স্বরচিত কবিতা //"রাত্রি"//
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নিজের লেখা কবিতা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সত্যি বলতে এর আগে আমি কখনও নিজে কবিতা লিখিনি আর লেখার চেষ্টাও করিনি। তবে কবিতা আবৃত্তি পাঠ করতে আমার ভীষণ ভালো লাগে তাই এই কাজটি আমি নিয়মিত করি। তবে আমার বাংলা ব্লগের কিছু সদস্যদের থেকে অনুপ্রাণিত হয়ে আমিও প্রথমবারের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম।
রাত্রিটা আসলে ,
এক একজনের কাছে এক একরকম
কারো সুখের,
কারো বা দুঃখের
কারো ভালো লাগার,
কারো বা খারাপ লাগার
কারো হইহুল্লোড়ের ,
কারো বা আর্তনাদের
কারো গভীর ভালোবাসার,
কারো বা তীব্র যন্ত্রণার
কারো স্বস্তির,
কারো বা অস্বস্তির
কারো শান্তির,
কারো বা অশান্তির
একটু সহজ করে বলি.........
এই রাত্রিবেলাতেই আসলে আমাদের অনুভূতি
গুলো তীব্র হয়ে ওঠে ,
আমাদের সারাদিনে ঘটে যাওয়া পছন্দের
অপছন্দের জিনিসগুলোর ভাবনা নিয়ে আসে
এই রাত্রি ,
সারাদিনের ব্যাস্ততায় হয়তো আমাদের
ভালোলাগা ,খারাপলাগা গুলো,কোথাও
জমানো থাকে এই রাত্রির অপেক্ষায়,
এই রাত্রিতেই যেমন কোনো সফল প্রেমিকার
চোখ বুজে যাচ্ছে তার প্রেমিকের কণ্ঠস্বরে,
ঠিক তেমনই, কোনো ব্যর্থ প্রেমিকার চোখ
বুজছে তার চোখের জলে ভিজে যাওয়া
বালিশের ওপর
সারাদিনের খুশির মুহুর্তগুলো ভেবে দেখার সময়
যেমন রাত্রি ,
ঠিক তেমনই, সারাদিনের কষ্টগুলো প্রকাশের
সময়ও এই রাত্রি
এই সময়েই আমরা আমাদের ভিতরের আবেগ,
অনুভূতি গুলোকে প্রকাশ করতে পারি,
কিন্তু ভোর না হতেই আবার সেই হাসি মুখটা নিয়ে
সকলেই কাজে মেতে উঠি ।
________________
**কবিতার বিষয়বস্তু:
এই পৃথিবীতে সবধরণেরই মানুষের বসবাস। সবাই যেমন দুঃখী নয়,তেমনই সবাই সুখীও নয়।ভালো আর খারাপ সব মিলিয়েই আমারদের এই পৃথিবী । সবকিছুর মাঝেই মানিয়ে নিতে হয় আমাদের তবুও তার মধ্যে একান্তই নিজের জন্যে কিছুটা সময়ের প্রয়োজন হয় , আর সারাদিনের ব্যস্ততায় সেটা না হয়ে উঠলেও রাতের নিস্তব্দতায় সেটা প্রকাশ পায়। আর ভোর না হতেই আবার আমরা কাজের মাঝে হারিয়ে যায়, শুরু হয় নতুন দিন আবার দিনের শেষে সেই একইরকম রাত্রি.. এই ভাবেই প্রতিনিয়ত রাত্রিবেলাতেই আমরা আমাদের নিজেদের জন্যে বাঁচি।
আশা করি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই,সকলে ভালো থাকবেন।
এটি আপনার স্বরচিত প্রথম কবিতা। মনের ভাবগুলো বেশ ভালোই ব্যক্ত করেছেন আপনি কবিতাটির মধ্যে। পৃথিবীতে ভালো খারাপ এর সমন্বয় মানুষ জীবন যাপন করে। কেউ একদম সুখী নয় আবার কেউ একদম দুঃখী নয়। রাত্রি বেলায় সকালে নিজের জীবন নিয়ে চিন্তা করে সকালে কাজকর্মেতে উঠি।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।