[ফটোগ্রাফি পোস্ট]- এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

নতুন সপ্তাহে নতুন একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম। আসলে ফটোগ্রাফি হল একটা আর্ট, যেটা আমার একেবারেই নেই বললে চলে। এই কমিউনিটিতে অনেকেই রয়েছেন যারা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন, তাদের কাছে আমার ফটোগ্রাফি নিতান্তই ক্ষুদ্র। তারপরও প্রতিনিয়ত চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করে ফটোগ্রাফি করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেরকম কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু কিছু ফটোগ্রাফি গ্রাম বাংলা থেকে তোলা আবার কিছু কিছু ফটোগ্রাফি পুরনো কলকাতা থেকে তোলা। সব মিলিয়ে একটা এলোমেলো ফটোগ্রাফি পোস্ট হবে। তাহলে আর দেরি না করে ফটোগ্রাফি গুলো চলুন দেখে নেওয়া যাক এক এক করে।

InShot_20231224_202234036.jpg

এটা হল কলমি ফুলের ফটোগ্রাফি। আপনারা অনেকেই কলমি শাক চিনে থাকেন। তবে কলমি গাছ কিন্তু দুই রকম হয় একটা হল লতা জাতীয় আরেকটা কিছুটা বৃক্ষ জাতীয় বলা যেতে পারে। যদিও দুই গাছের ফুল দেখতে একই রকম, তবে একটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি আর একটা খাওয়া যায় না। এখন যে কলমি ফুলের ফটোগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলমি ফুলের যে শাক হয় সেটা খাওয়া যায়। এই ফটোটা তুলেছিলাম আমি গ্রামের একটি ক্ষেত থেকে। আসলে ফোকাস হচ্ছিল না ফটো তোলার সময়, অনেকবার চেষ্টা করার পর তারপরে হয়েছিল।

InShot_20231224_202250511.jpg

এটা হল কাঁচকলা গাছ এবং সাথে রয়েছে এক কাধি কাঁচকলা। যদিও এই কাঁচ কলা গাছ আমার সামনে খুব বেশি একটা কখনো পড়েনি। অন্যান্য কলা গাছ পড়লেও এটা আমার কাছে বলতে পারেন বিরল। বেশ কিছুদিন আগে আমাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বাড়ির উঠোনের পাশে এই গাছটি দেখতে পাই। আসলে কলা গাছটা খুব বেশি একটা উচু তে ছিল না এজন্য ফটো তুলতে সুবিধা হয়েছিল। এই কলার রয়েছে অনেক উপকার, বিশেষ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং মিনারেলস, যেটা একজন মানুষের পক্ষে অত্যন্ত জরুরী।

InShot_20231224_202207880.jpg

এটাতো আমাদের সকলের পরিচিত সরিষা ফুল। এই ফটোটাও তুলেছিলাম একটা ফাঁকা জমি থেকে। সাধারণত এই শীতকালে সরিষা গাছ লাগানো হয় এবং শিশির ভেজা সরিষা গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যদি সেখানে থাকে গাঢ় হলুদ রঙের সরিষা ফুল তাহলে তো কোন কথাই নেই। তবে দুঃখের বিষয় হলো আমি যেখান থেকে ফটো তুলেছিলাম সেখানে খুব বেশি একটা সরিষার ফুল দেখতে পাইনি। সামান্য কিছু সরিষা ফুল ফুটেছিল। তারপরও খুব কাছাকাছি যেগুলো ছিল তার ভিতরে একটা গাছ টার্গেট করে ফটো তুলেছিলাম। যদিও গাছটা খুব বেশি একটা বড় ছিল না অনেক ছোট ছিল।

InShot_20231224_202555738.jpg

এই ফটোটা আমাদের পুরনো কলকাতার একটা গলি থেকে তোলা। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম কলেজস্ট্রিটে আমার কিছু প্রয়োজনীয় বই খাতা এবং টুকটাক কিছু জিনিস কেনার জন্য। তবে কলেজ স্ট্রিট গেলে পুরনো কলকাতা ঘুরে আসতে একেবারেই ভুল করি না। পুরনো কলকাতার গলি গুলো দিয়ে হাঁটতে কেমন যেন একটা ভাল লাগা কাজ করে। তাছাড়া পুরনো কলকাতা মানেই তো হাজার ইতিহাস, ঐতিহ্য। এই ফটোর ভিতর দেখতে পাচ্ছেন যে একজন ভ্যানচালক গলির ভেতর দিয়ে ভ্যান চালিয়ে চলে যাচ্ছে। এরকম দৃশ্য নতুন কলকাতায় দেখা যায় না। মোমেন্ট টা খুব ভালো লাগছিল এজন্য ফটো তুলে রেখে দিয়েছিলাম।

InShot_20231224_202753713.jpg

এটাও পুরনো কলকাতার একটা শাখার দোকানের ফটোগ্রাফি। লোকটার দোকানে খুব বেশি একটা কেনাকাটা হচ্ছিল না। তাই সামনের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আর এই সুযোগে আমি একটা ফটো তুলে নিয়েছিলাম। এই জায়গাটাতে সাধারণত যখন বিয়ের সিজন থাকে তখন প্রচুর ভিড় থাকে। অন্যান্য সময় খুব বেশি একটা লোকের আনাগোনা এখানে দেখা যায় না। আসলে এরকম দৃশ্য আমাদের এখানে দেখা যায় না। এজন্য একটা ফটো তুলেছিলাম মুহূর্ত ধরে রাখার জন্য।

InShot_20231224_202910434.jpg

এটা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে তোলা ফটোগ্রাফি। যদিও এই ফটোটা আজ থেকে বছর খানেক আগে তুলেছিলাম যখন নতুন মেট্রো চালু হয়েছিল। শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরটা অনেক বেশি সুন্দর এবং আধুনিক। তবে এখান থেকে মেট্রো করে কোথাও যাওয়া হয়নি আনার। অনেকদিন পর ফটোটা গ্যালারিতে দেখতে পেলাম এজন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি।


পোস্ট বিবরণফোটোগ্রাফি
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

দিদি আপনার এলোমেলো ফটোগ্রাফি পোস্টের প্রতিটির থিমই কিন্তু মনোমুগদ্ধকর ছিল। আমার কাছে আপনার গ্রাম বাংলা আর কলিকাতা থেকে করা প্রতিটি ফটোগ্রাফি দেখতেই বেশ আকর্ষনীয় মনে হয়েছে। আশা করি এমন এলোমেলো ফটোগ্রাফি আপনার কাছে আরও দেখতে পাবো। ধন্যবাদ দিদি এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে,অনেক সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

 6 months ago 

আপু আপনি ঠিকই বলেছেন, এই কমিউনিটিতে সবাই অনেক দারুন দারুন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে আমার কাছে কলমির ফুল ও সরিষা ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

কলমির ফুল ও সরিষা ফুলের ফোটোগ্রাফি দুটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে ।

 6 months ago 

ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমন দেখতে বেশ ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন আপু এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। তাদের দেখে ফটোগ্রাফি করার ইচ্ছা জাগে। আপনার ফটোগ্রাফিগুলো ও কিন্তু খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পুরান ঢাকার গলির ফটোগ্রাফিটা খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া সরিষা ফুলের ফটোগ্রাফিটাও খুব সুন্দর হয়েছে।

 6 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বাহ্ চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাকে ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ লাগে। আপনার প্রতি টা ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে কলমি ফুলের ফটোগ্রাফি টা দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন তবে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে বিশেষ করে কলমি ফুল আর সরিষা ফুলের সৌন্দর্যটা তো মন ছুঁয়ে গিয়েছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

কলমি আর সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

গ্রামবাংলা এবং পুরানো কলকাতা থেকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলোও খুব চমৎকারভাবে দিয়েছেন আপু।

 6 months ago 

ফটোগ্রাফি গুলোর সাথে তার বর্ণনাও আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ।

 6 months ago 

দিদি আপনি তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি কিন্তু খুবই দারুণ লেগেছে আমার কাছে। বিশেষ করে কলমি ফুল, এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। পুরনো কলকাতার একটি গলি থেকে তোলা ফটোগ্রাফি টাও খুব ভালো লেগেছে। কাঁচ কলার ফটোগ্রাফিটা ও খুব সুন্দর ভাবে করেছেন আপনি। দোকানের ফটোগ্রাফি এবং স্টেশন থেকে তোলা ফটোগ্রাফি টাও ভালো ছিল দিদি।

 6 months ago 

কলমি ফুল এবং সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দারুন ফটোগ্রাফি করেছেন প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। পুরাতন কলকাতার গলির ছবিটি বেশ চমৎকার লাগছে। সুন্দর ফটোগ্রাফির সাথে অসাধারণ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

পুরোনো কলকাতার গলির ফোটোগ্রাফি টা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

এলোমেলো হলেও ফটোগ্রাফি সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।
আসলে এরকম ফটোগ্রাফি পোস্ট ঘুরে দেখে ভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করা যায়।
আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল বিশেষ করে প্রথম তৃতীয় এবং চতুর্থ নম্বর ফটো।

 6 months ago 

প্রথম, তৃতীয় এবং চতুর্থ নম্বর ফটোগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63565.69
ETH 3484.36
USDT 1.00
SBD 2.53