নীল বনলতা ফুলের কয়েকটি ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা 
আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকের ফটোগ্রাফি পোস্টটি আমি শুধুমাত্র একটি ফুলের ফটোগ্রাফির মাধ্যমে করবো। এই ফুল গাছটি আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা জানিনা ।তবে আমি প্রথমবারই দেখলাম ।এর আগে কখনো এই ফুলের গাছ আর ফুল কোনটাই দেখিনি। ফুল গাছটির নাম হলো নীল বনলতা । যার বৈজ্ঞানিক নাম থুনবেরগীয়া গ্রান্ডিফ্লোরা । দূর থেকে দেখে আমি প্রথমে এটাকে অপরাজিতা ফুল ভেবেছিলাম ।কিন্তু কাছে গিয়ে দেখলাম যে, না এটা অপরাজিতা ফুল না ।তখন যাদের বাড়ির গাছ তাদের কাছে জিজ্ঞেস করাতে বলল "সঠিক নাম জানা নেই"। কোনো একটি নার্সারি থেকে কিনে এনেছে। তখনই আমি ভাবলাম ফুলটির নাম যখন জানা নেই তাহলে এর কয়েকটি ফটোগ্রাফি করে নিই। তারপর ফটোগ্রাফি করে গুগল থেকে সার্চ করে দেখলাম এর নাম নীল বনলতা। তখনই আমি এই ফুলের সম্পর্কে আরো কিছু জেনে নিলাম । সেগুলোই এই পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করবো।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন এই কামনাই করি।
| ডিভাইস | realme 8i | 
|---|---|
| ফটোগ্রাফার | @pujaghosh | 
| লোকেশন | বনগাঁ | 







ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন নীল বনলতা ফুলের অনেক ভালো লেগেছে। ইদানিং যে কোন জায়গায় গেলে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়।তবে যখন কাছে যাওয়া হয় ফুলগুলো কিন্তু চেনা যায় না পরে গুগল সার্চ করলে জানা যায় ফুলের নাম। ফুলটি অসাধারণ সুন্দর হয়েছে আপু খুব সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
নীল বনলতা ফুলের কয়েকটি ফোটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে আমার।কারণ অনেক দিন পর এই ফুলের ফটোগ্রাফি দেখলাম।আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
দিদি ভাই যতটা মনে পড়ছে যে নীল বনলতা ফুলের নাম শুনেছি ৷ তবে ফুলটি কেমন তা জানি না ৷ আজকে আপনার পোষ্টে দেখলাম যা দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে ফুলের শেষ নেই কত নাম না জানা ফুল আছে তার হিসেব নেই ৷ যা হোক নীল বনলতা ফুলের ফটোগ্রাফি টি সত্যি অসম্ভব সুন্দর লাগছিল ৷ আর বেশ সুন্দর করে বর্ণনা দিয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ৷
একদম ঠিক ভাই অনেক ফুলের নাম আমরা সত্যিই জানিনা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে ঝোপের মত যেই গাছগুলো বড় হয়ে ওঠে সেই গাছগুলো তেমন একটা বড় বা লম্বা হয় না। নীল বনলতা ফুলের খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। দারুন ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই এই গাছগুলি খুব একটা বড় হয় না। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
নীল বনলতা ফুল এর আগে আমি কখনো দেখি নাই। তবে ফুলটে দেখতে খুব চমৎকার লাগতেছে। আমি তো প্রথম দেখে মনে করলাম অপরাজিতা ফুল। এই গাছ কোথায় থেকে আনলেন তার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। তারা কোন এক নার্সারি বাগান থেকে ফুলের গাছটি আনলো বললো।আপনার ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই আমিও অপরাজিতা ফুলই ভেবেছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।