বাগবাজারের নিবেদিতা উদ্যানের কিছু দৃশ্যর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি । আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতার বাগবাজারের নিবেদিতা উদ্যানের কিছু গাছপালার এবং দেওয়াল পেইন্ট এর ফটোগ্রাফী। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই পার্কটির নতুন সংস্করণ হয়েছে পুরোনো পার্কটির পাশে একটি মাঠ আছে তার ঠিক পাশে।কিন্তু দুর্ভাগ্যবশত পার্কটি বন্ধ থাকায় আমরা ঢুকতে পারিনি। কিন্তু তার পাশের পুরোনো পার্কটি খোলা থাকায় আমরা সেখানেই ঢুকে কিছু ফটো সংগ্রহ করি।
এই পার্কটি অনেক অনেক পুরোনো হয়ে গেছে কেউ তেমন যায়না তাই অনেক মন খারাপ লাগছিলো নতুন টাই না যেতে পারাই। কিন্তু কিছুক্ষন পরে সেখানকার পরিবেশের কিছু ফটোগ্রাফী করে আর ঘোরাঘুরি করে বেশ মন ভালো হয়ে গেছিলো। পরে বেশ ভালোই লেগেছে।
চলুন তবে দেরি না করে শুরু করি,

IMG_20221219_204827.jpg

IMG_20221219_204736.jpg

IMG_20221219_225041.jpg
পার্কের ভেতরের বিশ্ব বাংলার সাথে কয়েকটি ফটো তুলে ফেললাম প্রথমেই,, উপরের ফটোদুটো আমার নিজস্ব ফটোগ্রাফি,ফোটো দুটি realme 8i এর ফোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। আর আমার নিজের ফটোটি আমার বান্ধবী তুলে দিয়েছে poco m2 pro এর ফোন দিয়ে ।

IMG_20221219_205113.jpg

IMG_20221219_204937.jpg
উপরের এই ছবি দুটি অশোক গাছের। যা এই পার্কের ভেতর প্রচুর পরিমাণে রয়েছে। আর এই অশোক গাছের নীচে দেখা যাচ্ছে দুরন্ত বা কাঁটামেহেদী গাছ, যা পুরো পার্কটিতে সারিবদ্ধ ভাবে আছে।ফটোগুলো realme8i এর ফোন ক্যামেরা দিয়ে তোলা।

IMG_20221219_205429.jpg

IMG_20221219_205138.jpg
এবার আসি পাতাঝাউ, আর তিনটি উদ্ভিদ যার বাংলা নাম আমার জানা নেই মানিহট, ক্লাইম্বিং হ্যাম্পউইড, মরিশিয়াস হ্যাম্প এর কয়েকটি ফটোগ্রাফিতে। আসলে এর ইংরেজি নামও আমার জানা ছিল না তবে নামগুলো জানার আগ্রহ জন্মালো তাই গুগল এর সহযোগিতায় এর ইংরেজি নাম গুলো খুঁজে পেলাম তবে বাংলা নাম খুঁজে পাওয়া গেল না। ফোটোগুলি realme 8i এর ফোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে।

IMG_20221219_205657.jpg

IMG_20221219_205722.jpg

IMG_20221219_205440.jpg

IMG_20221219_205510.jpg

IMG_20221219_223758.jpg

IMG_20221219_224334.jpg

এবার আসি কিছু দেওয়াল চিত্রে , যেগুলো পার্কটির ভিতরের দেওয়াল জুড়ে খোদাই করা হয়েছে। যার মধ্যে রামকৃষ্ণ পরমহংস দেব , সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মত মহান ব্যক্তিবর্গের ফটো।

IMG_20221219_205414.jpg

IMG_20221219_205340.jpg

IMG_20221219_205010.jpg
আগের ফটোগুলোর মধ্যে আমার নিজের তিনটি ফটো দিয়েছি আর এখন একটা দিচ্ছি এই চারটে ফটো আমার বান্ধবী তুলে দিয়েছে তার ফোনের ক্যামেরা দিয়ে। ডিভাইস এর নাম poco m2 pro ।
আর বাকি ফটোগুলো আমার নিজের তোলা । ডিভাইসের নাম realme 8i । সমস্ত ফটোগুলো ১৭/১২/২০২২ তারিখে তোলা হয়েছে।

IMG_20221219_223725.jpg

IMG_20221219_211146.jpg
আজ তবে এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।

Sort:  
Loading...
 2 years ago 

দিদি কলকাতার বাগবাজারের নিবেদিতা উদ্যানের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ ফটোগ্রাফি গুলো আসলেই চমৎকার হয়েছে ৷ তবে পোস্টটি একটু সাজিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগতো ৷ যাই হোক তবুও অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে ।

 2 years ago 

পুরানো পার্কটা দেখতে তো বেশ দারুণ। নতুন টা বন্ধ না থাকলে এই পার্কটার ফটোগ্রাফি গুলো দেখতে পেতাম না। বেশ চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

হ্যাঁ ঠিকই নতুন পার্কটি বন্ধ থাকলে হয়তো পুরোনো তাই আর যাওয়া হত না ভাগ্যিস বন্ধ ছিল তাই পুরোনো জিনিসের মজা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

পার্কের বিভিন্ন জায়গাগুলো যতটা না দেখলাম, তার থেকে আপনাকেই তো মনে হচ্ছে দেখলাম বেশি। হা হা হা... যাইহোক দেখেই বোঝা যাচ্ছে পার্কটা অনেক ছোট এবং অনেক পুরনো। কিছু কিছু ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনার কমেন্টটি পড়ে অনেক হাসি পেল হা হা হা আমার ফটো বেশি শুনে।ধন্যবাদ

 2 years ago 

নিবেদিতা উদ্যানের ছবি গুলো বেশ দারুণ ছিলো দিদি। আপনার বান্ধুবি খুব সুন্দর ভাবেই আপনার ছবি গুলো তুলেছে। খুব মজা করেছেন আপনারা তা বুঝাই যাচ্ছে। শুভকামনা রইলো আপনার ও আপনার বান্ধুবির জন্য।

 2 years ago 

ধনবাদ দাদা আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62311.78
ETH 2418.00
USDT 1.00
SBD 2.67