর দিকে এগোচ্ছে। ইন্টারেস্ট বেড়ে গেল অনেকটা, পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম পু।
ঠিকই বলেছ সমস্যা কমার থেকে বরং আরও বাড়তে থাকে। গল্পটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।