স্বরচিত কবিতা //সময়//
নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে নিজের লেখা একটি কবিতা শেয়ার করবো। জানিনা আপনাদের কেমন লাগবে তবুও আশা রাখছি ভালো লাগবে। আসলে আমি কবিতা সেরকম লিখিনা কারণ আমি কবিতা লিখতে পারিনা। আর পারিনা বলে চেষ্টাও করে দেখিনা। তবুও আজ একটা কবিতা লিখতে সকাল থেকেই মন চাইছিল। কিন্তু কি কবিতা লিখবো কি বিষয় নিয়ে কিছু ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ দুপুরে শুয়ে আছি সময় পাল্টে যাচ্ছে থেমে থাকছে না এসব নিয়ে নিজের মধ্যে একটা ভাবনা আসতে থাকলো তখনই ভাবলাম সময় নিয়ে একটা কবিতা লেখা যায়। কিন্তু কি লিখবো এটা এটা ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়লাম হা হা হা। তারপর ঘুম থেকে উঠে মনে পড়লো কবিতা লিখবো তখন খাতা পেন নিয়ে বসে একটা কবিতা লিখেই ফেললাম।
সময়
সময়.......
সে তো থেমে থাকে না কারো জন্য
নিজের মতো নিজে চলেই যাচ্ছে,তার আপন গতিতে
আর দিয়ে যাচ্ছে কিছু পুরোনো স্মৃতি
এই যেমন ধরো,
তোমার - আমার সেই সোনালী দিনগুলো,
আজ শুধুমাত্র স্মৃতির পাতায় থেকে গেল ।
রোজ বিকেলে ঠিক একই সময়ে,সেই বুড়ো বটগাছটার তলায়,আমাদের দেখা হতো
সময়ের সাথে সাথে,সেইসব পুরোনো দিনগুলো
কোথায় যে হারিয়ে গেলো..................
মাঝে মধ্যে আবার পুরোনো কলকাতা শহরটাকে হাতে হাত রেখে ঘুরে দেখা,
কিছুই আর নেই................
সবই পাল্টে গেছে সময়ের সাথে সাথে....
মনে আছে সেই দিনটা?
যেদিন শেষবারের মতো দেখা হয়েছিল আমাদের,
ব্রীজের ধারের ওই আবছা আলোর নীচে
সেদিনও সময় চলেই যাচ্ছিল, থামাতে পারিনি তাকে
একমুহুর্তেই যেন সবকিছু পাল্টে দিয়ে চলে গেল,
স্মৃতি করে দিল, ভেঙে দিল সবকিছু
তবু নিজে থেমে থাকলো না ।
আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
আপনার লেখা কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। বাস্তবধর্মী কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে বলা হয়ে থাকে সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনার কথা একেবারে বাস্তব সময় আমাদের সোনালী মুহূর্ত গুলোকে অতীত করে দেয়। সময়ের কারণে আমরা অনেক কিছু হয়তো উপভোগ করি আবার হয়তো জীবনে অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলি। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম আমি।
আপনি যেমন সুন্দর কবিতা আবৃত্তি করেন, ঠিক তেমনি করে সুন্দর কবিতা লিখেছেন। কে বললো আপনি কবিতা লিখতে পারেন না। এই যে কি চমৎকার নিজের আবেগ অনুভূতি ফুটিয়ে তুলেছেন, দারুন ছিল আপু 👌 এভাবেই লিখতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
অনেক অনেক ধন্যবাদ ভাই। এমন সুন্দর মন্তব্য পেলে লেখার উৎসাহ আরো অনেক বেড়ে যায়।
আপু আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সময় আমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যে সময় চলে যায় সেই সময় আর কখনো ফিরে পাওয়া যায় না। কিন্তু আমরা সব জেনেও সময়ের সঠিক মূল্য দিতে পারিনা। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে ❤️।
আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি। দুপুরে কবিতা লিখা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ার ব্যাপারটা পড়ে মজা লাগল। তবে শেষ পর্যন্ত লিখেই ফেললেন দেখে ভাল লাগছে। এই কবিতায় আপনি প্রিয়জনের সাথে কাটানো পুরনো সময়গুলো, স্মৃতিগুলো ফুটিয়ে তুলেছেন। আপনি যেমন মিষ্টি কবিতা আবৃত্তি করেন তেমনি সুন্দর কবিতা লিখেন। ধন্যবাদ দিদি।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে । সত্যিই এমন মন্তব্য পেলে অনেক ভালো লাগে।
আপু কবিতা নিয়ে ভাবতে গিয়ে হয়তো আপনার ব্রেনে অনেক প্রেসার পড়েছিল তাই ঘুমিয়ে গিয়েছিলেন। যাই হোক তারপর ও ঘুম থেকে উঠে যে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় নিয়ে লেখা কবিতাটি পরে মোটামুটি ভালোই লাগলো। আশা করছি সামনে থেকে এমন সুন্দর কবিতা আরও অনেক দেখতে পাবো। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।