হ্যাপি নিউ ইয়ার - এর কার্ড তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন।

আজকে আমাদের নতুন বছর ২০২৩ এর প্রথম দিন।২০২৩ সাল আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করি।সবাই আজকের দিনটা অনেক খুশিতে কাটান। সকলে সুস্থ থাকুন ভালো থাকুন।

আজকে বছরের শুরুতে আমার ইচ্ছে হলো একটা নিউ ইয়ার কার্ড তৈরী করি।অনেক দিন কেন অনেক বছর আমার রং নিয়ে বসে আঁকা বন্ধ হয়ে গেছে। তাও আজ ইচ্ছে হলো তাই পুরোনো রঙের বাক্স আর বোর্ড নিয়ে বসে পড়লাম। চেষ্টা করলাম একটা কার্ড বানাতে তবে জানিনা কেমন লাগবে আপনাদের।
দেরি না করে তবে শুরু করি।

InShot_20230101_143315111.jpg

এটি একেবারে শেষ পর্যায়ের ছবি অর্থাৎ পুরো কার্ডটি তৈরী হওয়ার পরের ছবি।

***** প্রয়োজনীয় উপকরণ
১. একটি মাঝারি সাইজের সাদা কাগজ
২. তিনটি ছোটো সাদা কাগজ
৩. একটি স্কেল
৪. একটি পেন্সিল
৫. একটি রবার
৬. আঠা
৭. রং পেন্সিল
৮. কাঁচি
৯. মার্কার

IMG_20230101_144433.jpg
এখানে রয়েছে আমার প্রয়োজনীয় উপকরণ সমূহ। যার মধ্যে আছে একটি মাঝারি সাইজের সাদা কাগজ, তিনটি ছোটো সাদা কাগজ, একটি স্কেল , একটি পেন্সিল, একটি রবার, আঠা, ৬ টি রং পেন্সিল, কাঁচি আর কালো রঙের মার্কার।

IMG_20230101_134456.jpg

একটি ছোটো সাদা কাগজ নিয়ে তাতে সবুজ রং করে নিলাম।

IMG_20230101_134520.jpg

রং করা হয়ে গেছে।

IMG_20230101_134548.jpg

এবার আর একটি ছোটো সাদা কাগজে লাল রং করে নিলাম।

IMG_20230101_134613.jpg

লাল রং করা হয়ে গেছে।

IMG_20230101_134632.jpg

এবার আর একটি ছোটো সাদা কাগজে হলুদ রং করে নিলাম।

IMG_20230101_134703.jpg

এই যে তিনটি ছোটো সাদা কাগজ রং করা হয়ে গেছে।

IMG_20230101_134726.jpg
এবার লাল রং এর কাগজে পেন্সিল দিয়ে লাভ এঁকে নিলাম ।

IMG_20230101_134752.jpg
এবার সবুজ আর হলুদ রং এর কাগজ এর উপরে পেন্সিল দিয়ে লাভ এঁকে নিলাম।

IMG_20230101_135057.jpg

এবার সবগুলোকে একটি কাঁচি দিয়ে কেটে নিলাম।
IMG_20230101_134819.jpg

IMG_20230101_134839.jpg

IMG_20230101_134858.jpg

IMG_20230101_225453.jpg

এবার মাঝারি সাইজের সাদা কাগজটি মাঝখান থেকে ভাঁজ করে নিলাম আর প্রত্যেকটি পৃষ্ঠায় কালো রঙের মার্কার দিয়ে চারপাশে দাগ টেনে নিলাম। আর প্রথম ও দ্বিতীয় পাতায় কোনাকুনি ভাবে দাগ টেনে নিলাম ।

IMG_20230101_134938.jpg

এবার তৃতীয় পৃষ্ঠায় পেন্সিল দিয়ে একটি লাভ এঁকে নিলাম।

IMG_20230101_134953.jpg

এবার লাভ টিকে মার্কার দিয়ে স্কেচ করে নিলাম। আর ভিতরে হ্যাপি নিউ ইয়ার ২০২৩ লিখে নিলাম পেন্সিল দিয়ে।

IMG_20230101_135016.jpg
এবার পুরো লেখাটিকে মার্কার দিয়ে লিখে নিলাম।

IMG_20230101_135027.jpg
এবার লাভ টিকে লাল রং করে নিলাম।

IMG_20230101_135228.jpg

এবার লাভ টির উপর দিকে নীল রং করে নিলাম আর নীচের দিকে বেগুনী ডীপ গোলাপী আর লাল রং দিয়ে ছোটো ছোটো গোল করলাম।

IMG_20230101_135135.jpg
এবার প্রথম পৃষ্ঠায় কেটে রাখা ছোটো ছোটো লাভ গুলোকে কোনাকুনি দাগ বরাবর পৃষ্ঠার সাথে অর্ধেক জুড়ে আর অর্ধেক খোলা ভাবে আটকালাম।

IMG_20230101_135200.jpg
এবার বাকি জায়গায় লাভ গুলোকে পুরোপুরি আটকে দিলাম।

IMG_20230101_135309.jpg

এবার দ্বিতীয় পাতাটিতেও লাভ গুলোকে পুরোপুরি আটকে দিলাম।

IMG_20230101_231314.jpg

IMG_20230101_135332.jpg

IMG_20230101_135733.jpg

তৈরী হয়ে গেল আমার নিউ ইয়ার কার্ড।
আজ এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশাকরি এভাবে আরো সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিবেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কার্ড তৈরি করেছেন সবার থেকে ভিন্নভাবে।তবে আপনার চিন্তাভাবনা যেমন ইউনিক আপনি কার্ড তৈরি করেছেন সেটা ও অনেক ইউনিক হয়েছে।তবে পুরনো রঙের বাক্স খুলে ভালো করেছেন সুন্দর একটি কার্ড অংকন করেছেন বেশ ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনি অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন আমাকে।

 2 years ago 

আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। কার্ড কালার ফুল করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন আপনি।

 2 years ago 

দিদি আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ নতুন বছরের প্রথম দিনেই আপনি চমৎকার কিছু উপহার দিলেন আমাদের ৷ দারুণ সুন্দর হয়েছে নতুন বছরকে ঘিরে তৈরি কার্ড টি ৷ ভালো লাগলো , শিখতে পারলাম ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করলেন।

 2 years ago 

ছোটবেলার কথা মনে পড়ে গেলো। ঠিক এইভাবেই অনেক কার্ড বানিয়ে সবাইকে দিতাম। 😁

***** প্রয়োজনীয় উপকরণ

ওগুলো * হবেনা # হবে।

 2 years ago 

হ্যাঁ আমিও বানাতাম আগে 😁 আবার অনেক বছর পর এটা বানালাম 😁।
এরপর থেকে # দেবো। কোনো রেসিপি এর জন্যও কি যখন প্রয়োজনীয় উপকরণ লিখবো পাশে* এর পরিবর্তে # দেবো?

 2 years ago 
প্রয়োজনীয় উপকরণ

আপনি যদি কোনো লেখা বোল্ড করতে চান তাহলে # ব্যবহার করতে হবে।

 2 years ago 

আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40