//জেনারেল রাইটিং//কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় //

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

IMG-20230728-WA0008.jpg


সোর্স


টাইটেলটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ,কি বিষয়ে লিখতে চলেছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছেন, ছোটবেলার বন্ধুত্ব নিয়েই কিছু কথা আজ বলবো। বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু বন্ধুত্ব থেকেও যাচ্ছে। কিন্তু সেটা হয়তো হাতে গোনা এক থেকে দুটো। কারো কারো জীবনে সেই দুই - একটা বন্ধুও থাকছে না।

এর পিছনে আমরা খুব বেশি একটা দায়ী নই। কারণ ছোটবেলার বন্ধুত্ব গুলো হয় নিষ্পাপ শিশু মনের মধ্যে। এই শিশু মনে থাকে না কোন হিংসা, ক্ষোভ, স্বার্থপরতা প্রভৃতি। সেখানে শুধু থাকে সহজ সরল দুটি মনের ভালোবাসা। সেই বন্ধুত্বের চিন্তাভাবনায় শুধু থাকে,"কখন স্কুলে বন্ধুর সাথে দেখা হবে?","টিফিনের সময় কখন সব বন্ধুরা মিলে একসাথে খেলাধুলা করব?", "কখন সব পড়া শেষ করে দৌঁড়ে ছুটে বাইরে বেরিয়ে যাব, বন্ধুর সাথে খেলতে?" ইত্যাদি।

IMG-20230728-WA0006.jpg


সোর্স


মানে বুঝতেই পারছেন, সেই বন্ধুত্বে শুধু খেলাধুলো আর হইহুল্লোড়। আবার এক বন্ধু কষ্ট পেলে আর এক বন্ধুও তার জন্য কষ্ট পায়। ছোট হলেও তাদের একজনের জন্য আরেকজনের কষ্ট হয়। এটাই তো আসল বন্ধুত্ব তাই না? কিন্তু বড় হওয়ার সাথে সাথে যে বন্ধুত্বগুলো হয়, সেটা যেন কখনোই পুরোপুরি নিঃস্বার্থভাবে হয় না । ঠিক কোনো না কোনো দরকারে কথা বলা শুরু হয়, তারপর সেখান থেকে কারো কারো সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ,আবার কারো কারো সাথে সামান্য।

তাই বড় বয়সের বন্ধুত্ব গুলো বেশিরভাগ সময়ে দরকার ফুরোলে আর থাকে না। তবে হ্যাঁ, দু একটা বন্ধু কারো কারো ক্ষেত্রে থেকেই যায়। ওই যে কথায় আছে না, সব মানুষ সমান হয় না। সেরকমই দু একটি বন্ধু হয়তো নিঃস্বার্থভাবে থেকেও যায়, তারাই ধীরে ধীরে হয়ে ওঠে আমাদের প্রিয় বন্ধু। এই প্রিয় বন্ধুরাও বন্ধুর দুঃখে ব্যথিত হয় ঠিকই, কিন্তু ছোটবেলার সেই বন্ধুর মত হয় না। একটু হলেও ছোটবেলার প্রিয় বন্ধু আর বড় বেলার প্রিয় বন্ধুর মধ্যে যেন একটা ফারাক থেকেই যায়।

IMG-20230728-WA0007.jpg


সোর্স


এত কাছের, এত প্রিয় ,নিঃস্বার্থ বন্ধুত্ব হওয়া সত্ত্বেও হাজারে একটা ছোটবেলার বন্ধুত্ব হয়তো টিকে থাকে । এর কারণ তাদের মধ্যে হিংসা বা স্বার্থপরতা বা ক্ষোভ কোনটাই নয়। এর কারণ হলো যোগাযোগের অভাব। যেমন ধরুন, আমরা যখন ছোটবেলার স্কুলে পড়তাম আমাদের কাছে না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল মেসেঞ্জার ,আর নাই বা ছিল ফেসবুক। থাকবে কোথা থেকে মোবাইল ফোনই তো আমাদের ছিলনা। বাবা মায়ের কাছে মোবাইল ফোন থাকলেও সেটাতে তো আর হোয়াটসঅ্যাপ ছিল না , ফেসবুক ছিলনা। থাকবেই বা কোথা থেকে তখন তো স্মার্টফোনই ছিল না।

এইসব কারণেই হয়তো, আজ আমাদের সেই ছোট্টবেলার নিঃস্বার্থ ভালোবাসার প্রিয় বন্ধুগুলো আর নেই। কোনদিন দেখা হবে কিনা জানিনা? আর দেখা হলেই বা দুজন দুজনকে চিনতে পারব কিনা এটাও জানিনা। দেখা না হলেও, চিনতে না পারলেও, তারাই আমাদের প্রিয় বন্ধু। ছোটবেলার বন্ধুরা ছাড়া আসলেই বড় বয়সে এসে কখনোই নিঃস্বার্থ প্রিয় বন্ধু খুঁজে পাওয়া যায় না। তাই ছোটবেলার সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রিয় বন্ধুগুলো যেখানেই থাকুক না কেন সকলেই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক আর নিজেদের লক্ষ্যে এগিয়ে যাক ,এই কামনাই করি।

শ্রেণীজেনারেল রাইটিং

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Sort:  
 last year 

আসলে বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলার সেই বন্ধুগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। সেই বন্ধুগুলো কোথায় আছে কেমন আছে এটাও আমরা জানি না। তবে ছোটবেলার সেই বন্ধুরাই আমাদের সব থেকে বেশি আপন। এটা ঠিক বলেছেন হয়তো এখন তাদেরকে দেখলে ও আমরা চিনব না তবে তারাই আমাদের বন্ধু। বন্ধুদের নিয়ে অনেক সুন্দর ভাবে আজকের পোস্টটা লিখেছেন দেখে পড়ে ভালো লাগলো।

 last year 

বন্ধুদের নিয়ে লেখা আমার আজকের পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় এই লাইনটা নিয়ে একটি গান রয়েছে এবং ওই গানটি আমার খুবই প্রিয় একটি গান। সত্যি বলতে বাস্তবিক জীবনে ব্যস্ততা ও অজুহাতের আড়ালে অনেক সম্পর্ক হারিয়ে যায়। কেউ কেউ ইচ্ছে করে ব্যস্ততা দেখায়। আবার কেউ কেউ ব্যস্ততার কারণেই সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয় না। আবার কেউ কেউ রয়েছে নিজেকে অজুহাত এর মাধ্যমে আড়াল করে রাখে। আর এভাবেই মূলত অসংখ্য সম্পর্ক ধ্বংস হয়ে যায়।

 last year 

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন, টাইটেলের এই লাইনটা নিয়ে একটি গান রয়েছে ,যেটা আমারও অনেক পছন্দের একটি গান। আসলেই বাস্তবিক জীবনে ব্যস্ততা, অজুহাত আবার কখনো কখনো ইচ্ছাকৃতভাবে অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়।

ছোটবেলার বন্ধুত্বের মতো ওরকম মধুর বন্ধুত্বের সম্পর্ক আর কোনদিনও হবে না। কারণ আমাদের যত বয়স বাড়ে তত আমরা বুঝতে শিখি এবং নিজেদের ভালোটা যাতে হয় সেটা করার জন্য অন্যের ব্যাপারগুলোকে খুব বেশি একটা গায়ে লাগাই না। অর্থাৎ আমরা স্বার্থ ছাড়া কোন কিছুই করতে পারি না। এখন যদি কোন বন্ধু তোমার জীবনে আসে এবং কিছুদিন পর সে যদি ছেড়ে চলে যায় তাহলে বুঝে নেবে তার প্রয়োজন তোমার কাছে ওইটুকুই ছিল। বেশ ভালো একটা পোস্ট লিখেছো আজকে।

 last year 

বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে প্রয়োজন পড়লেই বড় বয়সে এসে বন্ধুত্ব হয়, তবে ছোটবেলার মতো নিঃস্বার্থ মধুর বন্ধুত্ব আর কখনোই হয় না। আমার লেখা পোস্টটি তোমার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ।ধন্যবাদ।

 last year 

আসলে আপু সময় এবং বয়স নিবিড় ভাবে জড়িত একে অপরের। সময়ের সাথে সাথে নিজের বয়স বেড়ে যায় এর বয়স বাড়ার সাথে সাথে মানুষের বন্ধু বান্ধবও কমে যায়। কারণ সবাই নিজ নিজ কাজে জন্য ব্যস্ত হয়ে পড়ে। ইচ্ছা থাকলেও বন্ধু বান্ধবের সাথে সময় দেয়ার মত সেই সুযোগ থাকে না। আর এটাই হলো আসল কারণ। বয়স বাড়লে বন্ধুবান্ধবের হারিয়ে যায়।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, বয়স বৃদ্ধির সাথে সাথে বন্ধু-বান্ধবের সাথে সময় দেওয়ার মত সুযোগ আর হয়ে ওঠে না । সেই জন্যই অনেক বন্ধু হারিয়ে যায়।

 last year 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ছোটকালে একসাথে খেলা করতে অনেক বন্ধু-বান্ধব হয়। যখন বয়স বাড়তে বাড়তে এইসব বন্ধুগুলো বিভিন্ন জায়গাতে বা আন্তরিকতা কমে বন্ধুত্ব কমে যায়। আর যেসব বন্ধু থাকে তাঁরা একদম প্রিয় বন্ধু হিসেবে থাকে। অনেক সময় অনেক ভুল ত্রুটির কারণেও বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ‌

 last year 

বন্ধুদের নিয়ে লেখা, আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে আমরা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক জনের সাথে অনেক মানুষের সাথে পরিচিত হই। আর ছোটবেলায় বেশিরভাগ সময় আমাদের অনেক বেশি বন্ধু থাকে। আর সেই বন্ধুগুলো আমাদের অনেক বেশি আপন হয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এক একটা বন্ধু একেক জায়গায় চলে যায়, তাদের সাথে আর দেখা তো দূরের কথা, কথাও হয় না। আসলে আমি এ দোয়া করি যেন আমার বন্ধু গুলো ও অনেক বেশি ভালো থাকে। যারা আমাদের থেকে অনেক বেশি দূরে রয়েছে।

 last year 

আমিও আপনার মত কামনা করি ,যাতে সমস্ত বন্ধুগুলো ভালো থাকে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 last year 

ছোটকালে এমন এমন খেলার সাথী বাঁ বন্ধু আছে যাদেরকে বড় হলেও মনে পড়ে। অনেক সময় বড় হলে সময়ের কারণে অনেকজন অনেক দূরে চলে যায়। তবে বড় কাল থেকে ছোটকাল অনেক ভালো। কোন চিন্তা ভাবনা নেই ছোটকালে ‌ ।তবে এমন আবার বন্ধু আছে ছোটকালে যারা দূরে থাকলেও সব সময় যোগাযোগ করে। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার লেখা পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56989.27
ETH 2425.90
USDT 1.00
SBD 2.39