কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে মূলত কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট করব। আমার বাংলা ব্লগের অনেক সদস্য রয়েছেন, যারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আমি ভালো ফটোগ্রাফি করতে পারি না, তবুও কিছুটা চেষ্টা করি আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আমি আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব সেগুলো ভিন্ন দিনে ভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।


IMG_20230525_224047.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২০/০৫/২০২৩


এটি হলো কাঁটা মুকুট বা ইউফরবিয়া মিলি নামক একটি সপুষ্পক উদ্ভিদ। যাদের আদিমতম বাসস্থান ছিল মাদাগাস্কারে। এটি মূলত উষ্ণ মণ্ডলীয় অঞ্চলে জন্মায়। এই ফুলের গাছের নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটিতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এই গাছ প্রায়ই দেখা যায়, আপনারাও হয়তো সকলেই দেখেছেন। বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ির টবের থেকে এই ফুলের ছবি সংগ্রহ করেছিলাম।

IMG_20230525_224026.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২০/০৫/২০২৩


এটি তো আমাদের সকলেরই অতি পরিচিত একটি ফুল ,যার নাম হলো ডালিয়া। ডালিয়া আমার খুবই পছন্দের একটি ফুল। গোলাপ সবচেয়ে বেশী পছন্দের হলেও ,তারপরেই ডালিয়ার স্থান। ডালিয়া ফুলের বেশ কয়েকটি রং আমরা দেখে থাকি , তার কোনটাই খারাপ নয়। তবে কোথাও যেন,এই গাঢ় গোলাপি রঙের ডালিয়া ফুলটির প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে। এই ফুলটির ফটোও প্রথম ফুলটির মতোই ,বন্ধুর বাড়ির ছাদের থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20230523130940.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২৩/০৫/২০২৩


এটি তো আমাদের সকলেরই প্রিয় আর সকলেরই অতি পরিচিত, ভালোবাসার প্রতীক রূপে চিহ্নিত, সেই জনপ্রিয় ফুল গোলাপ। গোলাপ তো ফুলের রানী। এই ফুল কি কারো প্রিয় না হয়ে পারে? আমার কাছে সব রংয়ের গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। তবে লাল রঙের গোলাপ ফুলটা একটু বেশি ভালো লাগে। গোলাপি রঙের গোলাপ ফুলটিও দেখতে খারাপ লাগছে না। এই ফুলের ফটোটি আমি, আমাদের কলেজ প্রাঙ্গণ থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20230523130947.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২৩/০৫/২০২৩


এই ফুলের গাছটি আমি রাস্তাঘাটে প্রায়ই দেখে থাকি , তবে এই ফুল গাছটির নাম আমি এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি। যাই হোক ফুল গাছটি দেখতে ভালো লাগে, তাই একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আপনাদের যদি কারও গাছটির নাম জানা থাকে ,অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানাবেন। আর হ্যাঁ এই ফুলের ফটোগ্রাফিটিও আমি গতকাল কলেজ প্রাঙ্গণ থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20230525131029.jpg


IMG20230525131018.jpg


IMG20230525131015.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২৫/০৫/২০২৩


এই ফুল তো আমরা সকলেই প্রতিনিয়ত দেখে থাকি। এটি হল বাগান বিলাস ফুল। ইংরেজিতে যাকে আমরা বোগেইনভিলিয়া বলে চিনি। সাধারণত এই ফুলের বেগুনি,গোলাপী আর সাদা রংয়ের প্রজাতি হয়ে থাকে। এর মধ্য থেকে আমি আজকে গোলাপি রঙের ফুলটির ফটোগ্রাফিটি সংগ্রহ করেছিলাম ,রাস্তার ধারের একটি বাড়ি থেকে। আসলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ,ঝোপের আকারে বৃদ্ধি প্রাপ্ত এই ফুলের গাছটি বেশিরভাগ সময়ে ব্যবহার করা হয়ে থাকে।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন ছিল তো। সত্যি আমি চোখ ফেরাতে পারছিলাম না আপনার ফটোগ্রাফি গুলোর দিক থেকে। বেশ কয়েক রকমের ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনি আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন এবং বর্ণনা সহকারে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে বিশেষ করে ডালিয়া এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি একটু বেশি মুগ্ধ করেছে আমাকে।

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে আর ডালিয়া এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি দুটি একটু বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।।

 last year 

আপনি তো খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি করা ফুল গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এবং অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও! আপু বেশ কয়েকটি খুবই চমৎকার ও অসাধারণ ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফুলেই আমার খুব প্রিয় ফুলের মধ্যে তাই যতই দেখি ততই দেখতে মন চায়। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ফুলগুলি আপনার প্রিয় এবং ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু এই ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। কাটা মুকুট ফুল গুলো দেখতে খুব ভালো লাগে। তাছাড়া বাগান বিলাস ফুলগুলো বাড়ির ছাদে খুব সুন্দর লাগে দেখতে। আপনার ডালিয়া এবং গোলাপ ফুলটির ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

কাঁটা মুকুট,বাগান বিলাস ,ডালিয়া এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু, আমাদের এই কমিউনিটিতে অনেক ভাই ও বোনেরা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করে, যা দেখে অনেক সময় প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া যায় না। সে দিক থেকে আপনিও কম- দক্ষ নন ফটোগ্রাফি করাতে। কেননা আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। যা দেখে খুবই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলোও আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।অনেক ধন্যবাদ আপনাকে ।

 last year 

কে বলছে আপু আপনি ফটোগ্রাফি সুন্দরভাবে করতে পারেন না। আপনি তো অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন বেশ ভালই লাগলো প্রতিটি ফটোগ্রাফি দেখতে। আপনি ঠিক বলছেন গোলাপ ফুল ভালোবাসার প্রতীক দেখতে অনেক ভালো লাগে। এছাড়া কাঁটা মুকুট ফুল অসাধারণ ক্যাপচার করতে পেরেছেন।

 last year 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ।অনেক ধন্যবাদ আপনাকে।

যে ফুলের নামটা তুমি জানো না ওটা হল বালসাম রোজ। বড় বড় পার্কের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার করা হয় এই ফুলের গাছ। যাই হোক তোমার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। খুব ভালো ফটোগ্রাফি করো তুমি।

 last year 

নাম না জানা ফুলটির নাম বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমার তোলা ফটোগ্রাফি গুলো তোমার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম দাদা।

 last year 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। কে বলেছে আপনি ঠিকমত ফটোগ্রাফি করতে পারেন না। আপনার ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। সত্যি বলতে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। যা বলে ভাষা প্রকাশ করার মতো নয়। এবং অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আমাদের মাঝে।

 last year 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো দেখে
আমার ছাদ ভর্তি গাছ আছে ,কাটা মুকুট আছে বিভিন্ন জাতের
আর আপনি যে গাছ টির নাম জানেন টা ওই গাছের নাম দোপাটি
এই গাছের বীজ গুলো ম্যাজিক এর মত বীজ গুলো পেকে গেলে বীজ টা টাচ করা মাত্র বীজ টা খুলে সব ভিতরের বীজ গুলো বের হয়ে যায়

 last year 

আপু আপনাদের বাড়িতে তো দেখছি তাহলে অনেক ধরনের কাজ রয়েছে। দেখতে নিশ্চয়ই তা খুবই ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67838.57
ETH 2628.40
USDT 1.00
SBD 2.72