|| একগুচ্ছ অণু কবিতা ||

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অণু কবিতা নিয়ে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকেই আমার মূলত এই অণু কবিতা সম্পর্কে ধারণা হয়। এর আগে কখনো অণু কবিতা বলে যে কিছু হয় সেটাই জানতাম না। সে যাইহোক আমার বাংলা ব্লগের বেশ কয়েকজন সদস্য ভালো অণু কবিতা লেখেন, তাদের দেখেই মূলত উৎসাহিত হয়ে আমিও একটু-আধটু লেখার চেষ্টা করি। সেই রকমই আজকে তিনটে অণু কবিতা লিখে ফেলেছি। তার মধ্যে প্রথমটি বিরহকে ঘিরে , দ্বিতীয়টি এক প্রেমিকের তার প্রেমিকাকে ঘিরে কল্পনাকে নিয়ে লিখেছি এবং তৃতীয়টি এক প্রেমিকার তার প্রেমিকের প্রতি অনুভূতিকে নিয়ে লিখেছি। আশা করি অণু কবিতাগুলি আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


valentines-day-3940842_1280.jpg

সোর্স


অণু কবিতা - ০১


শান্ত বিকেল, স্তব্ধ বাতাস,
তাপ-উত্তাপ নেই কেন আজ?
পৃথিবীরও কি মন ভেঙেছে?
নাকি মেঘ জমেছে মনে?

তা যদি জমেই থাকে,
ঝরুক না তা বৃষ্টি হয়ে।
বৃষ্টি ফোঁটায় গা ভিজিয়ে,
আমিও মুছবো দুঃখ- কষ্ট।


অণু কবিতা - ০২


চাঁদের মতো মুখটি তোমার,
কাজল কালো আঁখি।
তুমি আমার ভোরের বেলার,
নীল আকাশের পাখি ।

রেশমি কালো ঘন চুলের,
খোঁপায় গোজা ফুল,
হাসলে তোমায় দারুণ লাগে,
দেখি হয়ে মসগুল।


অণু কবিতা - ০৩


শ্রাবণ মাসের বৃষ্টি আমি,
তুমি আমার মেঘ।
শীতের দিনের চাদর আমি,
তুমি আমার কম্পন ।

শরৎ কালের কাশফুলেও,
তোমায় খুঁজে পাই।
গ্রীষ্মকালের তপ্ত রোদেও,
তোমায় ছায়া পাই।


পোস্ট বিবরণঅণু কবিতা

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Sort:  
 last year 

আসলে আপু আপনার মত আমিও আমার বাংলা ব্লগে এসেই অনুকবিতা শিখেছি। আমিও এর আগে জানতাম না অনুকবিতা বলে কিছু হয়। যাই হোক আপনার অনু কবিতাগুলো বেশ চমৎকার হয়েছে। এর আগের গুলো আমি পড়েছি বেশ ভালো লাগে পড়তে। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার লেখা অণু কবিতা গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে অনু কবিতার ২ এই অংশটি খুব বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে, অণু কবিতা গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা আপনি তিনটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। আসলে আপু মানুষের যদি মন ভেঙ্গে যায় পৃথিবী একটু স্তব্ধ হয়ে যায়। ধন্যবাদ দারুন ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই, আমার লেখা অণু কবিতা গুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

দারুন কবিতা লিখেছেন দিদি।কবিতাগুলো ছন্দে সুরে সুরে পড়তে বেশ আনন্দই লাগছে। আপনার মত আমিও আমার বাংলা ব্লক পরিবারের জয়েন করার পরে অনু কবিতাগুলো লিখতে শিখেছি।ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু অন্য কবিতা উপহার দেয়ার জন্।

 last year 

অণু কবিতা গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48