টিনটিনের হাতেখড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই ? আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট টিনটিনের হাতেখড়ির কিছু সুন্দর মুহূর্ত।
গতকাল ২৬ শে জানুয়ারি একই সঙ্গে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস আর স্বরস্বতী পূজা দুটোই ছিল। তাই টিনটিন বাবুদের বাড়ীতে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছিল আর সেই টিনটিন বাবুর হাতেখড়ি।

পুজো শুরু হওয়ার কথা ছিল বেলা ১২ টায়। তাই আমি ঠিক করেছিলাম ১১:৩০ টায় যাবো । কিন্তু বৌদি ফোন করে বলেছিল তুমি একটু তাড়াতাড়ি চলে এসো তাই আমি একটু তাড়াতাড়ি গেছিলাম। কিন্তু ঠাকুর মশাই এসেছিলেন বেলা ১ টার দিকে। তারপর খুব ভালো ভালো পুজো সম্পূর্ণ হয়েছিল। আর টিনটিন বাবুও খুব খুশি হয়ে হাতেখড়ি দিয়েছিল।

IMG_20230127_090833.jpg

কী অদ্ভূত সুন্দর মায়ের মুখ।

IMG_20230127_090900.jpg

IMG_20230127_091226.jpg
এই যে ছোট্ট টিনটিন বাবু হাতেখড়ি দেওয়ার জন্যে তৈরী হয়ে গেছে। খুব খুশি ছিল টিনটিন সকাল থেকেই।

IMG_20230127_091003.jpg

IMG_20230127_090945.jpg

IMG20230126115004.jpg

IMG20230126114956.jpg

IMG20230126114945.jpg

এরপর আমাদের সব কাজ শেষ হয়ে গেছিল কিন্তু ঠাকুর মশাই আসতে দেরি হয়েছিল তাই ঠাকুররের পাশে রাখা কয়েকটি ফুলের ফোটো তুলেছিলাম।

তারপর ঠাকুর মশাই আসার পর তার হাত ধরে টিনটিনের হাতেখড়ি সম্পূর্ণ হয়েছিল। কিন্তু সেটা দেখাতেই এতো ব্যস্ত হয়ে গেছিলাম যে তখন আর ছবি তোলা হয়নি।
এরপর আমরা সকলে অঞ্জলী দিয়েছিলাম ।
IMG_20230127_091152.jpg

অঞ্জলী দেওয়া হয়ে গেলে শুরু হয়েছিল যজ্ঞ অনুষ্ঠান। সবকিছুই খুব ভালো ভাবে সম্পূর্ণ হয়েছিল।
এরপর আমরা একসাথে প্রসাদ খেয়েছিলাম আর বৌদি আমাকে রাতে না খেয়ে কিছুতেই আসতে দেয়নি। তাই কাল সারাদিন বৌদিদের বাড়িতেই ছিলাম।
এবারের স্বরস্বতী পুজো বেশ অন্যরকম ভাবে সুন্দর ভাবে কেটেছে।
ফটোগুলো আমি নিজেই তুলেছি realme 8i এর ফোনে।
আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

সরস্বতী পূজার দিনে টিনটিনের হাতে খড়ি দিয়েছে শুনে ভালো লাগলো। আর টিনটিন বাবু অনেক খুশি দেখেই বোঝা যাচ্ছে। ঠাকুর মশাই আশা পর্যন্ত আপনি তো অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু । ফটোগ্রাফিগুলো কিন্তু চমৎকার হয়েছে। সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন সেটা আমাদের সাথে শেয়ার করলেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর হাতেখড়ি বেশ ভালো ভাবেই হয়েছে দেখছি।টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো।🧡 আপনি এবারের সরস্বতী পূজা খুব ভালো কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। সত্যিই মায়ের মুখ খানা অদ্ভুত রকমের সুন্দর লাগছে।সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর সুন্দর হাতে খড়ির বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক ফটোগ্রাফির মধ্য দিয়ে। অনেকগুলো ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো আমার। আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারলাম। তথ্যগুলো জানার পর বেশ ভালো লাগলো আমার। বাবুর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই সরস্বতী পূজার দিনে টিনটিন হাতে খড়ি দিয়েছে এটা জেনে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বুঝতে পারছি বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা। আর টিনটিন বাবুও অনেক খুশি হয়েছে মনে হচ্ছে। আপনি একটু তাড়াতাড়ি গিয়ে তাহলে ভালোই করেছেন। আর আপনারা একসাথে প্রসাদ খেয়েছেন এবং বৌদি আপনাকে রাতে না খেয়ে কিছুতেই যেতে দেয়নি তাহলে পুরো দিনটা বেশ ভালই কাটিয়েছেন ওনাদের বাড়িতে। বুঝতেই পারছি এবারের সরস্বতী পুজো বেশ অন্যরকম ভাবে কেটেছে। শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলোও বেশ ভাল ছিল।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক মজা করে কেটেছে দিনটা। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সরস্বতী পুজোর দিনে টিনটিনের হাতে খড়ি দিয়েছে শুনে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে কিন্তু ফুলগুলোর ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন সরস্বতী পুজোতে। আসলে আপনার কাটানো এতো সুন্দর মুহূর্ত দেখে এবং তা পড়তে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। এরকম একটি মুহূর্ত সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখেই ভালো লাগলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60255.54
ETH 2640.76
USDT 1.00
SBD 2.55