রেসিপি//ছিটা পিঠা রেসিপি//১০% ল্যাজুক খ্যাকের জন্য।
শুভ সকালের শুভেচ্ছা রইল আমার প্রিয় ব্লগের সকল বন্ধুদের প্রতি 🙏💞🙏💞
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ।আজকে আমি আমার বাংলা ব্লগে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রেসিপি শেয়ার করবে,তার নাম ছিটা পিঠা রেসিপি ।আশা করি আপনাদের সবার কাছে আমার ছিটা পিঠা রেসিপিটি ভালো লাগবে।তাহলে আমি কীভাবে ছিটা পিঠা রেসিপি তৈরি করলাম,তা নিচে সুন্দর করে তুলে ধরলাম।
আমি কী কী দ্রব্য দিয়ে ছিটা পিঠা রেসিপি তৈরি করলাম,সে গুলোর পরিমাণ তুলে ধরলাম
নাম | পরিমান |
---|---|
ময়দা | ২০০ গ্রাম |
লবণ | ১ চামচ |
চিনি | ৫০ গ্রাম |
তেল | ২৫০ গ্রাম |
জিরা | ২০ গ্রাম |
ছিটা পিঠা রেসিপি কীভাবে তৈরি করলাম তা নিচে ধাপে ধাপে তুলে ধরলাম
👉: প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে ময়দা,জিরা,লবণ, চিনি, নিয়ে নেব।
👉: তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে ময়দা গুলোকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা গুলো এমন করে মিশে নিতে হবে,যেন খুব পাতলা হয়।
👉:ছিটা পিঠা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পরিষ্কার কড়াই নেব।এরপর তেল নেব।
👉:তারপর আমি ছিটা পিঠার তৈরি করার জন্য ময়দার মিশ্রণ গুলোকে হাত দিয়ে কড়াই মধ্যে ছিটে ছিটে দেব।ময়দার মিশ্রণ গুলো এমন করে ছিটে দেব,যেন একটার উপর একটা লেগে যায়।
👉: সবশেষে আমি পিঠা গুলো কড়াই দিয়ে প্রায় ২-৩ মিনিট ধরে খুন্তি দিয়ে উল্টো পাল্টা ভালো করে ভেজে নেব। তারপর ভেঁজে হয়ে গেলে একটি পরিষ্কার বাটিতে তুলে নেব।
তো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা,এমন করে আমার ছিটা পিঠা রেসিপি তৈরি করা শেষ করলাম। আশাকরি আপনাদের সকলের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলো অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ
এই প্রথম এমন পিঠা রেসিপি দেখলাম। আপনার পিঠার রেসিপি দেখে বেশ সুস্বাদু হয়েছিল । আপনি আপনার পিঠা তৈরীর রেসিপি আমাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যর জন্য।
ভাই,ছিটা পিঠা রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ছিটা পিঠাটি খেতে অনেক মচমচে হয় তাই আমার কাছে সব থেকে ভালো লাগে। আপনি খুবই সহজ উপায় ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে ছিটা পিঠা রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
যেকোনো ধরনের পিঠা আমার কাছে খুব ভালো লাগে খেতে। আপনার পিঠা তৈরি দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ছিটা পিঠা তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো । আপনার পিঠে তৈরি পদ্ধতি অসাধারণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
নতুন একটি রেসিপি সাথে পরিচিত হলাম কারন ছিটা পিঠা সম্পর্কে আগে কোন ধারণা ছিল না আপনার পোস্ট দেখে এই পিঠা সম্পর্কে অবগত হলাম। নতুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ছিটা পিঠা রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুবই সুন্দরভাবে পিঠা রেসিপি তৈরি করলেন, দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তী তৈরি করব ইনশাল্লাহ,
জি ভাইয়া রেসিপি অনেক সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
এই পিঠা কখনো খাওয়া হয়নি। আপনার এই পিঠা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে।আমি একদিন বাসায় তৈরি করে দেখব। আপনি খুব সুন্দর ভাবে পিঠা তৈরির ধাপ গুলো বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আমার পোস্টটি দেখে সুমতামতের জন্য অনেক ধন্যবাদ
মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার ছিটা পিঠা রেসিপিটি।আমি অনেক পিঠা খেয়েছি তবে এই পিঠা এখনো তৈরি করে খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে বর্ণনা করে দিয়েছেন অতি সহজে এই পিঠা বানিয়ে খেতে পারবে সবাই। আপনার জন্য অনেক শুভকামনা ভাই।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ছিটা পিঠা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এধরনের রেসিপি কখনো দেখিনি। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
ছিটা পিঠা প্রায় সময়ই খাওয়া হয়, ছিটা পিঠা আমার খুবই ভালো লাগে, আপনি দেখি খুব সহজে অনেক সুন্দর এবং মজাদার হয়েছে ছিটা পিঠা তৈরি করেছেন, বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য এভাবেই সামনে এগিয়ে চলুন।
আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ।
ছিটা পিঠা নাম আজকে প্রথম শুনলাম, আর এই পিঠা কখনো খাওয়া হয় নায়।রেসিপি দেখে মনে হচ্ছে খুবই অনেক স্বাদের ছিল। আপনি খুবই ভালো ভাবে তৈরী করছেন পিঠাগুলো।ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।