|| পরীক্ষার পর বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত ||

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

IMG-20230804-WA0020.jpg


এটা ছিল গত বৃহস্পতিবার দিন। ইতিমধ্যে একটি পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কলেজের শেষ দিনের ক্লাস নিয়ে একটি পোস্ট আর প্র্যাকটিকাল পরীক্ষার শেষ দিন নিয়ে আরও একটি পোস্ট। আর আজকে লিখিত পরীক্ষা দেওয়ার পরের মুহূর্তে বন্ধু-বান্ধবীদের সাথে কাটানো কিছু সময় নিয়ে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গত বুধবার থেকে আমাদের লিখিত পরীক্ষা শুরু হয়েছে , এদিকে বৃহস্পতিবারেও আরেকটি পরীক্ষা ছিল , তাই পর পর দুদিন পরীক্ষা থাকায় প্রথম দিন আর বন্ধু বান্ধবীরা মিলে ফটো তোলার সুযোগ পায়নি, হি হি হি। কিন্তু দ্বিতীয় দিন সেই সুযোগ আর কেউ মিস করলাম না। কারণ শেষের পরীক্ষা টার আগে ৩ দিন ছুটি আছে।


IMG-20230804-WA0021.jpg


এই ছবিটা আসলে আমাদের প্রাণিবিদ্যা পরীক্ষার পরে তোলা। আমাদের পরীক্ষার সিট যেহেতু হাবরা শ্রীচৈতন্য কলেজে পড়েছে ,তাই স্বাভাবিকভাবেই হাবরা স্টেশন দিয়েই আমাদের যাতায়াত করতে হচ্ছে। হাবরা স্টেশনের খাবারগুলো খুবই জনপ্রিয়, তার মধ্যে কয়েকটি হলো- কচুরি (এটা হল হাবরা স্টেশনের সবচেয়ে জনপ্রিয় খাবার) ,চিকেন পকোড়া, লস্যি আর বিরিয়ানি। ছোটবেলা থেকেই হাবরা স্টেশনে গেলেই কখনো সেখানকার কচুরি আমি মিস করিনি ,তাই এবারও মিস করলাম না। এমনিতেই পরীক্ষা শেষ হতে হতে বিকেল হয়ে গিয়েছিল, তাই সকলের পেটেই প্রচন্ড পরিমাণে খিদে দৌড়াদৌড়ি করছিল, তাই দেরি না করে ঝটপট সকলে হাবরার বিখ্যাত কচুরির দোকানে চলে গেলাম। আর ঝটপট সেটি খেয়ে নিয়ে , সকলে মিলে একটি সেলফি তুলে সেখান থেকে বিদায় নিলাম।


IMG-20230804-WA0018.jpg


ওই যে বললাম, হাবরার বিখ্যাত খাবার গুলোর মধ্যে কয়েকটির নাম, তার মধ্যে তো লস্যিও ছিল তাই সেটা না খেয়ে আর থাকি কি করে এই প্রচন্ড গরমের মধ্যে। তাই ঝটপট চলে গেলাম হাবরার বিখ্যাত লস্যির দোকান গুলির মধ্যে একটিতে। গিয়ে সেখানে দেখলাম চকলেট লস্যি আর ম্যাঙ্গো লস্যি পাওয়া যায়। যেটা আসলে আমাদের কাছে পুরোই নতুনত্ব, কারণ আমাদের জানা অন্য সব জায়গাতে শুধুমাত্র নরমাল লস্যিই পাওয়া যায়। তাই আর দেরি না করে, আমরা একটি করে চকলেট লস্যি নিয়ে নিলাম। এটা আমরা সকলেই প্রথমবারের মতো ট্রাই করেছিলাম, আর আমাদের প্রত্যেকের কাছেই খুব ভালো লেগেছিল খেতে। তাই পরের দিন পরীক্ষার শেষে ম্যাঙ্গো লস্যি কেমন খেতে, সেটাও সবাই একবার করে খেয়ে দেখব বলে ঠিক করে ফেলেছি।


IMG-20230804-WA0019.jpg


শুধু লস্যিতেই শেষ থাকবে না, যেহেতু আমাদের শেষ পরীক্ষা সামনের দিনেই তাই লস্যির সাথে সাথে থাকবে বিরিয়ানি আর চিকেন পকোড়া। এসব অবশ্য নির্ভর করবে পরীক্ষা কেমন হবে তার উপরে। কারণ পরীক্ষা ভালো না হলে নিশ্চয়ই, এসব খেতে আর কারো ইচ্ছে করবে না । তাই আশা করছি ,আমাদের সকলেরই পরীক্ষা বেশ ভালো হবে আর শেষ দিন সকলে মিলে অনেক আনন্দের মধ্যে দিয়ে দিনটি কাটাতে পারবো।


পোস্ট বিবরণলাইফ স্টাইল
ডিভাইসrealme 8i

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

প্রাকটিক্যাল পরীক্ষা শেষ দিনে আপনার বন্ধুদের সাথে দেখছি খুবই মজা করেছেন। আসলেই বন্ধুদের সাথে একসাথে হলে খাবারের কোন শেষ থাকেনা। সব সময় দোয়া করি বন্ধুত্বের বন্ধন সবসময় এমন অটুট থাকুক আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আসলে ভাই ,এটা প্র্যাক্টিক্যাল পরীক্ষা ছিল না, লিখত পরীক্ষা ছিল। প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে আগে পোষ্ট করেছিলাম ।ধন্যবাদ।

 last year 

নাটবল্টুর কারটুন থেকে কচুরির সাথে পরিচয় তখন থেকেই ভাবি কলকাতা কখুনো গেলে অবশ্যই এটা ট্রাই করবো আর কলকাতাতো স্ত্রিট ফুড এর কারখানা।যাক প্রেক্টিক্যাল শেষে দারুন সময় কাটিয়েছেন দিদি।ধন্যবাদ শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো।

 last year 

আসলে ভাই ,এটা প্র্যাক্টিক্যাল পরীক্ষা ছিল না, লিখত পরীক্ষা ছিল। প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে আগে পোষ্ট করেছিলাম ।ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।

 last year 

পরীক্ষার পর বন্ধুদের সাথে তাহলে খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলেন এবং খাওয়া-দাওয়া টাও খুব ভালো হয়েছিল। কচুরি এবং লস্যি খেয়েছিলেন আপনারা এটা জেনে ভালো লাগলো। আর মুহূর্তটাও খুব ভালো কেটেছিল মনে হয়। আশা করছি পরবর্তী পরীক্ষাও আপনাদের অনেক বেশি ভালো হবে, আর সেই দিন বিরিয়ানি আর চিকেন পাকোড়া। আশা করছি সেই মুহূর্তটাও আমাদের মাঝে ভাগ করে নিবেন।

 last year 

আমার পরবর্তী পরীক্ষাও অনেক ভালো হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

পরীক্ষার পরে বন্ধুদের সাথে যদি এভাবে ভালো মুহূর্ত কাটানো যায়, তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি যেভাবে বলেছেন কচুরির কথা, আমার তো মনে হয় এটা অনেক বেশি মজাদার। আর লস্যিটার ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে এটিও খুবই ভালো লেগেছিল খেতে। গরমের সময় যদি এরকম ঠান্ডা লস্যি খাওয়া হয় তখন খুব ভালোই লাগবে। দোয়া করি দিদি যেন আপনার পরবর্তী পরীক্ষাটা ভালো হয়।

 last year 

হ্যাঁ ভাই কচুরি, লস্যি দুটোই অনেক বেশি মজাদার।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

পরীক্ষা শেষে বন্ধুদের সাথে বেশ আড্ডা দিয়েছেন এবং খাওয়া দাওয়া করেছেন।কচুরি খেতে দেখছি ইন্ডিয়া যেতে হবে।এটার শুধু নামই শুনে গেলাম।তবে আপনাদের শেষ পরীক্ষার পর যে প্ল্যান রয়েছে, সেটাই তো আরো বেশি আনন্দ হবে মনে হয়।শুভকামনা আপনার জন্য আপু, যাতে পরীক্ষাটি ভালো হয় এবং আনন্দ করতে পারেন সবাই মিলে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

চলে আসবেন আপু, কচুরি খেতে ইন্ডিয়াতে, হি হি হি।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

হাবরা শ্রীচৈতন্য কলেজে এইবার পরীক্ষার গার্ড কিন্তু খুব সহজ দিয়েছে শুনেছি। হা হা হা... আসলে আমিও যখন কলেজে পরীক্ষা দিয়েছিলাম তখন সেখান থেকে বেরিয়ে খাওয়া-দাওয়া করতাম বন্ধু বন্ধুর সাথে, বেশ মজা হত। আর হাবড়ায় তো এমনিতেও প্রচুর খাবার দাবার পাওয়া যায়। বিশেষ করে লস্যি এবং চিকেন পাকোড়া। যাই হোক শেষের পরীক্ষা দিয়ে কি বিরিয়ানি খেয়েছিলে...?

 last year 

একদিন গার্ড অবশ্য সত্যিই কম ছিল,কিন্তু বাকি দুইদিন যথেষ্ট ছিল গার্ড। হ্যাঁ শেষের পরীক্ষা দিয়ে বিরিয়ানিও খেয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44