কাঁচ কলার কোপ্তা রেসিপি

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। গত সপ্তাহ থেকে খুব ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের মাঝে কোনো পোস্ট শেয়ার করতে পারিনি তাই আজকের এই পোস্টটি অনেক দিন পর আপনাদের মাঝে শেয়ার করবো।

আজকে আমি আপনাদের মাঝে একটি মজাদার স্বাদের রেসিপি শেয়ার করবো। সেটি হলো কাঁচ কলার কোপ্তা। এটি অনেক সুস্বাদু একটি নিরামিষ খাবার। আমি নিরামিষ ভাবে এটি তৈরি করেছি। আপনারা চাইলে পেয়াঁজ,রসুন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন । সেক্ষেত্রেও রেসিপিটি অনেক সুস্বাদু হবে।
চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরী করলাম আমার আজকের রেসিপি।

IMG20230210142832.jpg

এটি হলো আমার আজকের রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

উপকরনপরিমাণ
কাঁচ কলা৪ টি
আলু২টি
টমেটো১টি
কাঁচা লঙ্কা৭টি
চালের গুঁড়ো১কাপ
বেসনহাফ কাপ
জিরে গুঁড়ো২ চামচ
হলুদ১ চামচ
চিনি১চামচ
লঙ্কা গুঁড়ো১চামচ
গোটা গরম মশলাঅল্প পরিমাণ
ঘিএক চামচ
আদাএক টুকরো
শুকনো লঙ্কা২টি
সাদা তেলপরিমাণ মতো

প্রস্তুত প্রণালী:

IMG_20230211_193917.jpg

প্রথমে একটি প্লেটে নিয়ে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, কাঁচা কলা আর টমেটো।

IMG20230210124526.jpg

এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি।

IMG20230210133837.jpg

আদা বেঁটে নিয়েছি।

IMG20230210133740.jpg

টমেটো ঘষে নিয়েছি।

IMG20230210133733.jpg

গরম মশলা বেঁটে নিয়েছি।

IMG20230210130428.jpg

কাঁচ কলা গুলোকে সেদ্ধ করে নিয়েছি।

IMG20230210131205.jpg

সেদ্ধ করা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি।

IMG20230210133440.jpg

এবার এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো।

IMG20230210133453.jpg

দিয়ে দিলাম বেসন।

IMG20230210133502.jpg

দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি।

IMG20230210133512.jpg

দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি।

IMG20230210133525.jpg

দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো।

IMG20230210133536.jpg

দিয়ে দিলাম জিরে গুঁড়ো।

IMG20230210133551.jpg

দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।

IMG20230210133604.jpg

দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেঁটে রাখা গরম মশলা।

IMG20230210133650.jpg

একটু মেখে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।

IMG20230210133935.jpg

এবার সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম।

IMG20230210133328.jpg

কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম।

IMG20230210134226.jpg

তেল গরম হয়ে গেলে মাখাটাকে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিলাম।

IMG_20230211_194124.jpg

ভাজা হয়ে গেলে তুলে নিলাম।

IMG20230210140159.jpg

ওই একই তেলে ফোড়ন দিলাম শুঁকনো লঙ্কা দুটি। আর আদা বাটা দিয়ে দিলাম।

IMG20230210140210.jpg

দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।

IMG20230210140221.jpg

দিয়ে দিলাম টমেটো বাটা ।

IMG20230210140235.jpg

দিয়ে দিলাম জিরে গুঁড়ো।

IMG20230210140241.jpg

দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো।

IMG20230210140251.jpg

দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা।

IMG_20230211_194208.jpg

মশলা ভালো করে কষিয়ে নিলাম।

IMG20230210140421.jpg

মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল।

IMG20230210140746.jpg

দিয়ে দিলাম এক চামচ ঘি।

IMG20230210141002.jpg

এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর ফুটে উঠলে নামিয়ে নিলাম।

IMG20230210142832.jpg

তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি।
আজ এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Sort:  
 last year 

আপনি খুবই মজাদার এবং ইয়াম্মি একটি রেসিপি তৈরি করে ফেলেছেন দেখছি। কাঁচ কলার কোপ্তা রেসিপি আগে কখনো খাওয়া হয়নি আমার। আমার কাছে একটু বেশি ইউনিক মনে হয়েছে আপনার আজকের রেসিপিটি। সত্যি রেসিপির কালার কম্বিনেশন অসাধারণ ছিল। যার কারণে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বিভিন্ন ধরনের মাংস দিয়ে কোপ্তা খেয়েছি তবে কাঁচা কলার কোপ্তা এখন পর্যন্ত খাওয়া হয়নি। আমার কাছে বিষয়টা অনেক ইউনিক লেগেছে আমি জানিনা আপনাদের দেশে এই রেসিপিটা ইউনিক কিনা তবে আমার কাছে অনেক ইউনিক লেগেছে। যাইহোক দেখেই অনেক সুস্বাদু এবং লোভনীয় মনে হচ্ছে। বাসায় একদিন ট্রাই করে দেখব, পোস্টটিকে শেয়ার করে রাখলাম।

 last year 

প্রথমেই আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপু। হ্যাঁ আপু রেসিপিটি একদিন খেয়ে দেখবেন ভালো লাগবে।

 last year 

সময় সুযোগ বুঝে এটা বাসায় তৈরি করব। তা কেমন হয়েছে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব।

 last year 

একদম আপু জানাবেন অনেক খুশী হবো আমি।

 last year 

এরকম বিভিন্ন ধরনের রেসিপি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার নিজেরও কাঁচা কলা খেতে ভীষণ ভালো লাগে। একদিন আমার ওয়াইফও কাঁচা কলার কোপ্তা তৈরি করেছিল। আজকে আপনি তৈরি করেছেন দেখে আবার খুব খেতে ইচ্ছে করছে। এমনিতে এরকম রেসিপি গুলো খেতে খুবই মজা লাগে। ছটফট অসাধারণ রেসিপি তৈরি করলে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাঁচা কলার কোপ্তা আমার খুব ভালো লাগে ।আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এল।এটা দেখে লোভ সামলাতে পারছি না।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

কাঁচ কলার কোপ্তা রেসিপি মনে হয় আমি একবার খেয়েছিলাম। যার কারণে আপনার আজকের পোষ্টের মাধ্যমে এই রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে এবং খুবই খেতে ইচ্ছে করছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মুরগির মাংস রান্না করেছেন পরে দেখি কাঁচ কলার কোপ্তা রেসিপি তৈরি করেছেন। আসলে বোঝা যাচ্ছে না। বেশ মজা করেই খেলেন তাহলে।

 last year 

না না আপু মুরগির মাংস না কাঁচ কলার কোপ্তা। অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাঁচকলা দিয়ে বেশ ভিন্ন একটি রেসিপি দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। রেসিপির কালার দেখে প্রথমে ভেবেছিলাম কোন আচার হবে। কিন্তু পরে দেখলাম কাঁচ কলার কোপ্তা রেসিপি। এভাবে তৈরি করে কখনোই খাওয়া হয়নি খেতে নিশ্চয় অনেক মজা লেগেছে ।আমিও বাসায় ট্রাই করে দেখব।

 last year 

না না আপু আচার না। অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65560.09
ETH 3467.72
USDT 1.00
SBD 2.68