//স্বরচিত কবিতা//বাবা//

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আজকের এই খুশির দিনে ,আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি । সকলের সুস্থতা কামনা করি আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি কবিতা নিয়ে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লেখার। যদিও ভালো কবিতা লিখতে পারিনা ,তবুও একটু চেষ্টা করি। কারণ ,প্রতিনিয়ত একঘেয়েমি পোস্ট করতে ভালো লাগেনা, তাই পোস্টের মধ্যে একটু ভিন্নতা আনার জন্যই মাঝেমধ্যে কবিতা লিখি। আজকে যেহেতু , পিতৃ দিবস তাই সেই উপলক্ষেই ,একটি কবিতা লেখার চেষ্টা করলাম। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG-20230524-WA0028.jpg
সোর্স


❤️ বাবা ❤️


মুখে না বলেও যে ভালোবেসে যায়,
বাবা ছাড়া আর কেউ কী সে হয়?
প্রচন্ড গরমে, উত্তপ্ত রৌদ্রে,
বাদলা দিনে, কিংবা ঝড় বৃষ্টির মধ্যে,
সব কিছু বন্ধ হলেও,
তার কাজ কখনও বন্ধ থাকে না।

হাজার চিন্তা মাথায় নিয়েও,
হাসি মুখে সে বাড়ি ফেরে।
পরিবারের প্রতি দায়িত্ব অটুট,
কর্তব্যবোধ তার সদা অনটন।
তাইতো বাবা তোমার প্রতি,
জানাই আমার শ্রদ্ধা প্রণাম।

ছোটো থেকে এই পর্যন্ত,
গুটি গুটি পায়ে সে চলতে শেখায়।
হাজার ইচ্ছে , ভঙ্গ করেও,
পরিবারের মুখে হাসি ফোটায়।
আজকের এই দিনে তাই,
তোমার প্রতি ভালোবাসা জানাই।


কবিতার মূলভাব:


যে মানুষটি ভালোবাসি, এই কথাটি মুখ ফুটে না বলেও ,পরিবারকে সবসময় ছায়ার মতো আগলে রাখে সে তো আমাদের সকলেরই প্রিয় বাবা। প্রচন্ড ঝড় - বৃষ্টি , কিংবা রোদ্রের তাপ, যখন আমরা চার দেওয়ালের মধ্যে থাকছি ,তখন এই মানুষটি আমাদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অনেক ভাবনা- চিন্তা থাকা সত্ত্বেও , আমাদের সাথে প্রতিনিয়ত হাসিমুখেই সে কথা বলে যায়, তার দায়িত্ব ও কর্তব্যবোধ সবকিছু থেকেই । ছোট থেকে এই পর্যন্ত যার হাত ধরে পথ চলা শুরু হয়েছে, আজকের এই শুভদিনে সেই প্রিয় বাবাকে শ্রদ্ধা , ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের এই কবিতা।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন । দেখা হবে পরবর্তীতে, আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

আসলে আপনি ঠিক বলেছেন, পরিবারের সবসময় ছায়ার মত জিনিস পাশে থাকেন তিনি বাবা। কিন্তু আমার তো তাও নাই। সারাটা এখন কে দিবে বলেন তো আপু? আপনার লেখাগুলো খুব ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

কিন্তু আমার তো তাও নাই। সারাটা এখন কে দিবে বলেন তো আপু?

খুবই হৃদয় ছোঁয়া একটি মন্তব্য করেছেন ভাই। কি বলবো সেটাই বুঝতে পারছি না এর উত্তরে😔।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি যেরকম ভালো কবিতা আবৃত্তি করেন, ঠিক তেমনি ভালো কবিতা লিখেন।
বাবাকে নিয়ে লিখা কবিতাটি হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি লাইনে ভীষণ দরদ এবং ভালোবাসা খুজে পেলাম।
ধন্যবাদ আপু এরকম কবিতা আরো চাই।

Posted using SteemPro Mobile

 last year 

আমার কবিতা আবৃত্তি এবং লেখা কবিতা, দুটোই আপনার অনেক ভালো লাগে জেনে ,খুবই খুশি হলাম ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ,অনেক প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বাবা দিবস উপলক্ষে এতো সুন্দর একটি কবিতা , সত্যিই অনেক ভালো লাগলো দিদি ৷ দারুণ লিখেছেন , কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে ৷ অনেক ভালো লাগলো আমার ৷ অসংখ্য ধন্যবাদ জানাই দিদি আপনাকে , এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 last year 

আমার লেখা কবিতাটি ,আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

দিদি আপনার স্বরচিত কবিতাটি অসাধারণ হয়েছে। বাবা দিবসে এরকম একটি কবিতা উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবাকে ভালবাসতে মুখের বুলির প্রয়োজন হয় না, ভালোবাসাটা তো হৃদয় থেকে হয়। বাবাকে খুব ভালোবাসি, পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা জানাই।

 last year 

বাবাকে ভালবাসতে মুখের বুলির প্রয়োজন হয় না, ভালোবাসাটা তো হৃদয় থেকে হয়।

ঠিক বলেছেন ভাই। আপনার সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

হুম দিদি। আর আমার মন্তব্য সুন্দর একটি ফিডব্যাক পেয়ে বেশ ভালো লাগছে আমার।

 last year 

আপু বাবাকে নিয়ে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। বাবা দিবসকে কেন্দ্র করে আপনি খুব সুন্দর কবিতা শেয়ার করেছেন। সকল বাবাদের জানাই ফাদার্স ডের শুভেচ্ছা। ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

বাবাকে কেন্দ্র করে লেখা কবিতাটি, আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

দিদি খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি‌। আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো‌। আসলে পিতা মাতার মতোন আপন এই পৃথিবীতে আর কেউ নেই ।ভালবাসার শেষ আশ্রয়স্থল হলো পিতা মাতা। নির্ভরতার শেষ ভরসা পিতা-মাতা। কবিতার প্রতি টি ছন্দ খুব অসাধারণ হয়েছে।

হাজার চিন্তা মাথায় নিয়েও,
হাসি মুখে সে বাড়ি ফেরে।
পরিবারের প্রতি দায়িত্ব অটুট,
কর্তব্যবোধ তার সদা অনটন।
তাইতো বাবা তোমার প্রতি,
জানাই আমার শ্রদ্ধা প্রণাম।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে পিতা মাতার মতোন আপন এই পৃথিবীতে আর কেউ নেই ।

একদম বাস্তব, একটি কথা বলেছেন।আমার লেখা কবিতাটি, আপনার ভালো লেগেছে জেনে ,অনেক ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আমরা বরাবর জানি আপনি চমৎকার কবিতা বলে থাকেন। সেই সাথে যে এত সুন্দর কবিতা লিখেন এটা আমার জানা আছে। আজকে বাবা নেই আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। গতকাল যেহেতু বাবা দিবস গেছে। বাগানে এত দারুণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমার করা কবিতা আবৃত্তি এবং লেখা কবিতা আপনার কাছে ভালো লাগে জেনে ,অনেক খুশি হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বাবাকে নিয়ে লেখা আপনার কবিতাটি পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আসলে বাবার গুরুত্ব আমাদের জীবনে কতটা সেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আপনি অনেক সুন্দর করে আপনার কবিতার মধ্যে দিয়ে বাবার গুরুত্ব তুলে ধরেছেন। আপনার কবিতার প্রতিটি লাইনই বাবার গুরুত্ব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একদমই ঠিক বলেছেন ,বাবার গুরুত্ব আমাদের জীবনে কতটা সেটা আমরা মুখে বলে কখনোই বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমাদের সবার জীবনে বাবা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবার ছায়া হয়ে মাথার উপরে থাকে বাবারা। বাবা হচ্ছে বট বৃক্ষের মতো। বাবা দিবস কে তুলে ধরে আপনি কবিতাটি লিখেছেন পড়ে ভালো লাগলো। এই কবিতাটিতে বাবার প্রতি অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান লুকিয়ে রয়েছে। ভীষণ ভালো লেগেছে আপনার লেখা এই কবিতাটা আমার কাছে। প্রত্যেকটা লাইন একেবারেই হৃদয়ের গভীর থেকে লেখা। আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয় দিদি। ‌

 last year 

ঠিক বলেছেন আপু, বাবা আমাদের সবার জীবনে ছায়ার মতো মাথার উপরে থাকে। আমার লেখা কবিতাগুলো আপনার কাছে ভালো লাগে জেনে ,অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66