"আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা- ৩৮" উপলক্ষে তৈরি ইউনিক ডাই প্রজেক্ট

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আপনারা সকলেই জানেন, বর্তমানে আমার বাংলা ব্লগের দ্বিবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে কমিউনিটির পক্ষ থেকে, প্রতিযোগিতা ৩৮ এর আয়োজন করা হয়েছে, যার মূল বিষয়বস্তু হলো" ইউনিক ডাই প্রজেক্ট"। হঠাৎ করে পরীক্ষা শুরু হওয়ার কারণে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছি বেশ কিছুদিন ধরে । তবুও প্রতিযোগিতার ঘোষণা হওয়া সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছিলাম ,চেষ্টা করব ব্যস্ততার মধ্যে থেকেও একটি ডাই প্রজেক্ট তৈরি করার। এই কয়দিন ধরে সময় করে উঠতে না পারলেও, আজ সকাল থেকে ডাই প্রজেক্ট তৈরির জন্য উঠে পড়ে লেগেছিলাম। তবে এটা করতে যে এত বেশি সময় লেগে যাবে, সেটা কল্পনা করিনি। যাই হোক , শেষ পর্যন্ত আজ সন্ধ্যার দিকে ডাই প্রজেক্টটি শেষ করে উঠতে পারলাম, এটা দেখেই ভাল লাগছে । আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি, তাই অনেক খুশি হয়েছি।

চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।


InShot_20230608_215217765.jpg


InShot_20230608_215107629.jpg


এটি হলো আমার আজকের তৈরি ইউনিক ডাই প্রজেক্ট। আমি আজকে ডাই প্রজেক্ট হিসেবে একটি কুয়ো তৈরি করেছি। প্রচন্ড গরমের কারণেই এরকম একটি ডাই করার কথা মাথায় আসলো। কারণ এখনো অনেক প্রত্যন্ত গ্রাম আছে, যেখানে হয়তো জল পানীয় জলের একমাত্র উৎস হলো,এই কুয়ো। আর এই প্রচন্ড গরমে জল আমাদের সবসময় সঙ্গী। তাই সেটাকে কাজে লাগিয়েই একটি ডাই তৈরি করে ফেললাম।

উপকরণ
রঙিন কাগজ
কাঁচি
আঠা
রিবন

প্রস্তুত প্রণালী:


InShot_20230608_215443870.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি- রঙিন কাগজ, কাঁচি, আঠা আর রিবন।

InShot_20230608_213252467.jpg


এবার রঙিন কাগজগুলোকে ,রোল করে করে এভাবে তৈরি করে নিয়েছি। এরপর হালকা গোলাপি আর হালকা বেগুনি কাগজ গুলোকে ৮ সেন্টিমিটার করে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। আর বেগুনি রঙের কাগজটিকে ২৫ সেন্টিমিটার করে মাপ নিয়ে কেটে নিয়েছি।

InShot_20230608_213501362.jpg


এবার একটি কালো কাগজ কেটে নিয়ে, তার উপরে ছোট ছোট করে কেটে রাখা বেগুনি আর গোলাপি কাগজগুলোকে আটকে দিলাম । মাঝ বরাবর দিয়ে দিলাম বেগুনি রংয়ের একটু বড় করে কাটা কাগজটিকে , তারপর আবার বেগুনি আর গোলাপি রঙের ছোট ছোট কাগজের টুকরো গুলোকে আটকে দিয়ে , শেষে আবার বেগুনি রংয়ের কাগজের টুকরোটিকে আটকে দিলাম। এরপর পুরোটাকে গোলাকারে আটকে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল কুয়োর নিচের দিকটা।

InShot_20230608_213810123.jpg


বেগুনি রংয়ের কাগজ দিয়ে কুয়ো থেকে জল তোলার হাতলটাকে তৈরি করে নিয়েছি। এরপর জল তোলার উপযোগী হিসেবে হাতলটাকে কুয়োর দুপাশের লাঠি দুটোর সাথে আটকে দিয়েছি।

InShot_20230608_214306170.jpg


এবার বিভিন্ন রং এর ছোট ছোট কাগজের টুকরো গুলোকে দুই সারিতে জোড়া দিয়ে কুয়োর ওপরের ছাদটাকে তৈরি করে নিয়েছি।

InShot_20230608_214019554.jpg


এরপর কালো কাগজগুলোকে সরু সরু করে ভাঁজ করে নিয়ে ,সেটাকে পেঁচিয়ে একটি ছোট সাইজের বালতি তৈরি করে নিয়েছে। এরপর বালতির গায়ে একটি দড়ি লাগিয়ে দিয়েছে। তারপর সেটিকে কুয়ো থেকে জল তোলার উপযোগি, হাতলের সঙ্গে আটকে দিয়েছি।

InShot_20230608_214435390.jpg


এরপর ঘাস তৈরির জন্য, রঙিন কাগজগুলোকে আঁকাবাঁকা করে কেটে নিয়ে ,ঘাসের মতো করে কুয়োর নিচের দিকে আটকে দিয়েছি।

InShot_20230608_214539516.jpg


তারপর একই রংয়ের কাগজ দিয়ে, দুটি ছোট ছোট লাঠি তৈরি করে নিয়ে ,তার মাথায় ছোট ছোট দুটি ফুল তৈরি করার চেষ্টা করেছি।

InShot_20230608_214701601.jpg


এবার রঙিন কাগজ দিয়ে ডিজাইন করে, কুয়োর ছাদের উপরে আটকে দিয়েছি।

InShot_20230608_214814087.jpg


আর এভাবেই তৈরি হয়ে গেছে আমার আজকের তৈরি ডাই প্রজেক্ট।

InShot_20230608_215107629.jpg


InShot_20230608_215016995.jpg


পোস্ট বিবরণডাই প্রজেক্ট
লোকেশনবারাসাত
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি । ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে, আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

এরকম ব্যস্ততার মধ্যে দিয়েও আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। যেহেতু হঠাৎ করে আপনার পরীক্ষা শুরু হয়েছে তাই আপনি একটু ব্যস্ত। দিদি আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম, আপনার তৈরি করা এই ইউনিক ডাই পোস্টের দিকে। অনেক সময় ব্যবহার করে এবং দক্ষতার সাথে আপনি এই কাজটা করেছেন বুঝতেই পারছি। খুব চমৎকার হয়েছে এটা কিন্তু বলতেই হয়।

 last year 

হ্যাঁ ভাই , এই ডাই প্রোজেক্ট টা তৈরি করতে অনেকটাই সময় লেগেছিল আমার । ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

হঠাৎ করে পরীক্ষা যেহেতু শুরু হয়েছে তাই আপনি বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত রয়েছেন। এই ব্যস্ততার মধ্য দিয়েও আপনি আমাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটা দেখেই খুব ভালো লাগলো দিদি। এই প্রতিযোগিতাটি দেওয়ার পরে আপনি ভেবে নিয়েছিলেন কি তৈরি করবেন। খুবই ইউনিট পদ্ধতিতে আপনি এই কাজটা সম্পন্ন করেছেন যা দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ। বিভিন্ন ধরনের কাগজ দিয়ে এটি তৈরি করার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে।

 last year 

আমার তৈরি কাজটি, আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো আপু । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। খুবই সুন্দর একটি ডাই প্রজেক্ট আপনি তৈরি করেছেন। পরীক্ষা এবং ব্যস্ততার মধ্যেও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর একটি কুয়া তৈরি করেছেন আপনি খুবই রঙিন লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ডাই তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি ডাইপ্রজেক্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

শত ব্যস্ততার মধ্যেও আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে পরীক্ষা শুরু হওয়ায় আপনার ব্যস্ততা একটু বেড়ে গিয়েছে। আপনি খুবই চমৎকার করে ইউনিক একটি ড্রাই প্রজেক্ট তৈরি করেছেন। যেটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। বিভিন্ন কালারের কাগজ হওয়াতে দেখতে সুন্দর লাগছে। এক কথায় মুগ্ধ হয়ে গেলাম দেখে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমার তৈরি ডাই প্রজেক্টটি, আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ব্যস্ততার মাঝেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। খুব সুন্দর এবং কালারফুল একটি কুয়া তৈরি করেছেন। বিভিন্ন কালার পেপার ব্যবহার করার কারণে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। বোঝাই যাচ্ছে অনেক সময় নিয়ে তৈরি করেছেন এটি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমার তৈরি ডাই প্রজেক্টটি আপনার কাছে সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়েছে, জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

যদিও পরীক্ষার কারণে অনেক বেশি ব্যস্ত ছিলেন অনেক বেশি ব্যস্ত থাকার পরেও আপনি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা জেনে ভালো লাগলো। কমিউনিটিতে কোন প্রতিযোগিতার আয়োজন করলে আর সেই প্রতিযোগিতা যদি অংশগ্রহণ করা যায় তাহলে নিজের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে বরাবরি। চমৎকার একটি ইউনিক ধরনের ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন, কমিউনিটি তে চলমান প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারলে, অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

যাক লাস্ট পর্যন্ত আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ থেকে অনেক ভালই লাগলো। আপনি ব্যস্ততার মাধ্যমেও আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আপনি অনেক সুন্দর করে ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আসলে অনেক সময় আপু কোন কাজ মনে হয় অতি সহজে হয়ে যাবে কিন্তু বানানোর সময় অনেক টাইম লাগে। যেমন আপনার ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক সময় লেগেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু , যেকোনো কাজ দূর থেকে দেখে অনেক সহজ মনে হলেও ,সেটা নিজের হাতে করতে গেলে সত্যিই অনেক বেশি সময় লেগে যায় । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনার ডাই প্রজেক্টটি সত্যি ইউনিক হয়েছে। কুয়োটা দেখে অনেক ভাল লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার তৈরি ডাই প্রজেক্টটা আপনার কাছে ইউনিক লেগেছে জেনে, অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

তোমার পরীক্ষার ব্যস্ততার মাঝেও যে তুমি এত সুন্দর একটা ডাই তৈরি করেছ সেটা দেখেই অনেক অবাক হয়ে গেলাম। যাইহোক প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। আর তোমার তৈরি করার ডাই আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হল। তবে একটা কথা, তোমার তৈরি করা এই কুয়ো তে কি জল আছে....? হা হা হা

 last year 

ডাই প্রজেক্টটা তোমার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করার জন্য। কুয়ো তে অনেক জল সেই জন্যই তো বালতি ভরে জল পড়ে যাচ্ছে, হি হি হি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67