কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন কিছু ফটোগ্রাফি পোস্ট নিয়ে। যেকোনো কিছুর ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে ,যদিও খুব ভালো করে ফটোগ্রাফি করতে পারিনা তবুও চেষ্টা করি। সেরকমই আজ আমি রাস্তার ধারে ফুটে থাকা কিছু ফুলের ফটোগ্রাফি করেছি। সেগুলোই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG20230501120409.jpg

IMG20230501120309.jpg

এটি হলো বাগান বিলাস ফুল। এটি আমাদের সকলেরই খুবই পরিচিত একটি ফুল। এ গাছটির প্রায় ১৮ টি প্রজাতি রয়েছে। এটি গুল্মজাতীয় বৃক্ষের গণবিশেষ। বিভিন্ন রঙের অধিকারী এই ফুল গাছটি দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে উৎপত্তি হয়েছে। বাড়ির চারপাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছের আধিক্য দেখা যায়।

IMG20230501120443.jpg

এটি হল মাধুরীলতা ফুল। এই ফুলটি আমরা প্রায়ই বাড়ির গেটের সামনে দেখে থাকি। খুব দ্রুত এই গাছটি বেড়ে ওঠে। এই গাছটির লতা খুবই শক্ত ,কয়েক বছর হয়ে গেলে মোটা হয়ে যায়। এই ফুল কিন্তু সুগন্ধে ভরপুর। গ্রীষ্ম ও বর্ষায় এই ফুলের প্রচুর পরিমাণে আধিক্য দেখা যায়। তবে বছরের অন্যান্য সময়ও কমবেশি ফুটতে থাকে ,তাই একে বারমাসী ফুলও বলা হয়।

IMG20230501120322.jpg

এটি হল কাঠগোলাপ ফুলের গাছ। এটিও আমাদের অতি পরিচিত একটি ফুলের গাছ। গাছটি ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এই কার্ডগুলা ফুল বিভিন্ন নামে পরিচিত যেমন গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতা গোলাপ ইত্যাদি। এই ফুলগুলির কোনটিতে সাদা পাপড়ির ওপর হলুদ দাগ থাকে আবার কোনটিতে লালচে গোলাপি রঙের দাগ থাকে।

IMG20230501120332.jpg

IMG20230501120340.jpg

এটি হল লান্টানা ফুল। এটি আমাদের হয়তো সকলের চেনা,তবে নাম টা সকলের না জানা থাকতে পারে। এই গাছের পাতা ম্যালেরিয়া, চিকেনপক্স, হাঁপানি, আলসার, টিউবার, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

IMG20230501120241.jpg

IMG20230501120225.jpg

এটি হলো অলকানন্দা ফুল। এই ফুলের হলুদ রঙেরও একটি প্রজাতি রয়েছে। রৌদ্রজ্জ্বল দিনে এটি সবথেকে ভালো ফোটে। এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। আবার কখনো কখনো ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি অনেকটা লতা জাতীয় গাছ তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে এটি বেড়ে ওঠে।

আজ আর নয় ।আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবনগাঁ
Sort:  
 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কাঠ গোলাপের ফটোগ্রাফি এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

কাঠ গোলাপের ফটোগ্রাফি আর বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ দারুন তো। বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আজ আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার করা ফটোগ্রাফি পোস্ট দেখে মন ভরে গেল আপু। অসাধারণ ছিল আজকের পোস্টটি।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দিদি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। সবগুলো ফটোগ্রাফি ই দারুন হয়েছে দেখতে।আপনি বিবরন তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দিদি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের বিবরণ গুলো তুলে দেওয়ায় পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগে। ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমিও ফুল ভীষণ পছন্দ করি। বাগান বিলাস ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভালো লাগলো ফুলের ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ভাই ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লাগছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

ফটোগ্রাফিতে তো দেখছি দিন দিন তোমার ভালই ইমপ্রুভমেন্ট হচ্ছে। খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

খুশি হলাম একটি প্রশংসনীয় মন্তব্য শুনে। ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপু প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।।
বাগান বিলাসের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগেছে।
আমার ফুল বাগানে ও বেশ কিছুদিন আগে বাগান বিলাসের চারা রোপন করেছি।।

 2 years ago 

আপনার ফুলবাগানেও কিছুদিন আগে বাগান বিলাসের চারা রোপণ করেছেন জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফুল পবিত্র ফুলকে আমরা সবাই কমবেশি ভালবাসি। আপনি দেখতে অনেক সুন্দর ভাবে রংবেরঙের ফুল আপনার ফোনে ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সব থেকে বেশি ভালো লেগেছে কাট গোলাপ ফুলটি এই ফুলটির অনেক সুবাস ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই ,পবিত্র ফুল কে আমরা সবাই কম বেশি ভালোবাসি। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দিদি আপনার প্রতিটি ফটোগ্রাফি মনোমুগ্ধকর হয়েছে। বাগান বিলাস ফুল আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কালারের অলকানন্দা ফুল আমি কখনো দেখি নাই যেটা আপনি ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.36
JST 0.057
BTC 96093.70
ETH 3793.22
SBD 4.13