স্বরচিত কবিতা//একলা শহর//
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভালো আছি। সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবার একটি নতুন পোস্ট নিয়ে। আমার আজকের পোষ্টের মূল বিষয়বস্তু হলো স্বরচিত একটি কবিতা। আমার আজকের কবিতাটির নাম হল একলা শহর। আজকের কবিতাটি মূলত বাস্তবতা কে তুলে ধরার জন্যই লেখার চেষ্টা করেছি। কবিতা লিখতে আমি ঠিক পারি না তবুও মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের উৎসাহ পেয়ে। তাই আজও আবার লিখে ফেললাম। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
একলা শহর
আমার এই একলা শহরে,
কেউ কখনো থাকবে বলে আসেনি,
কেউ কখনো বাড়িয়ে দেয়নি,
তার গভীর ভালোবাসার হাত।
হয়তো এসেছে ,থেকেছে কিছুদিন,
কিন্তু তারপর.... তার সুবিধা মতো
মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে।
হয়তো এটাই জীবন,
এটাই বাস্তব।
এই ভাবেই হয়তো চলে আসছে,
দিনের পর দিন,
মাসের পর মাস
কিংবা যুগের পর যুগ।
এই ভাবেই হয়তো প্রতিনিয়ত
আহত হচ্ছে কোনো না কোনো
শহর, জ্বলছে, পুড়ছে, তারপর
আবার একলাই পড়ে থাকছে।
কবিতার মূলভাব:
আমার আজকের কবিতাটির মূল বিষয়বস্তু হল - বর্তমান যুগে প্রতিনিয়ত হয়তো আমরা কেউ না কেউ আমাদের মনের ভিতর দুঃখ যন্ত্রণাকে আপন করে একলা ঘরের কোণে বেঁচে থাকি। হয়তো কখনও কখনও তাদের এই একঘেয়েমি জীবনটাকে আলোয় ভরিয়ে দিতে কোনো না কোনো মানুষ তাদের জীবনে এসে থাকে, কিন্তু ঠিকই কিছুদিন যেতে না যেতেই আবার সবকিছু পাল্টে যায়। আগের মতই তাদেরকে একলা ফেলে রেখে দিব্যি চলে যায় তাদের জীবনে আশা নতুন মানুষগুলি। আজ সেই রকমই কিছু একাকিত্বে কাটানো মানুষের জীবনের কাহিনী নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করছি কবিতাটি আপনাদের খুব খারাপ লাগেনি।
আজ এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
একাকিত্বে কাটানো মানুষের জীবনের কাহিনী নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। এমনিতে আমি কবিতা লিখতে পারিনা, কেন জানি কবিতা লেখা আমার মাঝে আসে না। আর তাই কারো কবিতা লেখা দেখলে আমার ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করে। যাইহোক আপু, দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, আর এই জীবনে কিছুটা সুখ দেয়ার জন্য হয়তো কেউ আসে ক্ষণিকের জন্য, আবার অবশেষে দুঃখ যন্ত্রণা দিয়ে চলেও যায়। আর এই দুঃখ কষ্টের বাস্তবতাকে নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমিও খুব একটা কবিতা লিখতে পারি না ভাই তবুও চেষ্টা করি ।আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই আপনি ঠিকই বলেছেন বর্তমান যুগে অনেকেই নিজের মনের ভেতর দুঃখ পোষণ করে ঘরের এক কোণে বেঁচে থাকে। হঠাৎ করে প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ এসে তার জীবনটাকে পাল্টে দেয়। আবার কয়েকদিন পরে চলে গিয়ে আবারো সেই আগের দুঃখটাকে নিয়ে আসে। ভালোই লিখেছেন আপনি আজকের কবিতাটা। খুবই সুন্দর একটা টপিক ছিল। সম্পূর্ণটা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।
আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে দেখছি একলা শহর নামের একটি কবিতা লিখেছেন আপনি। আসলে যা পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন অসম্ভব ভালো ছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দরভাবে অসাধারণ একটা টপিক নিয়ে আজকের কবিতাটি লিখেছেন আপনি।
আমার কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কিছু কিছু স্বার্থপর মানুষ আছে পৃথিবীতে যারা জীবনে আসে , সুযোগ নেয় এবং ইচ্ছে মতো ব্যবহার করে। আর তারপর নিজের সুবিধা মত রাস্তা বানিয়ে পালিয়ে যায়। বেশ ভালো ছিল লেখা টা। বাস্তবতার সাথে পুরোপুরি মিলে গেছে। তবে কারোর জীবন কখনো থেমে থাকে না কিন্তু। জীবন তার জীবনের নিয়মেই চলতে থাকে।
একদমই তাই এই স্বার্থপর মানুষগুলোর জন্য আমাদের জীবন কিন্তু কখনো থেমে থাকছে না ,বরং ভালই হয়েছে এরা জীবন থেকে সরে যাচ্ছে।
দারুন আপনার কবি প্রতিভা। এত সুন্দর কবিতা লেখা ধরন দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ হয়েছি। আপনি বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন কবিতা এবং এখানে সুন্দর জাগ্রত বিবেকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। খুবই খুশি হলাম আপনার কবিতা আবৃত্তি করে।
আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।
আসলে পৃথিবীর অধিকাংশ মানুষই খুব স্বার্থপর। তারা সুযোগ বুঝে আসে আবার সময় বুঝে কেটে পড়ে। বেশ ভালই লিখেছ দেখছি কবিতাটা। সমাজের একদম বাস্তব একটা টপিক্স তুলে ধরেছে তোমার এই কবিতার মাধ্যমে।
আমার এই কবিতাটি তোমার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম দাদা। ধন্যবাদ।