আচমকা মাঝ রাস্তায় ট্রেন বন্ধ

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।



গত সপ্তাহের কথা, আমি এবং আমার বৌদি গিয়েছিলাম মাঝেরহাটে। আসলে বৌদিকে ডাক্তার দেখানোর কথা ছিল এবং দাদা যেহেতু সাথে ছিল না তাই আমাকেই অনেকটা বাধ্য হয়ে বউদিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। এদিকে আমার পরীক্ষা ঘনিয়ে আসছিল এজন্য বেশ কিছুটা টেনশন হচ্ছিল। তবে দায়িত্ববোধের দিক থেকে হলেও আমার এটা করার প্রয়োজন ছিল। এজন্য সামনে পিছনে কোন কিছু চিন্তা না করেই বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আসলে আমাদের ট্রেন ছিল তিনটা আটান্ন তে অর্থাৎ বারাসাত লোকাল। যাই হোক যথাসময়ে স্টেশন দিয়ে ট্রেন আসার কথা থাকলেও মোটামুটি ১০ মিনিট দেরি করে প্লাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো। এর আগে আমি কখনো এই ট্রেন এত দেরি করে প্লাটফর্মে আসতে দেখিনি। তবে এই ব্যাপারটা নিয়ে অত বেশি মাথাব্যথা আমার ছিল না। যাই হোক ট্রেনে উঠে মোটামুটি ৪৫ মিনিটের ভিতরে আমরা দমদম স্টেশনে পৌছালাম।

InShot_20230715_221632932.jpg

দমদম স্টেশনে ট্রেন সাধারণত কিছু সময় দাঁড়ায় এটা নরমাল ব্যাপার। এর আগে অনেকবার ঘটেছে এরকম তবে ওইদিন কেন জানিনা প্রায় ১৫ থেকে ২০ মিনিট দমদম স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল। কলকাতা স্টেশনে নাকি এক্সপ্রেস ট্রেন ভুল প্লাটফর্মে ঢুকে যাওয়ার কারণে লাইন ক্লিয়ার ছিল না। এজন্য বেশ কিছুটা সময় লাগছিল। যদিও এরকম ঘটনা সচরাচর শোনা যায় না, তবে লোকের মুখে শুনে যেটা মনে হয়েছিল সেটাই আর কি বললাম। যথারীতি লাইন ক্লিয়ার হলে পুনরায় হুইসেল দিয়ে ট্রেন প্লাটফর্ম ছাড়লো। মোটামুটি বাকি স্টেশনগুলো ট্রেন বেশ ভালোই যাচ্ছিল তবে হঠাৎ করেই আর একটা আচমকা বিপদ আমাদের সামনে এসে উপস্থিত হলো। হঠাৎ করে দেখলাম মাঝ রাস্তায় ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এমনিতে সাধারণত প্ল্যাটফর্ম ছাড়া ট্রেন কোন কারণ ছাড়া বা সিগনাল না দিলে যে কোন জায়গায় দাঁড়ায় না। তবে ওই দিন হঠাৎ করেই বিনা সিগনালে কি করে দাঁড়ালো বুঝতে পারলাম না।

InShot_20230715_221725216.jpg

InShot_20230715_221709744.jpg

এদিকে সময় গড়িয়ে যাচ্ছে, যেখানে আমাদের এক ঘন্টা কুড়ি মিনিটে গন্তব্য স্টেশনে পৌঁছানোর কথা সেখানে প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এখন অব্দি ট্রেন পৌঁছানোর নাম নেই। অর্থাৎ এই মুহূর্তেও যদি ট্রেন ছেড়ে দেয় তাহলেও কমপক্ষে এখনো আধা ঘন্টার মত সময় লাগবে। অর্থাৎ এক ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা দুই আড়াই ঘন্টায় গিয়ে পৌঁছাচ্ছে। যেহেতু ট্রেন ছাড়তে বেশ কিছুটা দেরি হচ্ছিল এজন্য অনেকটা কৌতুহল নিয়ে নিজের সিট ছেড়ে বেরিয়ে পড়লাম। দরজার সামনে গিয়ে দেখি সেখানে প্রচুর লোক এবং লোকে বলাবলি করছে নাকি ট্রেনে গরু কাটা পড়েছে। এই ঘটনাটা সাধারণত সচরাচর হয় না। তবে ওই দিনটাই আসলে আমাদের জন্য খারাপ ছিল এজন্য হয়তো এরকম ঘটনা বারবার ঘটে চলেছে। বাগবাজার স্টেশন থেকে বেশ কিছুটা পেছনে এসে ট্রেন দাঁড়িয়েছিল হঠাৎ করেই দেখলাম গঙ্গার দৃশ্য এবং বাগবাজারের যে ঘাট রয়েছে সেখানকার কিছু জায়গা দেখা যাচ্ছে। এজন্য ঝটপট এই সুযোগে কিছু ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230715_221652306.jpg

এইভাবে যে কত সময় কেটে গেছিল আসলে বলতে পারব না। তারপরে দেখলাম যে ট্রেন আস্তে আস্তে চলতে চলতে বাগবাজার প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। সত্যি কথা বলতে ওই দিনটা এত বেশি বোরিং লাগছিল এদিকে ডাক্তারের অ্যাপার্টমেন্ট দেওয়া ছিল যে সময় সেটা গড়িয়ে আরো প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। ডাক্তারবাবুকে ফোন করে যে বলব আমাদের ট্রেন লেট করেছে সেটারও কোন উপায় হচ্ছিল না। এজন্য বৌদি অনেক বেশি টেনশন করছিল। যেহেতু বৌদির ডাক্তার দেখানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সত্যি কথা বলতে এই একটা ট্রেন ঘন্টাখানেকের বেশি লেট করে ফেলার ফলে পেছনে যত ট্রেন ছিল সেগুলো পরপর দেরি হতে থাকে। মোটামুটি একটা উশৃংখল পরিবেশের তৈরি হয়েছিল। এদিকে ট্রেনে যারা যাত্রী ছিলেন তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ কাজ ছিল। তারাও সামনে এগিয়ে যেতে পারছে না আবার অন্য গাড়ি ধরে যে গন্তব্যে যাবে সে রকম উপায় ছিল না। সব মিলিয়ে একটা দুর্বিসহ ব্যাপার তৈরি হয়েছিল। যাইহোক যথারীতি আরো কিছু সময় প্ল্যাটফর্মের ট্রেন দাঁড়িয়ে এইবার নিজের গতিতে ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আসলে আর তেমন কোন সমস্যা হয়নি। তবে ওই দিনের জার্নিটা আমাদের কাছে অনেক বেশি বোরিং এবং এতটাই অসহ্যকর ছিল যেটা বলে বোঝাতে পারবো না।

শ্রেণীজেনারেল রাইটিং।
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবাগবাজার,কলকাতা।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

বিরক্তকর একটা মুহূর্ত র সম্মুখীন হয়েছেন যা বুঝলাম। আমরা একবার যশোরে যাওয়ার পথে ঝিনাইদুয়ার মধ্যে এমনটা হয়েছিল। কেন যে ট্রেন থেমেছিল সেটা কোনোভাবে জানতে পারছিলাম না একদম শেষের দিকে শুনতে পেয়েছিলাম একটি ট্রেন ক্রস করবে এই পাশের লাইন তাই দাঁড়িয়ে রয়েছে।

 last year 

হ্যাঁ ভাই ,এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে গেলে খুবই বিরক্তিকর লাগে। সেই রকম একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছিলাম সেদিন।

 last year 

রাস্তার মাঝখানে হঠাৎ ট্রেন থেমে গেলে অনেক বিরক্ত লাগে। ট্রেনের লেইটের কারনে আপনার জীবন থেকে প্রায় এক ঘন্টা সময় চলে গেল। আমাদের দেশে এমন অহরহ হয় । তাই আমরা অব্যস্ত হয়ে গেছি। ধন্যবাদ আপু।

 last year 

তাহলে তো আপনাদের দেশে যাতায়াত করা খুবই সমস্যার ব্যাপার ।একদিন এরকম হয়েছে তাই আমি বিরক্তিকর হয়ে উঠেছিলাম আর প্রতিনিয়ত এরকম হলে কতটা অস্বস্তির মধ্যে আপনাদের পড়তে হয় ,বুঝতে পারছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27