বৌদির সাথে ঘোরাঘুরি এবং টুকটাক খাওয়া-দাওয়া
নমস্কার বন্ধুরা,
গত মাসের শেষের দিকটাতে বৌদি এসেছে আমাদের ফ্ল্যাটে। আসলে বৌদি যখনই কলকাতা আসে তখনই প্রধান কারণ যেটা, সেটা হল ডাক্তার দেখাতে আসে। এজন্য খুব বেশি একটা আমাদের ঘরে থাকা হয় না এই সময়টাতে। সব জায়গায় ছুটে বেড়াতে হয় বিভিন্ন ডাক্তারের কাছে বা বিভিন্ন হসপিটালে। তারপরেও আমরা নিজেদের জন্য কিছুটা সময় রাখি যাতে করে বাকি সময়টা আনন্দে কাটাতে পারি। এইবার আমাদের এখানে আসার পর দেখলাম বৌদি আরো অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। আমিও আসলে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে এই মাসের কুড়ি তারিখ যে আমার পরীক্ষা শুরু হচ্ছে সেটাই ভুলতে বসেছিলাম।
আসলে বৌদি আমাকে অনেক বেশি ভালোবাসে এজন্য হয়তো আমার উপর ভরসাটা একটু বেশিই করে। তবে আমিও তেমন কিছু বলি না কারণ যে মানুষটা আমাকে পছন্দ করে তার মুখের উপর কোন কথা বলাটাও হয়তো ঠিক হবে না। তাই আমার নিজেরও যতই সমস্যা হোক না কেন সময় বের করে ফেলি। তবে বৌদি প্রথমে যখন আমাদের বাড়িতে এসেছিল তখন অতটা ব্যস্ততা দেখায়নি কিন্তু ইদানিং বৌদির ব্যস্ততা এতই বেড়ে গেছে যে আমাকেও রীতিমতো ছুটতে হচ্ছে তার পিছু পিছু। যাইহোক গতকাল বেশ কিছুটা সময় পেয়েছিলাম আমরা দুজনে। এইজন্য ভেবেছিলাম যে আমাদের জন্য টুকটাক শপিং করা যাক। যদিও আমি কখনো কাউকে বলি না আমার শপিং করে দেয়ার জন্য। তারপরও বৌদি অনেকটা জোর করে আমাকে বলল যে অনেক তো তোমাকে কষ্ট দিলাম এবার না হয় তোমাকে কিছু শপিং করিয়ে দেই।
আমি অবশ্যই ব্যাপারটাতে খুব বেশি একটা সহমত পোষণ না করলেও অনেকটা জোর করে আমাকে আমাদের বাড়ির নিকটবর্তী যে শপিংমল রয়েছে অর্থাৎ স্টার মল সেখানে নিয়ে যায় শপিং করার জন্য। আসলে সত্যি কথা বলতে ঐদিন আমাদের ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল। কারণ অনেক কিছুই খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। এমনকি ভালো ভালো ড্রেস যেগুলো আগে দেখে গেছিলাম অনেক দাম সেগুলোর উপর বেশ ভালো রকমের অফার ছিল। বৌদি তার প্রয়োজনমতো কিছু জিনিস কিনে ফেলল বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং আমার কিছু দরকারী জিনিস কিনে দিল। এরপর আমরা চলে গেলাম ড্রেস কিনতে। আসলে বৌদির পছন্দ একটু অন্যরকম আমি যে রকম চাই ঠিক ওরকম নয়। তারপরও বৌদি যেহেতু নিজে ভালোবেসে দিচ্ছেন এজন্য আমি আর কিছু বললাম না। উনি ওনার পছন্দ মত আমাকে দুটো জামা কিনে দিল।
আমরা যেহেতু বিকেল বেলা বেরিয়েছিলাম এজন্য আমাদের শপিং করতে করতে প্রায় রাত আটটা বেজে গেছিল। এরপর বৌদি হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আজ আর বাড়ি গিয়ে রান্না করবো না। তার থেকে বরং আমরা বাইরে থেকে কিছু খেয়ে যাই। আমি ও বউদির সাথে সহমত করলাম। কারণ বাইরে খাওয়া দাওয়া করতে আমার বেশ ভালো লাগে। তখন অবশ্য বৌদি বলে ছিল যে কোথায় খেতে যাওয়া যায়। আমি বললাম আর বেশিদূর দৌড়াদৌড়ি করে লাভ নেই। তার থেকে বরং চালো স্টার মলের টপ ফ্লোরে একটা ভালো ক্যাফে রয়েছে সেখানে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টের শাখা রয়েছে ওখানে গিয়েই না হয় টুকটাক খাওয়া দাওয়া করা যাক। ওখানে পৌঁছে আসলে এত লোকের ভিড় দেখে খানিকটা অবাক হয়েছিলাম। যদিও এর আগে একদিন আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে তবে তখন এতটা ভিড় ছিল না।
বৌদিকে বলেছিলাম যে টুকটাক কিছু খাওয়া-দাওয়া করা যাক তবে উনি আমাকে অনেকটা জোর করেই বলল যে হয় পিজ্জা হাট আর কেএফসি এই দুই জায়গায় খেতে হবে। তবে এখানে এসে আসলে এই জায়গার খাবার খাওয়ার অভিজ্ঞতা আমার আগে ছিল না। সুতরাং মেনু কার্ড দেখতে আমার মাথায় রক্ত উঠে গেল। বাইরের থেকে অন্তত দ্বিগুণ দাম এখানে। তারপরও বৌদি বলল যে টাকা কোন সমস্যা নয় তুমি যেটা খেতে ইচ্ছা করে ওটা অর্ডার করো, আমি তোমাকে খাওয়াবো। সত্যি কথা বলতে আমি কোন কিছু অর্ডার করিনি বৌদি তার ইচ্ছা মতো অর্ডার করল তার ভিতর ছিল একটি মিক্সড veg পিজ্জা, একটি চিকেন পিজ্জা। সাথে ছিল দুটি কোলড্রিংস এটা খেয়েই আসলে আমাদের বাড়ি ফিরতে হয়েছিল। তবে সত্যি কথা বলতে খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল এবং আমরা খুব মজা দিয়েই খেয়েছিলাম দুজন।
পোস্ট টাইপ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
লোকেশন | বারাসাত |
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
বৌদির সাথে ঘোরাঘুরি, কেনাকাটা এবং খাওয়া-দাওয়া তাহলে বেশ ভালো হয়েছিল দিদি। বৌদি নিজের পছন্দমত খাবার খাইয়েছিল আপনাকে। যদিও এখানে আসার পরে বৌদি ব্যস্ত হয়ে গিয়েছিল, তবে সময় পাওয়ার পরে সে সময়টা আপনারা দুজনে হাতছাড়া করেননি। দুইজনে অনেক মজা করে খেয়েছিলেন, এই কথাটা শুনে তো আরো বেশি ভালো লেগেছে।
হ্যাঁ ভাই ব্যস্ত থাকলেও সুযোগ পেয়েই আমরা মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
বৌদি আপনার এখানে আসার পরে ব্যস্ততা থাকার পরেও যখন একটু সময় পেয়েছিলেন আপনাদের দুজনেই বেশ ভালোই ঘোরাঘুরি করেছিলেন। দুজনে মিলে আবার বেশ মজা করে খাওয়া দাওয়াও করেছিলেন এটা জেনে খুব ভালো লেগেছে। বৌদি নিজের পছন্দমত খাবার অর্ডার করেছিল এবং খুব মজা করে দুজনে খেয়েছিলেন তাহলে। তারপরে বৌদি আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছিল এটা জেনে ভালো লাগলো। আপনাদের সম্পর্কটা যেন সব সময় এরকমই থাকে এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে।
আশা করছি আপু ,আমাদের সম্পর্কটা সবসময় এমনই থাকবে। ধন্যবাদ আপনাকে ,পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
বৌদির সাথে অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। ব্যস্ততার ফাঁকে সময় পেলে ঘোরাঘুরি করতে আমারও খুবই ভালো লাগে।অনেক ব্যস্ত থাকার পরও আপনিও বৌদি একটু সময় করে KFC তে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন এবং দুজনে একসাথে খাওয়া-দাওয়া করেছেন। আপনার কাটানো কিছু সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
বৌদির সাথে ঘুরতে গিয়েছেন পাশাপাশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন সমস্ত কিছু আজকে আপনি এ পোষ্টের মধ্যে শেয়ার করেছেন আমাদের মাঝে যেন আমরাও জানতে পারি সে আনন্দঘন মুহূর্তটা খুবই ভালো লেগেছে সমস্ত বিষয়গুলো দেখে এবং জানতে পেরে।
হ্যাঁ ভাই অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে স্টার মলের উপরে খাওয়া-দাওয়া করাটা বেশ বিলাসিতার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। ওখানে বসে খাওয়ার মত পরিস্থিতি নেই, এত পরিমাণে টাকা নেয়। তবে শখ করে মাঝেমধ্যে খাওয়া যেতেই পারে। যাইহোক বৌদির সাথে মার্কেট করেছ তার মানে তো অনেক কিছুই কেনাকাটা করেছ। আশা করি একদিন সেটা নিয়েও একটা পোস্ট তৈরি করবে। হা হা হা...
হ্যাঁ স্টার মলে খাওয়া দাওয়াটা আমার কাছেও বিলাসিতা বলে মনে হয়, অতিরিক্ত খাবারের দাম। হ্যাঁ অবশ্যই কেনাকাটার পোস্ট হবে, হি হি হি।