প্রিন্সেপ ঘাটের কয়েকটি দৃশ্য

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,প্রিন্সেপ ঘাটের কয়েকটি দৃশ্য নিয়ে। এর আগেও আমি আপনাদের মাঝে প্রিন্সেপ ঘাটের কিছু কিছু দৃশ্য শেয়ার করেছিলাম, আজ আরও কিছু দৃশ্য নিয়ে তাই চলে এলাম। গত মাসে এক বৃষ্টির দিনে প্রিন্সের ঘাটে ঘুরতে গিয়েছিলাম, সেদিনই এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।

20230614_181430.jpg


এটা হলো গঙ্গার পাড়ের সেই বিখ্যাত বিদ্যাসাগর সেতু। গঙ্গার পাড়ের এই দৃশ্যটি সত্যিই অপূর্ব ,একদিকে অবস্থান করছে বিদ্যাসাগর সেতু আর অপরদিকে ঝুলন্ত হাওড়া ব্রিজ। পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্যের আলোয় অপূর্ব লাগছিল দেখতে এই সেতুটি, তাই দেরি না করে তার একটি ফটোগ্রাফি ঝটপট করে নিয়েছিলাম।

20230614_174734.jpg


20230614_174630.jpg


নদীর জলের মধ্যে ,পড়ন্ত বিকেলের সূর্যোদয়ের দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছিল দেখতে। যতটা পারলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তবে সামনে থেকে যতটা এই সুন্দর দৃশ্যটা আমি উপভোগ করেছিলাম ,ততটা ছবিতে তুলে কখনোই সম্ভব নয়। গঙ্গার ঘাটের পাড়ে বসে, শীতল মৃদুমন্দ বাতাসের সাথে সাথে অপূর্ব দৃশ্য উপভোগ করার টানে প্রতিদিন বহু মানুষ এখানে ছুটে যায়। তা নিশ্চয়ই আপনারা ছবিটি দেখেই বুঝতে পারছেন।

20230614_174640.jpg


উপরের একটি ফটোতে বিদ্যাসাগর ব্রীজটি খুব স্পষ্ট ভাবে দেখা গেলেও, সেখানে হাওড়া ব্রীজ টির কোন চিহ্ন পাওয়া যায়নি। তাই তার মন খারাপ হবে না ,বলুন তাকে না দেখালে? তাই এই ফটোটিতে তারও একটা অংশ তুলে ধরলাম , হি হি হি।

20230614_174622.jpg


20230614_174645.jpg


20230614_174615.jpg


উপরের এই ফটোগুলিতে, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। গঙ্গার পাড়ের এই সন্ধ্যা আরতি দেখতে অপূর্ব লাগে। যা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। প্রচুর মানুষ এখানে বিকেল থেকেই ভিড় জমায়, সন্ধ্যা আরতি দেখার জন্য। আমি বেশ কয়েকবার গঙ্গার ঘাটে গেলেও সময়ের অভাবে সন্ধ্যা আরতি দেখার সুযোগ পাইনি। তবে শেষবার গঙ্গার ঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখেই বাড়ি ফিরলাম। সত্যিই কি যে সুন্দর লেগেছিল দৃশ্যটা! বলে বোঝাতে পারবো না।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

প্রিন্সেপ ঘাটের এরকম দৃশ্য দেখে আমি তো সত্যি মুগ্ধ হলাম দিদি। প্রিন্সেপ ঘাটের এরকম সৌন্দর্যতা দেখলে যে কেউ ই একেবারে হারিয়ে যাবে সেই প্রিন্সেপ ঘাটে। দৃশ্যটা সত্যি অনেক বেশি সুন্দর। আমার তো ইচ্ছে করছে সেখানে ছুটে চলে যেতে। আর এই দৃশ্যটা ভালোভাবে উপভোগ করতে। আপনি সেখানে গেলে খুব ভালো মুহূর্ত কাটাতে পারেন তা দেখেই বুঝা যায়। সন্ধ্যাবেলায় আরতি দেওয়ার দৃশ্যটা আপনি তাহলে শেষ দিন দেখে এসেছিলেন, এটা জেনে ভালো লাগলো।

 last year 

হ্যাঁ আপু প্রিন্সের ঘাটে গেলে সত্যি আমি অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি ।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

প্রিন্সেপ ঘাটের দৃশ্যটা এর আগেও বেশ কয়েকবার উপভোগ করেছি আপনার ফটোগ্রাফির মাধ্যমে। প্রিন্সেপ ঘাটের আলোকচিত্র আপনি এর আগেও কয়েকবার আমাদের মাঝে শেয়ার করেছিলেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য এবং উপভোগ করার জন্য, যে কেউই ছুটে চলে যাবে এটা স্বাভাবিক। তবে এই পোষ্টের মাধ্যমে আরো কিছু আলোকচিত্র দেখে মুগ্ধ হলাম।

 last year 

হ্যাঁ ভাই ,এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর ,সবারই ছুটে যেতে মন চায় এখানে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

প্রিন্সেপ ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই এত সুন্দর যার টানে আমিও বারবার ছুটে যায় এখানে। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছ দেখছি। প্রিন্সেপ ঘাটের সন্ধ্যা আরতি দেখতে সত্যি অনেক ভালো লাগে, তবে আমিও তোমার মতই সময়ের অভাবে সেটা দেখার খুব একটা সুযোগ পাই না।

 last year 

সত্যি প্রিন্সেপ ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। যেখানে বারবার ছুটে যেতেই মন চায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66649.04
ETH 3352.77
USDT 1.00
SBD 2.70