নীল বনলতা ফুলের কয়েকটি ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন আর সুস্থ আছেন।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকের ফটোগ্রাফি পোস্টটি আমি শুধুমাত্র একটি ফুলের ফটোগ্রাফির মাধ্যমে করবো। এই ফুল গাছটি আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা জানিনা ।তবে আমি প্রথমবারই দেখলাম ।এর আগে কখনো এই ফুলের গাছ আর ফুল কোনটাই দেখিনি। ফুল গাছটির নাম হলো নীল বনলতা । যার বৈজ্ঞানিক নাম থুনবেরগীয়া গ্রান্ডিফ্লোরা । দূর থেকে দেখে আমি প্রথমে এটাকে অপরাজিতা ফুল ভেবেছিলাম ।কিন্তু কাছে গিয়ে দেখলাম যে, না এটা অপরাজিতা ফুল না ।তখন যাদের বাড়ির গাছ তাদের কাছে জিজ্ঞেস করাতে বলল "সঠিক নাম জানা নেই"। কোনো একটি নার্সারি থেকে কিনে এনেছে। তখনই আমি ভাবলাম ফুলটির নাম যখন জানা নেই তাহলে এর কয়েকটি ফটোগ্রাফি করে নিই। তারপর ফটোগ্রাফি করে গুগল থেকে সার্চ করে দেখলাম এর নাম নীল বনলতা। তখনই আমি এই ফুলের সম্পর্কে আরো কিছু জেনে নিলাম । সেগুলোই এই পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করবো।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20230404_173720.jpg

এটি হলো আমার আজকের তোলা সেই ফুল। যার নাম নীল বনলতা। গাছটিতে সারা বছর ফুল হয় কিনা জানা নেই কারণ তারাও কিছুদিন আগেই গাছটি লাগিয়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যে গাছটি বেশ বেড়ে উঠেছে।

IMG20230401162637.jpg

প্রতিনিয়ত এই ফুলের গাছটিতে কম করে ৮ থেকে ৯ টি ফুল ফোটে এর বেশিও কখনো কখনো ফোটে। গাছে বেশ কয়েকটি কুঁড়ি ছিল যেগুলো দেখে আমি নিজেই বুঝতে পেরেছিলাম প্রতিদিন ভালোই ফুল ফোটে।

IMG20230401162648.jpg

IMG20230401162705.jpg

এই ফুল গাছটির আরো কয়েকটি নাম হলো - স্কাই ফ্লাওয়ার, ব্লু ট্রাম্পেট ভাইন , বেঙ্গল ক্লক ভাইন।

IMG20230401162726.jpg

গাছটিতে পাতার আকৃতিও বেশ সুন্দর ছিল । গাছে নতুন কচি পাতাও দেখা দিয়েছে।

IMG20230401162805.jpg

IMG20230401162747.jpg

সম্পূর্ণ গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি উচ্চতায় খুব বেশি নয়।আর পরবর্তীতে ও খুব বেশি হবে বলে মনে হয় না। অনেকটা ঝোপের মতন করে বেড়ে উঠেছে গাছটি।

আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন এই কামনাই করি।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবনগাঁ
Sort:  
 3 years ago 

ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন নীল বনলতা ফুলের অনেক ভালো লেগেছে। ইদানিং যে কোন জায়গায় গেলে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়।তবে যখন কাছে যাওয়া হয় ফুলগুলো কিন্তু চেনা যায় না পরে গুগল সার্চ করলে জানা যায় ফুলের নাম। ফুলটি অসাধারণ সুন্দর হয়েছে আপু খুব সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

নীল বনলতা ফুলের কয়েকটি ফোটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে আমার।কারণ অনেক দিন পর এই ফুলের ফটোগ্রাফি দেখলাম।আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দিদি ভাই যতটা মনে পড়ছে যে নীল বনলতা ফুলের নাম শুনেছি ৷ তবে ফুলটি কেমন তা জানি না ৷ আজকে আপনার পোষ্টে দেখলাম যা দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে ফুলের শেষ নেই কত নাম না জানা ফুল আছে তার হিসেব নেই ৷ যা হোক নীল বনলতা ফুলের ফটোগ্রাফি টি সত্যি অসম্ভব সুন্দর লাগছিল ৷ আর বেশ সুন্দর করে বর্ণনা দিয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ৷

 3 years ago 

একদম ঠিক ভাই অনেক ফুলের নাম আমরা সত্যিই জানিনা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে ঝোপের মত যেই গাছগুলো বড় হয়ে ওঠে সেই গাছগুলো তেমন একটা বড় বা লম্বা হয় না। নীল বনলতা ফুলের খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। দারুন ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাই এই গাছগুলি খুব একটা বড় হয় না। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

নীল বনলতা ফুল এর আগে আমি কখনো দেখি নাই। তবে ফুলটে দেখতে খুব চমৎকার লাগতেছে। আমি তো প্রথম দেখে মনে করলাম অপরাজিতা ফুল। এই গাছ কোথায় থেকে আনলেন তার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। তারা কোন এক নার্সারি বাগান থেকে ফুলের গাছটি আনলো বললো।আপনার ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই আমিও অপরাজিতা ফুলই ভেবেছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110330.25
ETH 3876.44
USDT 1.00
SBD 0.52