//রেসিপি//বিনা তেলে জলে চিকেন//

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি , খুবই সুস্বাদু আর মজাদার, একটি ইউনিক রেসিপি নিয়ে। তবে এই ইউনিক রেসিপিটির পুরো ক্রেডিট আমাদের সকলের প্রিয় @rme দাদার। কারণ তিনিই এই ইউনিক রেসিপিটির , প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে রন্ধন প্রণালী পর্যন্ত, সমস্ত কিছুই আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। সেই জন্য অনেকেই উৎসাহিত হয়ে এই নতুন রেসিপিটি তৈরী করার প্রচেষ্টা চালালাম। ইউনিক এই রেসিপিটির নাম হল,"বিনা তেলে জলে চিকেন"। কী, একটু অবাক লাগল তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছেন, তেল এবং জল কোনটারই ব্যবহার করা হয়নি এই রেসিপিটিতে।

প্রথম দিন রেসিপিটি দেখে আমারও আপনাদের মত একটু অবাকই লাগছিল । তেল এবং জল দুটোই ছাড়া কিভাবে চিকেন সম্ভব হবে ? তারপর ভাবলাম প্রিয় দাদা যখন এই রেসিপিটি তৈরি করে একবার দেখতেই বললেন ,তখন একবার তৈরি না করে কিভাবে পারি !দেখাই যাক না কেমন হয় খেতে ! এই ভেবেই ঠিক করে নিয়েছিলাম রেসিপিটি বাড়িতে তৈরি করব। তবে এর জন্য কিছু কিছু উপকরণ ছিল ,যেগুলি সব সময় সব জায়গায় পাওয়া যায় না (যেমন ধরুন- কারি পাতা, লেমন গ্রাস), লেমন গ্রাস খুব সহজেই পেয়ে গেলেও কারিপাতা খুঁজতে অনেক ঝামেলা হয়েছিল ,কিন্তু তা সত্বেও খুঁজে খুঁজে ঠিক বার করে ফেলেছি দুটোই। ভাবলাম ইউনিক একটা রেসিপি যখন প্রথমবারের মতো তৈরি করব ,তখন সমস্ত উপকরণ দিয়েই তৈরি করব। দেখি না কেমন লাগে খেতে, এই ভাবনা নিয়ে রেসিপিটি তৈরি করতে শুরু করলাম। কিন্তু রেসিপিটি তৈরি করার পর, এত অসাধারণ খেতে হবে সেটা আমি একেবারেই ভাবতে পারিনি। একেবারে নতুন একটা চিকেনের স্বাদ পেলাম গতকাল ,এই রেসিপিটি তৈরি করার পর। আশেপাশের কয়েকজনকেও ,একটু একটু খাইয়ে ছিলাম । কারণ সকলের কাছেই এটা একটা আশ্চর্যজনক রেসিপি ,তেল এবং জল দুটো ছাড়াই চিকেন। তারা খেয়ে অনেক প্রশংসা করেছে ,সত্যি আমি নিজেও খুব অবাক হয়েছিলাম ,যে তেল এবং জল ছাড়াও স্বাস্থ্যসম্মত এরকম চিকেন এর রেসিপি এতটা সুস্বাদু খেতে লাগবে ,ভাবতেই পারিনি । এই রেসিপি খেয়ে চিকেনের প্রতি লোভটা একটু বেড়েই গেল আমার। এখন থেকে মাঝেমধ্যে তো আমি বাড়িতে এভাবে চিকেন তৈরি করছি, আপনারাও যারা যারা রেসিপিটি এখনো পর্যন্ত জানেন না ,তাড়াতাড়ি দেখে তৈরি করে ফেলুন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক, আমার আজকের রেসিপিটি।

InShot_20230724_183930265.jpg



InShot_20230724_184007222.jpg


InShot_20230724_183635926.jpg


InShot_20230724_184343663.jpg


InShot_20230724_184149707.jpg


প্রয়োজনীয় উপকরণ:

চিকেন১ কিলো
টক দই৫০ গ্রাম
গোল আলু৪ টি
টমেটো৪ টি
পেঁয়াজ৪ টি
রসুন৪ টি
আদা১ টি মাঝারি খন্ড
কাঁচা লঙ্কা৪ টি
শুকনো লঙ্কা৪ টি
১০তেজ পাতা৪ টি
১১গোটা জিরাদুই চিমটি
১২জিরের গুঁড়োহাফ চা চামচ
১৩হলুদদুই চা চামচ
১৪লবনপরিমাণ মতো
১৫লেমন গ্রাসসামান্য
১৬কারি পাতা৪-৫ টা
১৭ধনে পাতা৮-১০ টা
১৮দারচিনি৫-৬ টা
১৯লবঙ্গ৫-৬ টা
২০গোলমরিচ৫-৬ টা
২১এলাচ৫-৬ টা

প্রস্তুত প্রণালী:


IMG20230723124537.jpg


প্রথমেই মাংসটাকে ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।


IMG20230723124435.jpg


এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি- লবণ, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিড়ে গুঁড়ো, গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ।

IMG20230723124509.jpg


এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি- আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনেপাতা, টমেটো আর লেমন গ্রাস।

IMG20230723124154.jpg


একটি বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি।


InShot_20230724_182116072.jpg


প্রথমেই পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম টক দই। তারপর দিলাম জিরেগুঁড়ো আর পরিমাণ মতো লবণ।

InShot_20230724_182150571.jpg


তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার সব উপকরণ একসঙ্গে, ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দিলাম ৪০ মিনিট।

InShot_20230724_182246545.jpg


এবার আলু গুলোকে মাঝখান দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। প্রতিটা পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিলাম, রসুনের ওপরের খোসাটা ছাড়িয়ে সবগুলো রসুন বেছে রাখলাম । আদার টুকরোটিকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম কাঁচা লঙ্কা গুলো বোঁটা সহ আস্ত অবস্থায় রেখে দিলাম। অপর একটি প্লেটে টমেটো, ধনেপাতা আর লেমন গ্রাস কুচি কুচি করে কেটে নিলাম।

InShot_20230724_182343878.jpg


এবার শিল নোরায় গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা পুরোপুরি মিহি করে না বেঁটে সামান্য পিষে নিলাম।

InShot_20230724_182430031.jpg


এবার গ্যাস ওভেনের ওপরে একটি তারজালি দিয়ে সেটাকে ভালো ভাবে গরম করে তার উপরে একে একে আলুর টুকরো , আদার টুকরো, পেঁয়াজের টুকরো, রসুনের কোয়া গুলো আর কাঁচা লঙ্কা পুড়িয়ে নিলাম। এরপর পুড়িয়ে রাখা পিঁয়াজের অর্ধেক, কাঁচা লঙ্কা আর আদা শিলের উপর নিয়ে নিলাম সামান্য পিষে নেওয়ার জন্য।

InShot_20230724_182540577.jpg


এরপর পোড়ানো রসুনের খোসাগুলো ছাড়িয়ে সেটাকেও হালকা পিষে নেওয়ার জন্য শীলের উপর নিয়ে নিলাম। এরপর একে একে সব উপকরণ গুলোকে পুরোপুরি মিহি না করে, খুব সামান্য করে পিষে নিলাম।

InShot_20230724_182605389.jpg


এবার একটি খালি কড়াইতে ম্যারিনেট করে রাখা চিকেন ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে, সামান্য লবণ আর হলুদ।

InShot_20230724_182658052.jpg


এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো। তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম । ৫ মিনিট পর দেখলাম মাংস থেকে সামান্য পরিমাণ জল বেরিয়ে এসেছে।

InShot_20230724_182725356.jpg


জল বেরিয়ে আসলে দিয়ে দিলাম পুড়িয়ে রাখা আলুর টুকরো গুলো আর বাকি অর্ধেক পেঁয়াজের টুকরো। তারপর দিয়ে দিলাম পিষে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা ।

InShot_20230724_182826194.jpg


একইসঙ্গে দিয়ে দিলাম পিষে রাখা পেঁয়াজ। তারপর দিলাম কারিপাতা আর তেজপাতা। এরপর সব উপকরণ গুলিকে একটু নাড়াচাড়া করে ১০ মিনিট মতো ঢাকা দিয়ে হতে দিলাম।

InShot_20230724_182907696.jpg


দশ মিনিট পর দেখলাম মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। তারপর আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে ,নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়ে রান্না করতে থাকলাম। এইভাবে আলু আর মাংস সিদ্ধ হয়ে গেলে, তাতে দিয়ে দিলাম সামান্য পিষে রাখা গোটা মসলা গুলি (গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি)। এরপর আবার ৫ মিনিট ঢাকা দিয়ে দিলাম।

InShot_20230724_182944501.jpg


ঢাকনা খুলে দেখলাম মাংস রান্না প্রায় শেষ। তখন কুচানো ধনেপাতা আর লেমন গ্রাস উপর দিয়ে ছড়িয়ে দিলাম।

InShot_20230724_183012797.jpg


এরপর দুই মিনিট ঢাকা দিয়ে তৈরি করে ফেললাম আমার আজকে সুস্বাদু রেসিপি" বিনা তেলে জলে চিকেন"।

InShot_20230724_183930265.jpg



InShot_20230724_184007222.jpg


InShot_20230724_183635926.jpg


InShot_20230724_184343663.jpg


এরপর একটি প্লেটে সাজিয়ে, রেসিপিটিকে খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম।


InShot_20230724_184149707.jpg


তারপর লোভ সামলাতে না পেরে, একটি একটি প্লেটে করে গরম গরম ভাতের সাথে আমার আজকে তৈরি লোভনীয় রেসিপি নিয়ে বসে পড়লাম। তারপর @rme দাদার কথা মত ,খেয়ে একটা ঢেঁকুর তুলে ফেললাম, হি হি হি। সত্যি খুব সুস্বাদু হয়েছে রেসিপিটি খেতে, আমি ভাবতে পারিনি, তেল আর জল ছাড়া চিকেন যে এত সুস্বাদু হতে পারে। অন্যান্য দিনের তুলনায় আমার আজকের চিকেন রেসিপিটি সব থেকে ভালো হয়েছে বলে মনে করি।

ডিভাইসrealme 8i
লোকেশনবারাসাত

আজ তাহলে এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তীতে , আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

তেল জল ছাড়া আপনার প্রস্তুত করা লোভনীয় রেসিপি দেখে সকাল-সকাল ক্ষুধায় পেটটা চোঁচো করা শুরু করে দিল।
সত্যিই দাদার পোস্ট করে বুঝেছিলাম যে আপনারা রেসিপি প্রস্তুত করে আমাদেরকে অবাক করে দিবেন ঠিক সেটাই হচ্ছে।
ফটোগ্রাফি এবং বর্ণনা দারুনভাবে শেয়ার করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

তাহলে আপনার এই রেসিপি খাওয়ার দাওয়াত থাকলো, আসার আগে বলে দেবেন তৈরি করে রেখে দেবো, হি হি হি।ধন্যবাদ আপনাকে আপনার অনেক সুন্দর মন্তব্যর জন্য।

 last year 

রেসিপিটি সত্যি প্রশংসনীয় আপু তবে অন্যান্য রেসিপি তৈরি করেছি তেল ছাড়া কিন্তু কখনো মুরগির মাংস এভাবে তেল ছাড়া জল ছাড়া তৈরি করা হয়নি। কিন্তু আপনার রেসিপিটা খুব ভালোভাবে দেখে নিয়েছি অনেক সুন্দর করে অনেক কষ্ট করে আপনি রেসিপিটি তৈরি করলেন। সবাই আপনার তৈরি করা রেসিপি খেয়ে মজা পেয়েছেন অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু রেসিপিটি তৈরি করতে একটু কষ্ট হয়ে গেছিলো ঠিকই, কিন্তু অনেক সুস্বাদু খেতে হয়েছিল বলে সেই কষ্ট অনেক কমে গেছিলো।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বিনা তেলে জলে চিকেন রেসিপি দেখেই বুঝতে পারলাম আপু খেতে ভালো হয়েছিল অনেক।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার পদ্ধতিটি বেশ পছন্দ হয়েছে আমার এবং সবাই আপনার এই রেসিপি প্রশংসা করেছেন জেনে ভালো লাগলো। রেসিপিটির কালার দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।।

 last year 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার অনেক সুন্দর প্রশংসনীয় মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপু আপনি দাদার রেসিপি দেখে নিজেও এই রেসিপি বাসায় তৈরি করে নিলেন দেখে অনেক ভালো লাগলো। তেল আর পানি ছাড়া খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 

কেন জানিনা আমার কাছে মনে হয়েছে এই খাবারটি মজা হবে । আপনার খাবারটি দেখে মনে হচ্ছে মজা হয়েছিল । তারপর আবার আপনি দাদার উপকরণ সবগুলো ব্যবহার করেছেন কারি পাতা লেমন গ্রাস কোনটাই বাদ রাখেননি । দেখতে লোভনীয় লাগছে ।

 last year 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বিনা তেলে জলে চিকেন রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

বিনা তেলে জলে চিকেন রান্না করলেন এবং প্রত্যেকটা উপকরণ ব্যবহার করেছেন দেখে খুব ভালো লেগেছে। আমাদের এইদিকে তো আমরা কারি পাতা এবং লেমন গ্রাস খুঁজে পাইনি। আপনি অনেক মজা করে খেয়েছিলেন মজাদার এই রেসিপিটা যা দেখেই বুঝতে পারছি। সবশেষে তাহলে একটা ঢেঁকুর তুলেছিলেন হা হা হা। যাই হোক দেখে ভালো লাগলো আপনি এটি তৈরি করেছেন।

 last year 

হ্যাঁ আপু আপনার রেসিপিতে দেখলাম লেমন গ্রাস আর কারিপাতা খুঁজে পাননি, তবুও আপনার রেসিপিটি অনেক সুন্দর খেতে হয়েছিল দেখে মনে হচ্ছিল। আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

বিনা তেলে জলে চিকেন রান্না করার রেসিপি টা দেখে লোভ সামলানো যাচ্ছে না দিদি। আপনি তো দেখছি কারি পাতা এবং লেমন গ্রাস ও দিয়েছেন। এগুলো দেওয়ার কারণে নিশ্চয়ই আরো বেশি ভালো লেগেছিল খেতে। সোনিয়া যখন এই রেসিপিটা তৈরি করেছিল আমি তোর সাথে সাথে খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। যে প্লেটের মধ্যে পরিবেশন করেছিল সেই প্লেট টা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম আমি। আপনার তৈরি করার প্রস্তুত প্রণালী খুব সুন্দর ছিল।

 last year 

এটা শুনে খুব মজা পেলাম ভাই ,সোনিয়া আপু পরিবেশন করেছিল যে প্লেটে ,আপনি লোভ সামলাতে না পেরে ,সেই প্লেটেই খেতে বসে গেছিলেন। আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।

 last year 

শেষ পর্যন্ত কারি পাতা ও লেমন গ্রাস পেয়েছেন জেনে ভালো লাগলো আপু। দাদা সত্যিই একদম ইউনিক একটি রেসিপি বলেছিলেন। আর আমরাও দারুন ভাবে সেই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। তেল জল ছাড়া দারুন ভাবে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। দারুন লোভনীয় লাগছে দেখতে।

 last year 

আপু আমার তৈরি রেসিপিটি আপনার কাছে লোভনীয় মনে হয়েছে জেনে অনেক খুশি হলাম আপু। আপনার তৈরি রেসিপিটিও অনেক সুন্দর হয়েছে আমি দেখেছিলাম সেটি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44